নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

¿আমি কি¿

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নিজেকে যদি উজাড় করে
কাউকে আমি ভালবাসি
তাহলে কি আমি বিলাসী
কাউকে যদি অনেক বেশী ভাল লেগে যায়
তার কাছে গিয়ে যদি
আমি আমার মনের কথা বলি
তাহলে সত্যি কি আমি অপরাধী
কাউকে অনেক খুঁজে ফিরে
যদি দেখা না পেয়ে
আমি রাগ করে ফেলি
তাহলে কি আমি অভিমানী
বেদনার কালি
যদি সবসময় হয়ে যায় আমার কবিতার বাণী
তাহলে কি আমি সন্ন্যাসি
আমার অনুভূতিকে যদি
যদি আমার হাসিতে আমি ঢেকে রাখি
তাহলে কি আমি প্রণয়ী
বেঁচে থাকার মত বেঁচে থেকে
যদি আমি পথ চলি
তাহলে কি আমি সাহসী
আমি কি স্বার্থবাদী
যদি আমি তাকে
ভুলতে গিয়ে
আবার ও ভুল করে
আরো বেশী
ভালবাসি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.