নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

চলুন দেখে আসি কিছু মনুষ্যনির্মিত দ্বীপ;););)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৫

১) UMI HOTARU (JAPAN)



“TOKYO BAY AQUA-LINE” হল এমন একটি বিস্তৃত রাস্তা যেটি KAWASAKI,KANAGAWA এবং

KISARAZU,CHIBA এই তিনটি অঞ্চলের সংযোগস্থল তৈরি করেছে।এটি একটি ক্রসিং হাইওয়ে যা উপসাগরের উপর নির্মিত।এটি সাগরের নীচে টানেল এবং উপরে ব্রীজের মাধ্যমে তৈরি করা হয়েছে।এই AQUA-TUNNEL এর দৈর্ঘ্য ৯.৬ কিলোমিটার যেটা শুরু হয়েছে KAWASAKI হতে।এই রাস্তাটির টানেল এবং ব্রীজের সংযোগস্থলে তৈরি রয়েছে একটি বিশাল আকারের কৃত্রিম দ্বীপ ;) যার নাম UMI HOTARU

লিংক

২) SPIRAL ISLAND (MEXICO)



“আপনি যদি কোন স্বর্গীয় দ্বীপের মালিক না হতে পারেন তাতে কি হয়েছে আপনি নিজেই কেন একটি তৈরি করে নিচ্ছেন না”? ;)



এই উক্তিটি আমার নয় :P এটি রিচি সোয়া নামক এক ব্যাক্তির। হ্যাঁ! ১৯৯৮ সালে প্রায় দশ লাখের ও বেশি প্লাস্টিক বোতল দিয়ে তিনি নির্মাণ করেছিলেন এটি।কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু বছর পর একটা হারিকেনের ঝাপ্টায় এটি ধ্বংস হয়ে যায়।X(

কিন্তু রিচি ভাই হার মানার নয়।তিনি নাকি আবারো আর একটি তৈরি করছেন এর থেকে ও বড়।:-*

লিংক

৩) MEXCALTITAN (MEXICO)



মেক্সিকোর নায়ারিট সমুদ্র উপকূলে অবস্থিত এই মনুষ্য নির্মিত দ্বীপটি।এখানে AZTECS নামক আদিবাসিরা থাকতো বলে ধারণা করা হয়।

তবে বর্তমানে এই দ্বীপটিকে পর্যটকের কাছে আকর্ষিত করে তুলতে এখানকার ফেডারেল গভার্নমেন্ট এটিকে “PUEBLO MAGICO” নামে মনোনীত করেছে। /:)

লিংক

৪) THE WOLRD ISLAND (DUBAI)



দুবাই উপকূল হতে ছয় কি.মি. দূরে ৫৫ স্কয়ার কি.মি. বিস্তৃত হুবহু বিশ্বের মানচিত্রের ন্যায় মনুষ্য নির্মিত দ্বীপটির কথা কারো অজানা নয়।দ্বীপটির নাম কি বলার দরকার আছে? B-) তবুও বলি এটির নাম THE WORLD ISLAND OR TRADE CENTER.৩০০ টির মত ছোট ছোট দ্বীপ দিয়ে এটি সাজানো।:-*

এই অসাধারণ দ্বীপটি ডেভেলোপিং করেছেন NAKEEL PROPERTIES.:)



লেবানন নামের দ্বীপটি ইতিমধ্যে সকল প্রকার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।ভ্রমন বিলাসিরা নিশ্চয় এটি মিস করতে চাইবেন না।:P

৫)THE KHAJA ISLAND (AJERVAIJAN)



৩০০০ হেক্টর বিস্তৃত ৪১টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই KHAJA ISLAND টি CAPSIAN SEA এর উপর অবস্থিত।

AVESTA নামক একটি ডেভেলোপার এই কৃত্রিম দ্বীপ্ নকশা করেন।শুনে আশ্চার্য্য হবেন এই দ্বীপটিতে আছে ১৫০টি স্কুল,৫০টি হাসপাতাল,ডে কেয়ার সেন্টার,অসংখ্য পার্ক,শপিং মল,সাংস্কৃতিক

সংস্থা,বিশ্ববিদ্যালয়।:-*:-*

এমনকি AZERBAIJAN TOWER(যেটা বিশ্বের বৃহত্তম বিল্ডিং এর মধ্যে একটি)ও এই দ্বীপটিতে অবস্থিত।;);)

লিংক

৬)NO MAN’S LAND FORT (BRITEN)



ব্রিটেনের উপসাগরে এই মনুষ্য নির্মিত দ্বীপটি অবস্থিত।এটি একটি হোটেল ২১ টি চমকপ্রদ রুম রয়েছে এখানে।ওহ! একটি সুইমিং পুল ও রয়েছেX(

লিংক

৭)OROS ISLAND(AUSTRIA)



এখন আমি আপনাদেরকে এমন একটি দ্বীপের সাথে পরিচয় করিয়ে দেব যার একটি বিশেষ বৈশিষ্ঠ্য আছে।

উপরে যে সুন্দর দ্বীপটি দেখছেন আপনি কি জানেন আপনি চাইলে এটি নিয়ে বিশ্বের যে কোন জায়গায় ভ্রমন করতে পারবেন:D:D।এটি একটি ভাসমান দ্বীপ।অস্ট্রিয়ান ফার্ম কোম্পানি এটি তৈরি করেছেন।এটি ঠিক একটি ইয়টের (YATH)মত।চার তলা বিশিষ্ঠ এই দ্বীপটিতে রয়েছে ৬টি বেডরুম,৪টি টেনিস কোর্ট।এটি ১০০০ স্কয়ার মি. বিস্তৃত।

লিংক

৮)REAL MADRID ISLAND(UAE)



এখানে রিয়াল মাদ্রিদ এর ভক্ত কে কে আছেন? তাদের জন্য সুখবর।:P:P ২০১২ সালে UAE তে ১ বিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেয়ছেন তারা।কেন জানেন? তারা UAE তে একটি অত্যাধুনিক রিসোর্ট বানাবেন।যেটি সমুদ্রের উপরে নির্মান করাহবে।যেখানে থাকবে থিম পার্ক, ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম।২টি উচ্চ বিলাসি ৭ স্টার হোটেল।এটি ৪৩০,০০০ স্কয়ার মি. জায়গা নিয়ে করা হবে। UAE গভার্নমেন্ট পার্টনার হিসেবে থাকবে।:-*

লিংক

অনেকক্ষণ বক বক করলাম। সহ্য করার জন্য ধন্যবাদ।



মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৭

যোগী বলেছেন:
আমারও ইচ্ছা আছে ছোট করে হলেও একটা ফ্লটিং আইল্যান্ড বানানোর

২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ++++

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:০০

গোবা বলেছেন: ছবি দেখেতো আমারও ইচ্ছা হচ্ছে একটা ফ্লোটিং আইল্যান্ড বানাতে! টাকা নাই - এটাই সমস্যা! :)

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:০২

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: ভালো লাগলো।

৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! আরো ছবি পেলে আরো বেশি ভালো লাগত। :)

৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৩

ছিরা কবি বলেছেন: আপতত বাড়ির ছাদে একটা swiming pul দিতে পাড়লেই ,দুধের সাধ ঘুলে মিটত.. =p~ =p~ =p~

৭| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২০

যোগী বলেছেন: টোকিও বে তে ঐ আইল্যান্ডে গেছি, রাতের সৌন্দয্যটা দেখেছি। একবার দিনের বেলায় যাওয়ার ইচ্ছা আছে। যদিও রাতে ঐটাকে বড়সর একটা আলো ঝলমলে ফেরিরমত মনে হয়েছে। ষেখানে টানেল তঐরীর জন্য যে ব্লেডটা ব্যাবহার করা হয়েছিল সেটাও রাখা আছে।

৮| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৩

ভালবাসা007 বলেছেন: ভালো লাগলো ++++

৯| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪১

বোকামন বলেছেন:
গুড পোস্ট + + +
ভালো থাকবেন।

১০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৫০

ক্যাচালবাজ বলেছেন: গোবা বলেছেন: ছবি দেখেতো আমারও ইচ্ছা হচ্ছে একটা ফ্লোটিং আইল্যান্ড বানাতে! টাকা নাই - এটাই সমস্যা!

১১| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০০

কায়সার ইয়াসিন বলেছেন: সবাইকে ধন্যবাদ ... নিজেদের অনুভূতি শেয়ার করার জন্য

১২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর দ্বীপ !

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

১৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++

১৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬

বাংলাদেশী দালাল বলেছেন:

চমৎকার পোস্ট +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.