নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য, তার উপরে আল্লাহ! সঠিক বিচারের মালিক, সর্বশক্তিমান, মহা ক্ষমাশীল।

মোঃ ছিদ্দিকুর রহমান

আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।

মোঃ ছিদ্দিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

"ঢেউয়া" একটি গ্রাম্য অপরিচিত ফল

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

আজ আপনাদের সাথে এমন একটি ফলের সাথে আপনাদের পরিচয় করাইয়া দেব, যার কদর কারো কাছেই নাই। আমাদের গ্রামের আনাছে কানাছে হয়ে থাকে, পাখিরা খেয়ে বাচেঁ, কিন্তু এই ফলগুলোর আমাদের জন্য কেমন উপকারী ও তার গুনাগুন কত যে বেশী, তা চিন্তা করা সম্ভব না।



কিছুকিছু ফল আছে যেগুলোর খুব একটা পরিচিতি না থাকলেও তাদের রয়েছে অসাধারণ ভেষজ পুষ্টিগুণ। ডেউফল বা ডেউয়া হলো তাদের মধ্যে অন্যতম। অঞ্চলভেদে এই ফল মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, ঢেউফল ইত্যাদিও বলা হয়ে থাকে। গ্রামাঞ্চলে এটি অত্যন্ত পরিচিত একটি ফল হলেও শহরাঞ্চলে এটি একটি অপ্রচলিত ফল। আগে গ্রামে এই ফলের চাষ হয় করা হত। তবে বর্তমানেএই ফলের চাষ খুব একটা দেখা যায় না। যে সকল যায়গা পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে, সে খানে এই ফলের চাষ করা যেতে পারে। তাতে দুই উপকার হবে। ফল ও কাঠ পাওয়া যায়।



বিশাল আকৃতির ডেউয়া গাছ চিরসবুজ বৃক্ষ। পাতাগুলো বড় এবং খসখসে, অনেকটা ডুমুরের পাতার মতো। এক একটি গাছ ২০-২৫ ফুট উঁচু হয়। এর কাঠ বেশ উন্নত মানের, বড় বড় জিনিসের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। গাছে ফেব্রুয়ারির শেষের দিকে ফুল আসে এবং জুন মাসের দিকে ফল পাকতে শুরু করে।



ডেউয়া কাঁঠালের মতো গুচ্ছফল। বাইরের অংশটি থাকে অসমান। ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ হয়। ফলের কাঁঠালের মতো ছোট ছোট কোষ থাকে। পাকা ফলের কোষের রং হয় লালচে হলুদ বা লালচে কালো। এই ফল পুরোপুরি গোলাকার হয় না। ফলটির গায়ে উঁচু-নিচু হয়। কাঁচা টক টক স্বাদ। কিন্তু পাকলে সেটা তখন অন্য স্বাদ। সেটা টকও নয়, আবার মিষ্টিও নয়। এই ফলটি অনেক উপকারী। যা অনেকেরই অজানা।



বর্তমানে মেদভুঁড়ি বৃদ্ধি একটা সাধারণ সমস্যা। যার কারনে আমরা অন্যান্য অসুখ বাঁধিয়ে ফেলছি প্রতিনিয়ত। এ জন্য যারা এ সমস্যায় ভুগছেন তারা ডেউয়া ফলের রস এক থেকে দেড় চামচ ঠাণ্ডা পানিতে মিশিয়ে রোজ একবার করে এক মাস খেলে উপকার পাবেন। তবে ১২ মাস তো এ ফল পাওয়া যায় না, এ জন্য যখন পাওয়া যাবে তখন কেটে রোদে শুকিয়ে রাখতে হয়।



এছাড়া পেটে বায়ু জমলে পাকা ডেউয়ার রস দেড় চামচ আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি নিয়ে প্রতিদিন একবার এক সপ্তাহ খেলে উপকার হবে। অনেকের অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না, তারা উপকার পাবেন। দু-তিন চামচ ডেউয়ার রস ও সাথে একটু লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেতে হবে। এক সপ্তাহ খেলেই মুখে রুচি আসবে।



আবার অনেকের বিভিন্ন প্রকার খাবার খেলেও পেট পরিষ্কার হয় না। অস্বস্তিতে ভোগে। তারা কাঁচা ডেউয়া কেটে ৮-১০ গ্রামের মতো বেটে গরম পানিতে মিশিয়ে কিছুক্ষণ রেখে ওই পানি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে। যা সকালে বাসি পেটে খেতে হবে।



ভিটামিন সি ও ক্যালসিয়ামের আধার বলা হয় ডেউয়া ফলকে। এগুলো ছাড়াও ডেউয়া ফলে রয়েছে অন্যান্য পুষ্টি উপাদান। ডেউয়া ফলের খাদ্যযোগ্য প্রতি ১০০ গ্রাম অংশে রয়েছে –

খনিজ- ০.৮ গ্রাম,
খাদ্যশক্তি- ৬৬ কিলোক্যালরি,
আমিষ- ০.৭ গ্রাম,
শর্করা- ১৩.৩ গ্রাম,
ক্যালসিয়াম- ৫০ মিলিগ্রাম,
লৌহ- ০.৫ মিলিগ্রাম,
ভিটামিন বি১- ০.০২ মিলিগ্রাম,
ভিটামিন বি২- ০.১৫ মিলিগ্রাম,
ভিটামিন সি- ১৩৫ মিলিগ্রাম,
পটাশিয়াম- ৩৪৮.৩৩ মিলিগ্রাম।

দেখতে অদ্ভুত এবং ভিন্ন স্বাদের ডেউয়া ফল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এর রয়েছে বেশ কিছু ভেষজ গুণও। নিচে কয়েকটি উল্লেখ করা হল-

১।যকৃতের নানা অসুখ নিরাময়ে সাহায্য করে ডেউয়া।

২।কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেটব্যথা কমাতে সহায়তা করে ফলটি।

৩।পেট পরিষ্কার করতে কাঁচা ডেউয়া ৮-১০ গ্রাম বেটে নিয়ে গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে।

৪।গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণের দুষিত পুঁজ বের করে দেয়।

৫।ডেউয়ার ভিটামিন সি ত্বক, চুল, নখ, দাঁত ও মাঢ়ির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে।

৬।এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে।

৭।ডেউয়াতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

এমন আরো অপরিচিত ও অচেনা ভেষজ ও পুষ্টিগুণ সম্পন্ন ফল গুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। যার সঠিক রক্ষণাবেক্ষণ করা খুব প্রয়োজন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

আখেনাটেন বলেছেন: চমৎকার পোষ্ট।

এই ফল খাওয়ার মজার মজার অভিজ্ঞতা আছে। ছোটকালে এই জিনিস গাছ থেকে পেড়ে খড়ের পালাতে লুকিয়ে রাখতাম। পরে হলুদ হয়ে পেকে গেলে টক স্বাদের এই মজার ফল খেতাম।

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। দেশের বাড়িতে এখনও বেশ বড় একটি গাছ আছে।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০২

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ, এয়ার পোর্টের কাছে বাজারে এই ফল দেখে কেনার জন্য গেলাম, ১৫০/- টাকা কেজি, এক কেজি কিনে বাসায় আনলাম, আমার স্ত্রীর খুবই পছন্দের ফল।

২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: ডেউয়া ফলের পোষ্ট দেয়ায় ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ভাই, ভাল আছে ও সুস্থ্য আছেন। আপনাকেও ধন্যবাদ ভাই।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর শেয়ার
ধন্যবাদ আপনাকে

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ, আশা করি ভাল আছেন। ভাল থাকুন।

৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া ভাল আছি তবে চিকনগুনিয়ার ব্যথা নিয়ে দিনযাপন করছি দোয়া করবেন

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আল্লাহু আপনাকে সেফা করুন, আমিন।

৫| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

রুহুল আমিন খান বলেছেন: কি কন আর না কন ভাই, বাজারে ঢেউয়ার দাম সম্পরর্কে রিসেন্ট তথ্য নাই মনে হয় আপনার কাছে তাই বলতেসেন অপ্রচলিত ফল। তবে কাচা মরিচ লবন দিয়ে বানানো ঢেউয়ার ভর্তা চরম। এই কমেন্ট লিখতে লিখতে জিভে জল চলে এলো

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: জি, ভাই জিবে জল আসার মত একটা ফল বটে। হ্যাঁ, ডেউয়ার বর্তা আসলেই মুখ রোচক খাবার বটে, আপনাকে ধন্যবাদ।

৬| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এই ফল কখনও দেখেছি বলে মনে হয় না।
আপনার পোস্ট খুবই উপকারী ।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: বলেন কি এটা চট্টগ্রামেও পাওয়া যায়, বেশ সুন্দর। একবার খেয়ে দেখবেন, আশা করি , তবেই বুঝতে পারবেন।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: সুন্দর

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ইঞ্জিনিয়র সাহেব। আসলেই সুসাধু ফল বটে।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

রাতু০১ বলেছেন: চমৎকার পোষ্ট। আমার প্রিয়

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

ওমেরা বলেছেন: ছোট্ট বেলায় খেয়েছিলাম টেষ্টের কথা মনে নাই তেমন ! আপনার পোষ্ট পড়ে এখন যে আমার খেতে ইচ্ছা করছে এখন কি করি বলেন তো !

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: জি, খুব টেষ্টি, একটু মিষ্টি একটু টক, এই আর কি। বাজারে কিনতে পাওয়া যায়। তবে খুবই অল্প সময়ের জন্য।

১০| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

কলাবাগান১ বলেছেন: ইংরেজী নাম কি কেউ জানেন???

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: এটার ইংরেজি নাম, আমার যতটা মনে পড়ে, Monkey Jack। আপনাকে ধন্যবাদ।

১১| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমি তো চট্টগ্রামে থাকি না :D

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আমি দুঃখিত ভাই, বাংলাদেশের দক্ষিন এলাকাতে একটু বেশী এবং পার্বত্য চট্টগ্রাম এলাকাতে একটু বেশী দেখাযায়।

১২| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ।
http://www.fruitsinfo.com/lakoocha-fruit.php
Scientific name - Artocarpus lacucha

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ডেউয়া গাছের বৈজ্ঞানিক নাম Artocarpus lacucha বা Artocarpus lakoocha Roxb. এবং ইংরেজি নাম 'Monkey Jack' তো আপনাকে ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

কলাবাগান১ বলেছেন: ডেউয়া নাম টা বোধহয় নোয়াখালীবাসীরা দিয়েছেন ফলের বাহির টা ডেউ এর মত বিধায়......।অনুমানে বললাম

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ডেউয়া নাম টা কে রেখেছে, তা আমার জানা নাই, তবে তার আকৃতির সাথে তা নামের যে মিল আছে তাতে কোন সন্দেহ নাই, আপনাকে ধন্যবাদৎ।

১৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: নাম এবং ফলটাও খুব পরিচিত।। কিন্তু এখন এর স্বাদ ভুলে গেছি।। ভুলে গেছি আরো অনেক ফল-ফলাদির স্বাদও !!

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যাঁ, তা ঠিক, আপনাকে ধন্যবাদ।

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:১৪

সনেট কবি বলেছেন: চমৎকার

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ। কবি, আপনার লেখা গুলো খুবই চমৎকার।

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কতদিন খাইনি এই ফল। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: চেষ্টা করলে হয় তো খাওয়া সম্ভব, আপনাকে ধন্যবাদ।

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

টারজান০০০০৭ বলেছেন: জন্মের টক! মাইয়া লোকের ফল! :D

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: মাইয়া লোকেরা কিন্ত মাইন্ড করবে। তবে তার স্বাদটা মোটামুটি ভাল। আপনাকে ধন্যবাদ।

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭

রিএ্যাক্ট বিডি বলেছেন: আমার Youtube Channel ভিডিও দেখুন ভালো লাগলে Subscribe করুন
Link: ReactBd

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো পোস্ট। এই ফল প্রকৃত অর্থেই অপরিচিত ছিল। ধন্যবাদ শেয়ারের জন্য।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের অঞ্চলে পাওয়া যায় , পোড়া মরিচ দিয়ে ভর্তা করে খেতে মজা। মেয়েদের বেশ প্রিয়।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যাঁ ভাই, পোড়া মরিচ দিয়ে ভর্তা করে খেতে মজা। সত্যই, আপনাকে ধন্যবাদ।

২১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১২:২১

ডঃ এম এ আলী বলেছেন: খুবই মুল্যবান গবেষনা সমৃদ্ধ পোষ্ট ।
শুভেচ্ছা রইল

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আলী ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, ভাল আছেন? আমার এই গুলো নিয়ে লিখতেই ভাল লাগে। আপনাকে ধন্যবাদ।

২২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:৩১

সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের অঞ্চলে পাওয়া যায় , পোড়া মরিচ দিয়ে ভর্তা করে খেতে মজা। মেয়েদের বেশ প্রিয়..।

ছেলেদের প্রিয় না লিটন ভাই..... যাই হোক জিভে পনি আসছে ভর্তা খেতে.........

২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৫:১৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আমি কিন্তু মেয়ে না, আমার খুবই প্রিয়, এবং সামনে পেলেই কিনে নিয়ে আসি। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.