নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য, তার উপরে আল্লাহ! সঠিক বিচারের মালিক, সর্বশক্তিমান, মহা ক্ষমাশীল।

মোঃ ছিদ্দিকুর রহমান

আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।

মোঃ ছিদ্দিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বয়স

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

আমি যে আছি, তো‌মা‌দের ভী‌রে,
কেউ কি রে‌খে‌ছো স্মর‌নে আমায়।
সময় যে ব‌য়ে চ‌লে যায়,
কত কাজ বা‌কি থে‌কে যায়,
হিসা‌বের খাতা লি‌খি‌ছে হেথায়,
না‌হি ভুল ক‌রে দু'জনায়।

কতটুকু হ‌'লো বেচা কেনা,
কতটুকু জ‌মি‌য়াছে নেক,
ডা‌নের পাতায়,
না‌কি সব খর‌চের খাতায়?

হা‌কি‌ছে আজ্জান মুয়া‌জিন,
সু‌ধিয়াছ কতটুকু এই জীব‌নের ঋণ,
সম‌য়ের তা‌লে তা‌লে বাড়িয়া‌ছে‌ দেনা,
পরপা‌রের সওদা হয় নি তো কেনা।
‌কি জবাব দি‌বে সেই দিন।।

চার পা‌য়ে হে‌টে, উঠ‌লে বে‌ড়ে, দাড়া‌লে দুই পা‌য়ে।
সম‌য়ের তা‌লে তিন পা‌য়ে চ‌লো।।
‌কি হ‌য়ে‌ছে তোমার, ব‌লো।
আর কতটুকু আছে সময়।।

‌মিজা‌নের সাম‌নে দাড়া‌বে যখন,
খা‌লি হ‌া‌তে, হিসা‌বের খাতা খুল‌বে তখন।
ল‌জ্জিত হ‌বে, মাথা নত করা ছাড়া আর আছে কি উপায়।
রহম ক‌রো হে দয়াময়।
আমি যে লাচার, ক্ষমা ক‌রো হে আমায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.