নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ন্যায়ের কথা সহজ করে বলি

সরল কথা

সহজ করে বলি

সরল কথা › বিস্তারিত পোস্টঃ

অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে?

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে?

যে প্রলয় শুরু হইছে তা কেউ চাইলেও
আর বন্ধ করতে পারবেনা। যারা নিজেস্ব সুবিধার কারণে একদিন এসকল দেশবিরোধী আত্মঘাতি কর্মকান্ডকে প্রশ্রয় দিয়েছিল তাদের নিয়ন্ত্রনেও এখন আর কিছু নাই। এদেশের অবসম্ভাবি পরিনতি ঘুটঘুটে কাল অন্ধকার।

সুশাসনহীন, ন্যায়বিচারহীন, নীতিহীন
রাষ্ট্র নিঃসন্দেহে একটি নিপিড়ক রাষ্ট্র। যে
রাষ্ট্রের কোন পর্যায়ে নৈতিকতার বিন্দুমাত্র
স্থান নাই সে রাষ্ট্রে মানবিক দুর্যোগ মহামারী
আকার ধারণ করবে এটাই স্বাভাবিক ।
একেকটি দুর্যোগ আসে আর সেটি ঐক্যবদ্ধ
ভাবে মোকাবেলার পরিবর্তে একে অপরকে
ঘায়েলের রাজনীতি শুরু হয়ে যায়। সেই দেশে
ভাল কিছু আশা করা যায়না। আর সাধারণ
জনগন যারা দেশের তথাকথিত মালিক তারা
একদম অন্ধের মত চুপচাপ। কিছুই চোখে দেখেনা।
দেখেও না দেখার ভান। এই রকম
জনগনের দেশে রাষ্ট্রকে সুপথে ফিরিয়ে
আনাও কষ্টসাধ্য।

এখনো সময় আছে সব রুখে দেয়ার। কিন্তু
অদ্ভুদ দেশের অদ্ভুদ জনগনের ফিরবে কি হুঁস?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.