নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

একটা কিশোর

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১১

একটা কিশোর ,
সময়ের পাশ দিয়ে নীরবে হেঁটে চলেছে
গ্রামের মেঠোপথ পেরিয়ে শহরে-শহরে
ময়লা টি শার্ট আর ছেঁড়া জিন্স পরনে
পুরোনো চটি টারও তলা গেছে ক্ষয়ে ৷
একটা কিশোর ,
গ্রামের মেঠোপথ মারিয়ে এসেছে এ শহরে
দু'বেলা দু'মুঠো খাবার আর বাঁচার অন্বেষণে
পঙ্গু মা আর ছোট বোন যে আছে ওর ঘরে
বাবা?
সেতো কবেই পালিয়েছে পৃথিবীর মায়া ছেড়ে ৷
একটা কিশোর ,
রোদে পুঁড়ে ঘামে ভিজে চলছে ওলি গোলিতে
রিক্সার প্যাডেল টাও টিক মতো পায়না কো ছুঁতে ,
তবুও সে কিশোর রিক্সা চালায় খাদ্যের অন্বেষণে
শ্রেণীবৈষম্য আর ইট,পাথরে গড়া এ নিষ্ঠুর শহরে ৷
একটা কিশোর ,
কথা ছিলো স্কুলে যাবে আর দুরন্তপনায় মাতাবে
অথচ !
পাঠশালার গন্ডিও পেরোতে পারেনি গরীব বলে
দুরন্তপনা আটকে গেছে আজ রিক্সার প্যাডেলে,
লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন সে ভুলে গেছে
সে শুধুই জানে,ঘরে তার পঙ্গু মা আর বোন হাভাতে ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম। দুঃখির দুঃখ কেও দেখতে চাইনা।

ভালোলেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.