নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

অভিনয় চাইনা চাই দেশপ্রেম

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

মৃত্যুর নগ্ন নৃত্য দেখি আজ আমার জন্মভূমির বুকে
মনুষ্যত্ব,বিবেক পরাজিত আজ বঙ্গবন্ধুর দেশে ,
চাঁদাবাজ,ধর্ষক আর সন্ত্রাসী বুড়োআঙুল তুলছে
আর লুটেরারা আজ সেই জন্মভূমিতে বাস করছে ,
আবার আমার বুকেই অস্ত্র তাক করে ধরে আছে ৷
ধ্বিক,ধ্বিক,ধ্বিক তোমায় আজ হে প্রিয় গণতন্ত্র
স্বাধীনতার নামে আজ দিচ্ছো উপহার সন্ত্রাসতন্ত্র,
দেশদ্রোহীর পকেটে আজ মুক্তিযোদ্ধার সনদ মেলে
আবার রাষ্ট্রের দ্বায়িত্ব পেলে স্বদেশপ্রেম যায় ভুলে ,
পথে ঘাটে খুঁজলে তখন হাজার আত্মীয় মেলে ৷
মৃত্যুর নগ্ন নৃত্য দেখি আজ আমার জন্মভূমির বুকে
বঙ্গবন্ধুর দেশ আর প্রিয় পতাকায় আজ হায়েনাদের নজর পড়েছে,
আর প্রিয় দেশপ্রেম আজ শুধুই লোক দেখানো মেলে
ভাষানী, মুজিব,জিয়ার আদর্শে আজ বলো ক'জনে চলে ?
মুজিব কোর্ট গায়ে জড়িয়ে ক'জনে আজ সে আদর্শে চলে ?
সাদা পাঞ্জাবী আর মুজিব কোর্ট গায়ে জড়াতে হলে সবার আগে সব ভুলে গিয়ে দেশ আর দশের হতে হবে ৷
মৃত্যুর নগ্ন নৃত্য দেখতে চাইনা আর বঙ্গবন্ধুর দেশে
মুজিব কোর্টের আদর্শে আজ শেখ মুজিবই হতে হবে৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

অয়ন নাজমুল বলেছেন: মোটামুটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.