নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ন্যায়ের কথা সহজ করে বলি

সরল কথা

সহজ করে বলি

সরল কথা › বিস্তারিত পোস্টঃ

কি ছিলনা তোমাদের ঐশীদের!!!

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬



অর্থ, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সবই ছিল ঐশীদের। সুন্দর একটা পরিবারও ছিল। জন্মের সময় নিস্পাপ ঐশীরই জন্ম হয়েছিল। এ ধরায় আগমনের সময় পিতামাতার প্রথম কন্যা ঐশীর পরিবারে নিশ্চিত আনন্দের মাতম হয়েছিল। বাবা, মা, ভাই, বোন কি সুখী পরিবারটা না ছিল ঐশীদের!!

কিন্তু আসল অভাবের কারণেই আজ এই পরিবারটা শেষ প্রায়। অভাব ছিল নৈতিকতার। অভাবটা ছিল আল্লাহর প্রতি ভয়ের। অভাব ছিল সততার। অভাব ছিল ধর্মীয় অনুভুতির।

আর এই প্রকৃত অভাবের কারনেই
তাই জন্ম দেয়া সন্তানের হাতে খুন হতে হয়েছে বাবা মাকে। বাবা মাকে খুনের দায়ে ফাঁসির রায় সুনতে হয়েছে প্রজন্মের সবচেয়ে ঐদ্ধ্যত কন্যা ঐশীকে।

এমন পরিবার আমরা চাইনি, চাইনা কিন্তু সঠিক পথ না পেলে এমন ভাগ্যবরণ করতেই হয়। আল্লাহ তুমি আমাদের এমন পরিনতি থেকে হেফাজত করো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আইনের শাসন
ধর্মীয় অনুশাসন
আর মূল্যবোধের
অবক্ষয়ের জন্য
আজকের এই
পরিণতি
ঐশীদের।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

মঞ্জু রানী সরকার বলেছেন: মূল্যবোধের অবক্ষয় তো ওর বাবা থেকেই শুরু হয়েছে

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

চলন বিল বলেছেন: প্রতিদিন হরহামেশাই তো শুনতে পাওয়া যায়, পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা খুন।
ঐশী মেয়ে বলেই কি চিৎকার-চ্যাঁচামেচি বেশি হচ্ছে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

ছাসা ডোনার বলেছেন: মানুষ মারা গেলে তার বদনাম করতে নাকি হয় না। আমার ধারনা এটা হলো ঔশীর বাবার অসৎ সম্পদ উপার্জনের ফলাফল,আসলে এটা হলো আল্লাহ তাআলার ন্যায় বিচার।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫০

সরল কথা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.