নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

রাতের কাছে ঋণী

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

রাত্রি তোমার কাছে অাজ আমি অনেক ঋণী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷
তুমি ছিলে বলে আজ আলোর দাম বুঝেছি
বুঝেছি আঁধারের বুকে সে কি এক যন্ত্রণা ,
তুমি ছিলে বলে তাই আঁধারের সিঁধ কেটে
চলতে শিখেছি আজ এই আলোর পথে ৷
তুমি ছিলে তাই কান্নার রং ছুঁতে শিখেছি
আমাবস্যার পরে জোছনার ছায়া দেখেছি ৷
রাত্রি তোমার কাছে আজ আমি অনেক ঋণী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷
তুমি ছিলে তাই নিয়নালোয় নগর ভ্রমেছি
কাঁচা মাংসাশীদের মুখোশবাজী দেখেছি
ফুটপাতে বসে নিশি কন্যার কাব্য শুনেছি
আঁধারের ঘোমটা পড়াদের সত্য জেনেছি ৷
তুমি ছিলে তাই ঘরহারার ছুটোছুটি দেখেছি
ঘুমপিয়াসীদের ফুটপাত দখল করা দেখেছি
মানুষ,কুকুর এক চটে মুড়িয়ে ঘুমাতে দেখেছি
আর প্রতিপদে মানবতাক্ষয়ের শব্দ শুনেছি ৷
রাত্রি তোমার কাছে আজ আমি অনেক ঋণী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাত্রির কাছে আমিও ঋণী। দারুণ লিখেছেন।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০৩

অতৃপ্তচোখ বলেছেন: মানবতাক্ষয়ের শব্দে আজ আকাশ বাতাস বিশ্ব ভার হয়ে গেছে ! মানবতা হারিয়ে যাচ্ছে দিন দিন মানুষের মন থেকে।
খুব সুন্দর লাগলো কবিতা পড়ে। কবিকে শুভেচ্ছা।
মানবতা ফিরে আসুক প্রতিটি মানুষ ,সমাজে

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন,, অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.