নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

চাকরীর খোঁজে

২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

স্যার একটা চাকরি হবে ?
অনেকটা পথ এসেছি মাড়িয়ে
মেঠোপথ পেরিয়ে এসেছি পিচঢালা পথে ৷
জ্বী স্যার !
সাথে আছে আমার সব সার্টিফিকেট
বিধাতার দেয়া সার্টিফিকেটও আছে খালি পেট ,
পোশাক গুলোও আজও দিচ্ছে রুমমেট
আমার আছে শুধু বিশুদ্ধ কাগজের সার্টিফিকেট ৷
দিন না স্যার আমাকে একটা চাকরি
এই আজ আমি এতোদূর এসেছি
তারুন্যের সব তৃষ্ণা বুকে নিয়েছি
অথচ তারুন্যকেই পিছে ফেলে এসেছি
বৃদ্ধ বাবাকেও এবার কথা দিয়ে এসেছি
জানেন ? বাবা শুনে সেকি খুশি
ছেলে আমার করবে মস্তবড় চাকরী
সেই যে অঝো পারা গাঁ থেকে এসেছি
১০টা বছর হলো,তবুও চাকরি খুঁজে চলেছি ৷
স্যার একটা চাকরি হবে ?
নীলাকে বলেছিলাম চাকরি হলেই বিয়ে করবো তোকে ,
নীলাও মুঠোফোন খবর পাঠিয়েছে গতরাতে
পাত্র পক্ষ নাকি ওকে দেখতে আসবে ,
নীলা ওর বাবাকে সাফ জানিয়ে দিয়েছে
আমাকে ছাড়া বিয়ে করবেনা কাউকে
দিননা স্যার একটা চাকরি আমাকে
আইবুড়ো নামটা আমার তবেই যে ঘুঁচে যাবে ,
লান্ছনার খানা খেয়ে বিদ্যে গুলো গুলিয়ে যাচ্ছে
সময়ের মতো সময়টাও ঠিকই বয়ে চলেছে
বাবা,মা মরতে বসেছে নীলাও হয়তো ছেড়ে যাবে
করজোড়ে মিনতি দিননা একটা চাকরি আমাকে
বাবা,মা,নীলাকে নিয়ে খেয়ে পরে দিন গেলেই হবে
অতো বেশী কিছু চাইনা ছোট্ট একটা চাকরি দিন আমাকে ,
সব কাজ করে দিবো একটা চাকরি দিন আমাকে ৷
আমি জানি স্যার এখনি ডাক দিবেন দারোয়ানকে
আর আমাকে বের করে দিবেন এখান থেকে
তবুও বলছি দিননা স্যার একটা চাকরি আমাকে
কাজেই আমার যোগ্যতার প্রমাণ দিবো আপনাকে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ওলিনোমান বলেছেন: Ultra reality...... not ultra reality,
More then ultra reality.

২| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

অশ্রুকারিগর বলেছেন: ইশশ। হৃদয় ছুঁয়ে গেল। আপনি লিখেছেন ? এতো সুন্দর করে বাস্তব তুলে ধরা হয়েছে। খুব ভাল লাগল।

৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ৮:৫৬

জুন বলেছেন: এত বাস্তব, এমন ব্যাথাতুর আকুতি ভরা কবিতা আমার চোখ ভিজিয়ে দিল কাজী জুবেরী মোস্তাক। সত্যি বর্তমান এই তরুন প্রজন্ম জীবিকার সন্ধানে নিজেকে যেন নি:শেষ করে দিচ্ছে। ভীষন কষ্ট হয়। অনেক ভালোলাগলো।

৪| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ সকলকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.