নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

আমার আবোল তাবোল কিছু কথা

১৬ ই মে, ২০১৫ রাত ২:৩৩

আমার চাওয়া গুলো ছিল পবিত্র।
জানতাম না
আজকাল ভালো চাওয়া গুলো
শুধু এক চিলতে গল্প হয়ে থেকে যায়।
আমার গত হওয়া সুখের স্মৃতি গুলো
বিক্রি করে দিতে চাই।
আমি আর অবান্তর সুখ কিনতে চাই না।
পবিত্র এখন শুধু নামে শোভা পায়।বাস্তবে এর বিন্দু গুলো ও হারিয়ে গেছে.
.......................................................................
পৃথিবী তার সব সৌন্দর্য যেন প্রকাশ করে
নিজেকে ভিজিয়ে দেয়ার ঠিক আগ মুহুর্থ ক্ষণে।
এক পরম শীতল ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল এই শরীর।আর এলোমেলো কর গেল ভেতরের সবকিছু।

"আমি তো চেয়েছিলাম তোমায় ছুঁয়ে দিতে
আজ তুমি আমায় ভিজিয়ে দিলে।"
প্রথম বর্ষাকে অভিনন্দন।
.......................................................................
কারো প্রতি জন্ম নেয়া
ছোট ছোট আস্থার চারা
বড় হওয়ার আগে অকালে
ঝড়ে গেলে
পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার
ক্ষমতা হারিয়ে ফেলে।
.......................................................................
পৃথিবীটা গোল
আর সূর্যের চারপাশে ঘুরে তো
তাই আমরাও কারো না কারো
চারপাশে অবিরাম ঘুরতে থাকি।
আমাদের কাছে সব কিছু মনে হয় স্থির
কারণ আমরা সব সময় ভুলে যায়
স্থিরথা কেবলই আপেক্ষিকতার উর্বরতা মাত্র।
আমি ও ভুলে যাই
আমার কোন এক সত্ত্বা আছে।
বার বার ভালভাবে না বুঝে
সভ্যতার বাজারে নিলামে ঢেলে দিই।
কিছু টা সভ্যতা ক্রয় করার লোভে।
কিন্তু সভ্যতা গুলো এখন আর সহজলভ্য নয়।সভ্যতাতে মিশে আছে ফরমালিনের আবেশ।
-----------------

দুরত্ব এমন এক সত্য
যা মানুষকে পছন্দ করতে শেখায়।ভালবাসতে শেখায়।
কষ্টকে অনুভূব করতে শেখায়।কাছে যাওয়ার রাস্তা দেখায়।
তাই দুরুত্বকে কেউ কখনো শত্রুত্বের কাতারে রেখো না।একে রেখো বন্ধুত্বের নিবাসে।
.......................................................................
আমার খোচা খোচা দাড়ির মাঝে
তোমার স্পর্শ গুলো লুকিয়ে
জল্পনার জলরঙে অনুভূতি
গুলো সাজিয়ে
রেখেছি আমায় আমি
জীবন্মৃত করে বাঁচিয়ে।
.......................................................................
দু:খ গুলো ছাগলের বিষ্ঠার মত
গায়ে লাগলে
যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলা বাঞ্চনীয়।
মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের দু:খগুলো
ধুয়ে নিতে পারে
তাদের চোখের জল দিয়ে।
ছেলেরা যা সহজে পারে না।
হয়তো তাই ছেলেরা তাদের
দু:খ গন্ধ নিয়ে
থেকে যায় সারাজীবন।
.......................................................................
আমার মনের পুকুরে
ক্ষণে ক্ষণে বেড়ে উঠা
সেই সাদা শাপলাটি এই মাত্র
তুলে এনে স্বপ্নের কৌঠরে রেখে
নিজের আনন্দ কে সিক্ত করতে
মনের পুকুরে ছোট্ট
একটা স্নান করতে গেলাম।
এসে দেখি!!!!!!
শাপলাটি চুরি হয়ে গেল।
.......................................................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.