নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

“ঘুমন্ত তুমি”

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭





কি অপরূপ তোমার

ঘুমন্ত চক্ষুপাতার অন্তরালে

এদিক ওদিক ছুঁটে যাওয়া দুই নয়ন মণি

কি যে মোহ তোমার

উষ্ণতাঘাতে ক্ষুদ্র ক্ষুদ্র জমে যাওয়া

নাকের ডগার সেই ঘামগুলি

কি যে যাদু তোমার

ঘুমন্ত ওষ্ঠদ্বয়ের মাঝে হঠাৎ

ভেসে আসা সেই মুচকি বাঁকা হাসি

কি যে অদ্ভুদ বিস্ময় তোমার

কপালে নীল আকাশের শ্রুভ্র মেঘের

অঙ্কিত রেখার সেই প্রতিচ্ছবি

কি যে মায়া তোমার

এলোমেলো চুলের ছড়িয়ে যাওয়া

বাতাসে মায়াবি সুগন্ধখানি

সত্যি অনন্য এক সুন্দরী

ঘুমন্ত সেই তুমি

ভালবাসি শুধু ভালবাসি

তুমি যে আমার ডানাকাটা নীল পরী



এই কবিতাটি

গত রাতের স্বপ্নে আসা

সেই বিশেষ একজনের প্রতি

উৎসর্গিত …

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

আপেক্ষিক বলেছেন: আসলেই ঘুমের মাঝে মানুষের চেহারার যে নিষ্পাপ প্রতিমূর্তি দেখা যায় সেটা আর কিছুর সাথেই তুলনীয় নয়। আর সেই নিষ্পাপ মুখটি যদি হয় প্রিয় কোন মানুষের তবে সে মুখটি সময় অসময় সব সময় মনে গেথে থাকে। স্বপ্নে তার নিত্য আসা যাওয়া হয়। সুন্দর কবিতা।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

মহামতি আইভান বলেছেন: অসাধারন লিখেছেন। ভালো লেগেছ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
উষ্ণতাঘাতে ক্ষুদ্র ক্ষুদ্র জমে যাওয়া
নাকের ডগার সেই ঘামগুলি


ঘুমন্ত ওষ্ঠদ্বয়ের মাঝে হঠাৎ
ভেসে আসা সেই মুচকি বাঁকা হাসি


অনেক ভালো লাগলো কবিতা... ++

ভালো থাকুন ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগলো।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

কায়সার ইয়াসিন বলেছেন: সবাই কে আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.