নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ভংগ

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

অবশেষে তুমি ভূমিষ্ট হলে এ পৃথিবীতে
৪৫ অতিক্রম করে ৫৭ ডেল ব্যথা সয়ে
পৃথিবীর আলো দেখালো মা তোমাকে ৷
অতঃপর শুরু স্বপ্নদেখা তোমাকে নিয়ে
দিন,মাস,বছর পেরিয়ে গেলো একে একে
কুঁড়ি থেকে তুমিও অনেকটা বড় হয়ে গেলে ,
পাঠশালার গন্ডি পেরিয়ে গেলে হাইস্কুলে
তখনও মা,বাবার অনেক স্বপ্ন তোমাকে ঘিরে
অনেক সম্মান বয়ে আনবে জন্মভূমির জন্যে ৷
প্রয়োজন,শখ সবই তারা জলাঞ্জলী দিয়েছে
খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটিয়ে গেছে
শুধু তোমাকে মানুষের মতো মানুষ বানাতে ৷
কলেজ,ভার্সিটি মুখোরিত ছিলো তোমার পদচারণাতে
তারপর !
হটাৎ একদিন তুমি নিরুদ্দেশ হয়ে গেলে ,
মা,বাবা কেঁদে-কেঁদে ঘুরছে দ্বারে দ্বারে
শুধুই তোমায় ফিরে পাবার ক্ষীণ আশা নিয়ে
অথচ তুমি সবকিছু বেমালুম ভুলে গেলে ,
ভুলে গেলে ৫৭ডেল ব্যাথা সহ্য করা মাকে ৷
মানুষের মুখোশে কখন যে জঙ্গী হয়ে গেলে
দেশপ্রেম ভুলে আজ দেশদ্রোহীতে রুপ নিলে
আর রক্তের বিষাক্ত হোলি খেলায় মত্ত হলে
ভুলে গেলে রক্তের বদলে কভু স্বর্গনা মেলে
ধ্বংস করে দিলে মা,বাবার সব স্বপ্নগুলোকে
পরিণত হলে মানুষরুপী এক রক্ত খেঁকোতে ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬

কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩ বলেছেন: ভাল লিখেছেন ভাই। আমাদের সামাজিক অসচেতনতাই মানুষের বাচ্চাগুলোকে পশু করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.