নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

আক্রোশ

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

বিশাল এক মরু উদ্যানে
একটি বৃক্ষের দাঁড়িয়ে থাকার সাহসিকতা
আমার মনের সাথে যেন
অমীমাংসিত তর্ক করা
অসীম এই মিথ্যের সমুদ্রে
ছাঁকনি দিয়ে সত্য খোঁজা
যেন কষ্টের ক্যানভাসে
অপ্রাপ্ত সুখ গুলো এঁকে যাওয়া
কাউকে ভালবাসা
যেন মরা মৃত্তিকায় ফিরে আসা স্বপ্নের উর্ভরতা
এই যেন অহেতুক এক
ফাকা ময়দানে ধু ধু
বালিচরে হয়ে যাওয়া এক
নামহীন যুদ্ধ
যেথাই আমি হয়েছি
অজান্তেই লিপ্ত
আমি ক্ষুব্ধ
আজ আমার অশ্রুগগুলো
ক্রোধের আগুনে ক্ষ্রিপ্ত
ফুটন্ত রাগের অনিয়মিত
জলোচ্ছ্বাস
কেঁড়ে নিতে অটুট আজ
বাতাসী নাভিশ্বাস
আজ চুরমার হবে
তোমার রেখে যাওয়া সব
ছলনার ব্যাঙ্গ চিত্র আর
জ্বালাময়ী সে সব অভিশ্বাস

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.