নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

ছায়া

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

আমার অবুঝ মনের বাসিন্দা তুই
আর সারাটি দুপুর বেলা
আমার নাম না জানা
অভিধানে তুই
অর্থহীন কথা।
আমার রিকশা চড়ার সঙ্গিনী তুই
টিয়া পাখির ছড়া
তুই বদ্ধ মনে আলো হয়ে
জানালাতে দেস কড়া।
তুই ছোট্ট শিশুর অবুঝ চাওয়া
আমার ছোট্ট ইটের বাসা
তুই রাঙিয়ে দিলি আজব রঙে
আমার হস্তরেখা।
তুই আমার যানজটের চিন্তামণি
কল্পনাতে বসা,
সারাজীবন থাকবি হয়ে
দ্বিতীয় প্রার্থনা।
তুই আমার ক্লান্ত শরীরে
তৃপ্তি দেয়া
এক পেয়ালা চা
আমার শীতল হাওয়ার পরশমণি
আবছা গালিছা।
ব্যস্ত ভীড়ে মনে পড়া তোর
মুচকি হাসিটা
যেন গভীর রাতে ঘুম পাড়ানো
মাসিপিসি টা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর ছন্দময় কাব্য।

দ্বিতীয় প্রার্থনা কেন?

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

কায়সার ইয়াসিন বলেছেন: প্রথম প্রার্থনাটি আমার মা এর জন্য সংরক্ষিত।

২| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

জেন রসি বলেছেন: সুন্দর :)

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

কায়সার ইয়াসিন বলেছেন: আবার আসবেন কিন্তু

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মিষ্টি কবিতা ।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২১

কায়সার ইয়াসিন বলেছেন: ধন্যবাদ ভাল লাগা রেখে যাওয়ার জন্য। আবার আসবেন কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.