নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

ভবঘুরে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

আমি বলেছিলাম
তুমি এসো না গো এত কাছে,
তোমার নিশ্বাসের সুবাসে
হারিয়ে যাওয়া সীমানা
আমার খুঁজে পাওয়া
দুঃসাধ্য বটে।
আমি চেয়েছিলাম
তুমি রেখো না আমায়
তোমার দু নয়নে,
ডুবে যাওয়া তরীর ব্যর্থ নাবিক
আমি ঠাঁই মেলাতে
পারিবো না তবে।
আমি শুধিয়েছিলাম
তুমি রেখো না তোমার হাত
কখনো গো ছলে,
আমার প্রসন্নতার উঠোনে
বাস্তবতার চাপে শূণ্যতা আছে মরে।
আমি কুয়াশার ভীড়ে হারাবো যে কৌশলে।
আমি দেখিয়েছিলাম
তোমার স্বপ্ন ট্রেনের যাত্রীর নামে
আমার নামটি লিখা নহে,
আমি গোলাপের নীচে বেড়ে উঠা
তাচ্ছ্বিল্যের এক অপূর্ণ অগাছা
আমার অক্ষমতার ঝাঁঝে
স্বপ্ন তোমার যে ছারখার হবে।
আমি বুঝিয়েছিলাম
তুমি দিও না কো সবে
শুধু আমারই তরে,
আমার ভাললাগা অপ্রস্তুত ভালবাসা
শীতে ঝড়ে যাওয়া
কোন এক শুকনো পাতা।
তোমার পরিস্ফুট শুভ্র আশা
নীরবে যে লুকোবে ব্যাঞ্জনার জলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.