নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্ব

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯

আহামরি কিছু নও তুমি
তারপরেও তুমি আমার রাজ্যের
রাণী।
আমার চাওয়া অতি অল্প
অল্পকে যে আমি অনেক ভালোবাসি।
তুমি মেয়েটা অনেক সূক্ষ্ম
বারে বারে বোঝার তাগিদে
তোমার নিকটে যেয়ে আমি আসি ফিরে
এরপরেও আমি সন্তুষ্ট
তোমার সূক্ষ্মতার জালে
নিজেকে জড়িয়ে
আমার অনুভূতির কলস
যে আজ পরিপূর্ণ।
তুমি কেন এত দুষ্ট
আমার ব্যস্ততার মাঝে
সামনে হঠাৎ এসে
আমায় করো এলোমেলো
আমার গানের সুরে কেন
রেখে যাও অচেনা ছন্দ
তোমার হাতের আংশিক স্পর্শ
আমার ভুবনে ছড়িয়ে যায়
হাসনাহেনার মৃদু সুগন্ধ।
তুমি মেয়েটা অনেক বিচিত্র
তোমার কষ্টগুলো
আমায় বিক্রি করেছো
তবুও আমি নন্দিত
তোমার অন্তরে করে
রোপন আমার
মূর্ছে যাওয়া অপার্থিব সুখগুলো।
তুমি কেন আমার স্বপ্ন
শুধু কেন আমার অসত্য
কেন আমার একাকিত্বের
না হওয়া উপন্যাসের
অবাঞ্চিত চরিত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.