নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

সকল পোস্টঃ

তেতুলমণি

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০


তারিখ
০৭-০২-০৮
"তুমি আমার কেন্দ্র।
তোমাকে ঘিরে আমি এক বৃত্ত।"

তার চোখে চোখ রেখে বলতেই বলে উঠলো
"আর ন্যাকামি করা লাগবে না।ক\'য়টাই আসার কথা ছিল আর আসলে ক\'য়টাই?এই বটতলায় একা একটা মেয়েকে বসিয়ে রাখতে খুব...

মন্তব্য০ টি রেটিং+০

পায়রা

২১ শে মে, ২০১৫ রাত ১:৫০

দু:খ দানা গুলো
ছিটিয়ে দিলাম মনের উঠোনে
তুমি কুড়িয়ে নিও
যদি এতটুকু ভালবাসো আমারে।
মনো পায়রা গুলো
উড়িয়েছি তোমার ঐ আকাশে
পারলে একটু
ছুঁয়ে যেও সুখ পাখিরে।
সিন্ধুকের তালা ভেঙেছি
তুমি উকি দিবে বলে
তোমার মনটি রেখে যেও
যদি পারো
আমার অন্তরে

মন্তব্য১ টি রেটিং+১

প্রতিশ্রুতি

২১ শে মে, ২০১৫ রাত ১:৪৫

শুধু একবার বলো তুমি
আবার ভালবাসতে চাই
তোমার মত কাউকে।
আমি তোমার হাত ধরবো
আমার সারাজীবনের তরে।
তোমার চোখের অশ্রু সব
পড়তে দিবো না আমি
তোমার ঐ লাল টুকটুক গালে।
তার আগেই আমি ধরে নিবো তা
আমার দুহাত ভরে।
আমার...

মন্তব্য০ টি রেটিং+০

আমার উলোট পালোট চেঁচামেচি

১৬ ই মে, ২০১৫ রাত ২:৩৯

আজ আমার বিধঘুটে লাল রঙের থু থুর সাথে তোমার স্মৃতি গুলো
দিলাম ফেলে।
আর ভেজা রাতে সাদা কাগজে আগুন জ্বালিয়ে
তোমার নামটি দিলাম আমি
আমার তামাকের বিষে পুড়িয়ে।
.......................................................................
এখনকার বৃষ্টি গুলো কেন জানি না
সকালের তপ্ততাকে...

মন্তব্য০ টি রেটিং+০

আমার আবোল তাবোল কিছু কথা

১৬ ই মে, ২০১৫ রাত ২:৩৩

আমার চাওয়া গুলো ছিল পবিত্র।
জানতাম না
আজকাল ভালো চাওয়া গুলো
শুধু এক চিলতে গল্প হয়ে থেকে যায়।
আমার গত হওয়া সুখের স্মৃতি গুলো
বিক্রি করে দিতে চাই।
আমি আর অবান্তর সুখ কিনতে চাই না।
পবিত্র...

মন্তব্য০ টি রেটিং+০

নামবিহীন কবিতা

১৬ ই মে, ২০১৫ রাত ২:২৫

সাধ্যের মধ্যেই ছিল
তার দুটি হাত ধরার।
ধরি নি আমি
সে ভুল বুঝবে বলে।
চেয়েছি আমি নিয়ে যাব তাকে
মেঠো পথ পাড়ি দিয়ে
আকাশ যেখানে মাটি ছুঁয়েছে।
পারি নি আমি
আমাকে বোঝাতে।
আমি ভেবেছি লিখে দিব
তার নাম
সমুদ্র বালিচরের এক...

মন্তব্য০ টি রেটিং+০

চলো.........

১৬ ই মে, ২০১৫ রাত ১২:৩৬

তুমি কি রাখবে
তোমার হাত খানা
আমার এই হাতে
চল বৃষ্টির নীচে আজ দাঁড়িয়ে থাকি
নিশ্চুপ দুজনে।
আজ ছুঁড়ে ফেলে দিই
গত বেদনার ঐ ঝুড়ি
নদীর ওপারে।
পরে থাকা
সুখ আম গুলো
কুড়িয়ে নিই দুজনে
একটি একটি করে।
চলো!
ভেজা ঘাসে নগ্ন...

মন্তব্য০ টি রেটিং+০

আজব পান্ডুলিপি

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

মন
আজব এক পান্ডুলিপি
যার কিছু পাতা আনন্দ
আবার কিছু পাতা কষ্ট
কিছু সময় দ্বন্ধ
কিছু সময় কলহ
যার একটি পাতা তুমি
উল্টে ফেলো
তো স্মৃতি হয়ে রয়ে গেল
আজব এক অবুঝ পান্ডুলিপি
কিছু পাতা পড়া দুষ্কর
কিছু পাতা আবার হাসির...

মন্তব্য৩ টি রেটিং+০

ছায়া

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

আমার অবুঝ মনের বাসিন্দা তুই
আর সারাটি দুপুর বেলা
আমার নাম না জানা
অভিধানে তুই
অর্থহীন কথা।
আমার রিকশা চড়ার সঙ্গিনী তুই
টিয়া পাখির ছড়া
তুই বদ্ধ মনে আলো হয়ে
জানালাতে দেস কড়া।
তুই ছোট্ট শিশুর অবুঝ চাওয়া
আমার ছোট্ট...

মন্তব্য৬ টি রেটিং+১

হারানো তুমি

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

অজস্র ভুল
রুপান্তরিত হল আজ ব্যাথায়
নীলিমা(রুপক নাম)
তুমি কোথায়
শুভ্র মেঘের ভাজে লুকিয়ে
নীরবতা গুলো দিলে ছড়িয়ে
জন্মলগ্ন থেকে আজিকে
হন্য পথিক হয়ে যাচ্ছি খুঁজে
তাহলে কি তুমি পাড়ি জমিয়েছিলে
বিধাতার দেয়া
সেই পরলোকে
আমাকে কিছু না বলে
বিলীনতার সমুদ্রে
স্নান নিয়ে
হঠাৎ...

মন্তব্য০ টি রেটিং+০

প্রতিবিম্ব

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯

আহামরি কিছু নও তুমি
তারপরেও তুমি আমার রাজ্যের
রাণী।
আমার চাওয়া অতি অল্প
অল্পকে যে আমি অনেক ভালোবাসি।
তুমি মেয়েটা অনেক সূক্ষ্ম
বারে বারে বোঝার তাগিদে
তোমার নিকটে যেয়ে আমি আসি ফিরে
এরপরেও আমি সন্তুষ্ট
তোমার সূক্ষ্মতার জালে
নিজেকে...

মন্তব্য০ টি রেটিং+০

ভবঘুরে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

আমি বলেছিলাম
তুমি এসো না গো এত কাছে,
তোমার নিশ্বাসের সুবাসে
হারিয়ে যাওয়া সীমানা
আমার খুঁজে পাওয়া
দুঃসাধ্য বটে।
আমি চেয়েছিলাম
তুমি রেখো না আমায়
তোমার দু নয়নে,
ডুবে যাওয়া তরীর ব্যর্থ নাবিক
আমি ঠাঁই মেলাতে
পারিবো না তবে।
আমি...

মন্তব্য০ টি রেটিং+০

প্রতীক গল্প

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

হাসপাতালের কেবিনের দিকে দৌড়িয়ে গেলাম।ডাক্তার দাঁড়িয়ে আছে অধরার বেডের পাশে।আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো "ঐ দিকে যান"
ছুটে গিয়ে দেখলাম দোলনার মধ্যে শুয়ে আছে আমার স্বপ্ন।
আমার ফুটফুটে জলকন্যা।আমার জীবনে রংধনু...

মন্তব্য০ টি রেটিং+০

যা হওয়ার নয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

এমন কেন হয়
যা কিছু হয়
যেথা হওয়ার নয়
যা হওয়ার ছিল
তা না হয়ে রয়ে গেল
সামনে যাহা দেখি
তাহা দেখার নয়
যা দেখার ছিল
তা অদেখা রয়ে গেল
যাহা কিছু ভাবি
শুধুই প্রতিচ্ছবি
যাহা ভাবার নয়
তাহা সত্য হয়
আকাশটা নাকি...

মন্তব্য০ টি রেটিং+০

ভুল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪




অনেক দিন আগেই
নির্জন একটা রাস্তার
পাশে পুরোনো একটা ভূতরে বাড়িতে
রাখা মাকড়শার জালে নিমজ্জিত একটা
পরিত্যক্ত সিন্ধুকে
রেখে এসেছিলাম
আমার ভুলে যাওয়া সেসব ভুল
কষ্ট দেয়া অতিতের ঝুলি
ভাগ্য এতই সহায়ক ছিল
পরদিন শুনি
পুড়ে ছাড়খার হয়ে গেছে
সেই পুরনো...

মন্তব্য১ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.