নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

কে নষ্টা কে স্রষ্টা

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:১৩

হ্যাঁ আমি বেশ্যা ,
আমাকে দেখে তোমার নারী লিপ্সু চোখ
কখনো কি তাকে পেরেছো করতে নির্লোভ ?
তখনও কিন্তু আমি শৈশব পেরুতে পারিনি
অথচ দেখেছি তোমার সেই নোংড়া চাহনি ,
তোমার সে চাহনী আজও ভুলতে পারিনি ৷
শৈশব পেরিয়ে সবে কৈশরে পা দিয়েছি
তখনই আমায় দেখে হাসলে তুমি অট্টহাসি ,
বললে ঐ ছেমরি চল সিনেমা দেখে আসি ৷
আর সিনেমা দেখাই কাল হলো জীবনে
তোমার বেহায়া হাত ছুঁলে আমার শরীরে
আর আমার বক্ষ পিঞ্জর মৈথুন করলে ,
মুক্তি চেয়েছি সে সময় কতো আর্তনাদে
কিন্তু তুমি নোংরা স্বার্থ চরিতার্থ করলে ,
রাতের আঁধারে বেঁচে দিলে পতিতালয়ে ৷
হ্যাঁ হ্যাঁ আমি বেশ্যা , আমি নষ্টা নষ্টা নষ্টা
কিন্তু !
আমি যদি নষ্টা হই তবে তুমি কি করে স্রষ্টা?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:১৮

এডওয়ার্ড মায়া বলেছেন: আহ ! আহ ! কি অসাধারন কবিতা ।
জানেন আপা -পুরুষ মানেই বদ লোক ।খুব খ্রাপ

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

ফরহাদ কবির বলেছেন: ওয়াও ।।।।।।।।।।।।।।।।।।।।।।।
সুব ভাল লাগল। বলে বুজাইতে পারব না

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২২

মাস্তান শিপু বলেছেন: ভালো লাগলো কবিতা পড়ে। লেখকে ধন্যবাদ

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১৯

কানিজ রিনা বলেছেন: না তুমি শ্রষ্ঠা নও নষ্ঠ ভ্রষ্টা, জীবন্ত কবিতা
ভাল লাগল। ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৪

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে কবিতা, শুভ কামনা কামনা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.