নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯





একাকিত্বের সমুদ্রে নোঙর ফেলেছে আমার এই মন

দক্ষিণা বাতাসে উড়িয়েছি স্বপ্ন ছেয়ে গেছে বিষন্ন গগন

অজানা দ্বীপে লুকিয়ে নিয়েছি ভালবাসার মিষ্টি সুর

আজ শুকিয়ে দিয়েছে জীবন পাতার প্রতিটি অক্ষর

নিষ্ঠুর সেই প্রভাতি সূর্যের এক চিলতে রোদ্দুর

আমি ডুবে যেতে দেখেছি নিজের সব ভাল লাগা

হারিয়ে যেতে দিয়েছি কাছে পাওয়ার শেষ সম্ভাবনা

আমি নিজ হাতে ছিঁড়ে ফেলেছি ভালবাসার সাদা পাঁপড়ি

একাকিত্বের সাগরে ভাসিয়েছি শূন্যতার কিস্তি

বৃষ্টির প্রতিটি সুর থেকে খুঁজে নিয়েছি কান্নার স্তব্ধতা

আমি নির্জনতার মৌচাকে বেঁচে আছি

আপন করেছি কষ্টের মৌনতা

শান্ত বিকেলে মনের চৌচিরে

লুকিয়ে থাকা শুধু একটি আর্তনাদ

আমার উড়িয়ে দেয়া স্বপ্নগুলো তুমি খুঁজে নিও

একাকি মনের বিষন্ন মনের দাগ তুমি মুছে দিও

আবার নতুন করে ফিরে এসে তুমি ছুঁয়ে যেও

কোন এক গোধূলি সকালে তোমায় নিয়ে

শুরু করব নতুন এক সংসার।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.