নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাতৃভাষার নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি । পৃথিবীর মাত্র তিন লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে । ভাষাটিকে ইউনেস্কো এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষনা করেছে ।

কুঙ্গ থাঙ

প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি দাবী করছি...

কুঙ্গ থাঙ › বিস্তারিত পোস্টঃ

মাইক সার্ভিস

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪





ছোটবেলায় বিয়ে বা বনভোজনের অনুষ্ঠান হলে বড়রা মাইক ভাড়া করে আনতো ৷ হ্যান্ডলের মতো একটা জিনিষ ম্যানুয়ালি ঘুরাতে হত ৷ দম দেয়া শেষ হলে রেকর্ডটা ঘুরতো আর গান বাজতো ৷ আমরা মাইক সার্ভিসের চারপাশে ভীড় করে দাঁড়াতাম, আর রেকর্ডের ঘুর্ণন দেখতাম ৷ মাইকে নানান ধরনের রেকর্ড বাজতো ৷ আমরা মুগ্ধ হয়ে শুনতাম ৷ হিন্দি বাংলা নানান ছবির গান ৷ কোরবানি ছবির একটা গান ছিল রেগুলার বাজতো , আরেকটা কমন গান ছিল, যশোমতি মাইয়াসে বলে নন্দলালা ৷ বাংলা সিনেমার গানও বাজতো ৷ বাজতো মোহাম্মদ রফির পাখির বুকে তীর মারা গানটাও ৷



মাইক সার্ভিসের নামগুলো রতন মাইক সার্ভিস বা বাবুল মাইক সার্ভিস ৷ নাম রতন হলেও রতন নিজে সার্ভিস দিতে আসতো না ৷ ভাড়া করা লোক থাকতো ৷ কট্ প্যান্ট পরা, চোখে নুড়া ভাইয়ের চশমা আর গলায় মাফলার ৷ আমরা একটু রেকর্ড ছুয়ে দেখার আশায় বা একমূহুর্ত ভলিউম ধরতে দেবার আশায় তার দিকে সকরুণ দৃস্টিতে তাকিয়ে থাকতাম ৷ সে পাত্তা দিতনা ৷ আমরা লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতাম ৷ সেখানে আমরা অনেকেই দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সিদ্ধান্ত নিয়ে ফেলি, বড় হয়ে মাইক সার্ভিস চালাব ৷



আমরা বড় হয়েছি ৷ মাইক সার্ভিসের বদলে লাইফ সার্ভিসে যোগ দিয়েছি ৷ দিবারাত্র হ্যান্ডেল ঘুরিয়ে সেবা দিয়ে যাচ্ছি ৷ ঘরের সমস্যা বাইরের সমস্যা অমুকের সমস্যা তমুকের সমস্যা- ভারবাহী গাধার মতো সমস্যার বোঝা কাঁধে চাপিয়ে পথ চলছি ৷ মাইক সার্ভিসের লোকটাকে এখনও ইর্ষা করি ৷ সে সানগ্লাস লাগিয়ে বিড়ি খেতে খেতে গান বাজাতো নিজের পছন্দমতো ৷ আর আমাদের নিজেদের পছন্দ বলে কিছু নেই ৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: আরে আপনি এখানে কি মনে করে!

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

কুঙ্গ থাঙ বলেছেন: ঘুরতে ঘুরতে চলে এলাম :)

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমরা বড় হয়েছি ৷ মাইক সার্ভিসের বদলে লাইফ সার্ভিসে যোগ দিয়েছি ৷ দিবারাত্র হ্যান্ডেল ঘুরিয়ে সেবা দিয়ে যাচ্ছি ৷

সে সানগ্লাস লাগিয়ে বিড়ি খেতে খেতে গান বাজাতো নিজের পছন্দমতো ৷ আর আমাদের নিজেদের পছন্দ বলে কিছু নেই ৷

এই কথাগুলো খুব মন ছুঁয়ে গেল !!

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে !
এতদিন কোথায় ছিলেন ?

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

কুঙ্গ থাঙ বলেছেন: অনেক ধন্যবাদ । .. ব্লগে মাঝে মাঝেই আসি, পোস্ট দেয়া হয়ে উঠেনা। :)

৩| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৪

মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: আপনি সম্ভগত আমার এলাকা লোক হতে । আপনার সঠিক পরিচয় দিলে আমি খুশি হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.