নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

শহীদ মিনারের গল্প

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

আমি আছি নিথর দাড়িয়েে
এক খন্ড জমি দখল করে
সালাম,বরকতের রক্ত যেখানে
স্তরে স্তরে গিয়েছিল জমে,
রক্ত স্নানিত সেই পিচ ঢালা পথে ৷
এই আমাকে দাড় করিয়ে রাখা হয়েছে
ভাষা আন্দোলনের নীরব স্বাক্ষী করে,
ইতিহাসের স্বাক্ষী করে৷
আমি দাড়িয়ে আছি সেই খানটাতে
যেখানে আমাকে গড়া হয়েছে ,
অথচ , আজ মনে হয় ______
বুঝি আমার নির্মাণ ব্যার্থ হয়েছে !
কালের বিবর্তনে আমাকে ভুলে যাচেছ,
শুধু একবারই আমি উদ্ভাসিত হই
এই বাংলার বক্ষস্হলে
ক্যালেন্ডারের পাতা উল্টায়ে
যখন ফেব্রুয়ারির "২১" আসে,
এগার মাস পড়ে যখন "২১" আসে
ফুলে ফুলে আমায় ভরিয়ে তোলে ৷
তবুও আমার প্রশ্ন রইলো
চুরি করা ছাড়া ক'টা ফুল দিয়েছো আমারে ?
আমি "২১"
আমি শহীদের রক্তে রাঙ্গানো মিনার
আমি এই বাঙ্গালী জাতীর উৎস
আমিই এই স্বাধীনতার উৎস
গৌরব ভরে স্মরণ করো আমারে
নয়তো !!!!
তোমাদের ঘরে যে আগামী প্রজন্ম আছে
তারা ভুলে যাবে একুশ,
ভুলে যাবে ভাষা আন্দোলন,
ভুলে যাবে শহীদদের,
ভুলে যাবে শহীদ মিনারের ইতিহাস ৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

শোভন কুমার বর্ধন বলেছেন: পোষ্ট ভালো লাগলো।।।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

এসআই তপু বলেছেন: ধন্যবাদ ভালো হয়েছে

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার 'শহীদ মিনারের গল্প'



আমরা যেন ভুলে না যাই ভাষা আন্দোলন, শহীদদের আর শহীদ মিনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.