নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

নামবিহীন কবিতা

১৬ ই মে, ২০১৫ রাত ২:২৫

সাধ্যের মধ্যেই ছিল
তার দুটি হাত ধরার।
ধরি নি আমি
সে ভুল বুঝবে বলে।
চেয়েছি আমি নিয়ে যাব তাকে
মেঠো পথ পাড়ি দিয়ে
আকাশ যেখানে মাটি ছুঁয়েছে।
পারি নি আমি
আমাকে বোঝাতে।
আমি ভেবেছি লিখে দিব
তার নাম
সমুদ্র বালিচরের এক কোণে
থেকে যাবে চিরদিন
সাক্ষী হয়ে।
সে দেখে নি শুষ্ক পাতায়
শুকিয়ে যাওয়া আমার অনুভূতি।
আমার ইচ্ছা
গুলো ছিল
তার কাছে সব
মিথ্যা
....................................................
এমন কেন হচ্ছে
সূর্যটা আমার চোখের সামনে
কিন্তু আলো আমি
পাই না দেখিতে।
কিছুক্ষণ আগে মন বলে গেল
সে তো আছে
তোমাদের সাক্ষাৎ ঘরে
এই কেমন এক জুয়া
হয়ে গেল অনিমেষে
আমি এসেছিলাম বটে
চেয়ে দেখি
তার প্রস্থান হল
কিছু প্রহর আগে।
আমি হাসিয়া ফেলি
দেখে ঐ আকাশের পানে
বিধাতার লীলা খেলা
বুঝিতে না পেরে।
....................................................
শুধু একবার বলো তুমি
আবার ভালবাসতে চাই
তোমার মত কাউকে।
আমি তোমার হাত ধরবো
আমার সারাজীবনের তরে।
তোমার চোখের অশ্রু সব
পড়তে দিবো না আমি
তোমার ঐ লাল টুকটুক গালে।
তার আগেই আমি ধরে নিবো তা
আমার দুহাত ভরে।
আমার হাসিগুলো আমি
দিয়ে দিবো তোমায় সজ্ঞানে
আর তোমার দু:খ তরীখানি
নিয়ে নিব আমি হেসে হেসে।
শুধু একবার বলো তুমি
আবার ভালবাসতে চাই
তোমার মত কাউকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.