নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

নেতা তুমি কি শুনছো ?

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

নেতা আমাকে চিন্তে কষ্ট হচ্ছে তোমার ?
আমি বাংলাদেশ জনগন নাম আমার
পাঁচটা বছর আগে গিয়েছিলে সেবার
ধবধবে সাদা পাঞ্জাবী ছিলো পরনে
হ্যামিলিয়নের বাশিওয়ালার মতো করে ,
পিছনে একঝাঁক তরুন তরুনীদের নিয়ে
ছুটে চলেছিলে তুমি শহরের প্রতি ঘরে
আর আশার বাণী শুনিয়েছিলে কানে
বলেছিলে অন্যায়ের প্রতিবাদী কন্ঠ হবে ৷
গরীব অসহায়রা স্বপ্ন দেখেছিলো বাঁচবে
তুমিই দেখিয়েছিলে সে স্বপ্ন ওদেরকে ,
একদিন কাঙ্খিত সে ক্ষণ এলো অবশেষে
বিজয়ের বাণী ধ্বণীত আকাশে বাতাসে
তখনও তুমি আশার বাণী শুনিয়েছিলে ৷
অথচ !
সময়ের সাথে সব নেতাদের মতো করে
তুমিও দেখি তোমার স্বভাব পাল্টে নিলে ,
কাঁধে হাত রেখে কানে কানে এসে বললে
ভয় পেওনা আমি আছি তোমাদের পাশে ,
এটাকেই এখন ক্ষমতার রাজনীতি বলে
ইস্পাতের কি যেন কোমরে গুঁজে দিলে
বললে এটা কাছে রাখ কাজে লাগবে ,
আর আমার সাথে সাথে সবসময় থাকবে
আমার যা কিছু আছে সব নিয়ন্ত্রণ করবে ৷
কিন্তু বেইমানি করলে তোমার জীবন যাবে
অসহায় আমি ভয়ে কাতরতায় আরষ্ঠ হয়ে
তোমার কথা মেনে নিলাম মাথা নিচু করে ,
পথচলা শুরু হলো আমার ঘোর অন্ধকারে
শুনেছি সে ইস্পাত অনেককেই দিয়েছিলে ৷
অতঃপর একদিন তুমি সময় সুযোগ বুঝে
আমাকে দিয়ে জ্বলজ্যান্ত মানুষ হত্যা করালে ,
যেই আমার হাত কাঁপে একটা পিপরা মারতে ৷
আর বললে কেউ জানলে তোকেও মরতে হবে
নেতা তুমি কি জানো সেই রাতের পর থেকে
এতটুকু নিঃশ্ছিদ্র নিদ্রা আসেনি এ দু'চোখে ৷

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার লেগেছে।প্রতি টি লাইন বর্তমান পরিস্থিতি কে নির্দেশ করে।
ইস্পাতের কি জেনো একটাই আজ আমাদের ভয়ের কারণ,নেতাদের দাপটের কারণ।

২| ৩০ শে মে, ২০১৭ রাত ১:০৫

তপোবণ বলেছেন: ঘুর্ণিঝড় 'মোরা' যেমন সময়োপযোগি সত্য, তেমনি আপনার ভাবনা গুলোও আজকের দিনের প্রতিচ্ছবি।

৩| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৫০

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর ও অর্থবহ কবিতা ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.