নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৭

আজ আমার সাদা-কালো শব্দের নৌকাটি নিঃশব্দ এই রাতের শে্ষ হওয়া বৃষ্টির জলে

ভাসিয়েছি

যেখানে রাস্তার বাতিগুলো অন্ধকার সরাতে ব্যস্ত

আর চারদিক অবশিষ্ট বৃষ্টি পানির অবিরত টুপটুপ শব্দ

বারান্দায় আমি দাড়িয়ে

উত্তরের শীতল বাতাস শরীরটিকে থরথর করে দিচ্ছে কাপিয়ে

তারপরে ও এই যে অন্য রকম ভাল লাগা

নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলা

আমার সহজ সরল রাস্তাগুলো আজ বক্র হয়ে

বৃত্তের আকার ধারণ করে

যার চারপাশ আমার মুছে যাওয়া রীতির সাইক্লোন বারবার ঘুরে

আমি আবার

ফিরে যেতে চাই আমার সেই

পুরোনো শহরে

যেখানে ছিল আমার অবাধ বিছরণ

ছিল না কোন দ্বন্ধের কোলাহল

যেখানে আমার ইচ্ছেরা ছিল মুক্ত বিহঙ্গ

স্বপ্নেরা ছিল রং তুলি ঘেরা রঙিন চিত্র

যেখানে তুমি প্রতি বিকেলে

নূপুর বাজিয়ে আলতা পায়ে

নরম ঘাসে ছোয়া লাগিয়ে

আমার বাগানের হাসনাহেনা কুড়াতে

আর প্রতিদিন তোমায় দেখে

বিকেলের ছাদে

আমার ভালবাসাগুলো

গল্প লেখে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.