নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

মানুষের মতো দেখতে

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

আমি দেখতে অবিকল মানুষের মতো
কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
না !
আজও আমি মানুষ হতে পারিনি
কিন্তু ! আশ্চর্যের বিষয় হলো ,
মানুষের তকমাটা ঠিকই আমি বগলদাবা করেছি ৷
আমি আসলে মানুষের মতোই দেখতে
তাই সবাই আমাকে মানুষই মনে করে ,
আর সকাল সাঁঝে কুর্ণিশ করে চলে ,
কিন্তু ওরা জানেইনা মানুষের মুখোশে অন্য মানুষ আমি ৷
মানুষের মুখোশে এক প্রতারক খুনি আমি
তোদের সরলতায় তোদের প্রতারিত করি
বিশ্বাসের সাথে অবিশ্বাসের খেলা খেলি
আর সুযোগ বুঝেই চালিয়ে দেই ছুড়ি ৷
মানুষের মতো দেখতে হলেও , আমি কিন্তু ধর্ষক
নারীর সুঢেল বক্ষপিঞ্জর দেখলে
ধর্ষক আত্মা আমার জেগে ওঠে
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমি দেখতে অবিকল মানুষের মতো
কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
না !
আজও আমি মানুষ হতে পারিন


নারীর সুঢেল বক্ষপিঞ্জর দেখলে
ধর্ষক আত্মা আমার জেগে ওঠে
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷



এক কথায় অসাধারন .....!

এগিয়ে যান কবি , শুভ কামনা রইল।

২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ

৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি উত্তরের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা ও ভালোবাসা থাকল ভাইয়ু।

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:




আপনার সমস্যা আছে, সন্দেহ নেই; এই যে বড় সভ্যতা দেখছেন, এটা মানুষ গড়েছে।

৫| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৯

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: আমি মানুষের মুখোশেে অমানুষ গুলোর কথা বলছি চাঁদ গাজী

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
কবিতার বিষয় অনেক ভাল লাগল।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.