নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

দ্বৈত রুপ

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

মানুষের মুখোশে আমি এক অন্য মানুষ
ভালোবাসার নামে করি সতীত্বকে লুট
আমার বাহিরে এক রুপ অন্তরে বিরুপ ৷
মুখোশের মিছিলে মনুষত্ব দিয়েছে ডুব
অাধুনিকতার নামে আজ নগ্নতায় পাই সুখ
এটাই আমার সভ্যতার নামে অসভ্য অসুখ ৷
ওরা মালাউন,ইহুদি,বৌদ্ধ কিম্বা খ্রিস্টান
তুমি তো শ্রেষ্ঠ জাতি,উন্নতশীর মুসলমান
ধর্ষণ,লুটতরাজ,ধ্বংসে কি করছো প্রমাণ ?
আসলে কি জানো ?
তোমার বাহিরে এক রুপ অন্তরে বিরুপ
তুমি তো মানুষ তোমার একটাইতো রুপ
নিজের স্বার্থে ধারণ করো কেনো ভিন্ন রুপ ?
কে আছো মানো না বলো সৃষ্টিকর্তা এক
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান মানুষ সবাই এক
আপন স্বার্থে হয়েছো তোমরা ভিন্ন ভিন্ন জাত ৷
তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার
ধর্মকে অপমান করে কি লাভ বলো তোমার
তোমার ধর্মে তুমি চলো আমার ধর্মে আমি
ভিতর বাহির একই রুপে চলো পৃথিবীটা গড়ি ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

বাংলার ডাক-হরকরা বলেছেন: চমৎকার কবিতা, প্রিয় কবি নজরুলের সুবাস পাওয়া যাচ্ছে !!!!

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.