নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

এ শহর পরিত্যাক্ত

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

এই শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,
পচন ধরেছে ওর সারা শরীর জুড়ে
কংক্রিটের ভীড়ে স্বপ্নরা পড়ে আছে ৷

জীবনের মতো জীবন হেঁটে চলেছে ,
আঁধারের পাশ দিয়ে রাত্রির গহীনে
দম লাগানো মেশিনের মতো করে ৷

এই শহর এখন বসবাসের অযোগ্য ,
যেমন বাতাসে বেড়েছে শিশার ঘনত্ব
তেমনি মানুষের মনে বেড়েছে পুরুত্ব ৷

মিথ্যে কথার এ মেকি শহরের পথে ,
মুখোশের ভীড়েও কিছু মানুষ থাকে
নিয়ে যাবো তাদের শহর থেকে দুরে ৷

ফিরতে চাইনা আর এ শহরের ঘরে ,
নীরব কান্না যেখানে ঝরে ঝরে পরে
উঁচু উঁচু অট্টালিকার শিশার ওপারে ৷

এ শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,
আশাগুলো বন্দী শহরের চৌকাঠে
আর স্বপ্নগুলো বন্ধ ঘরের সিলিংয়ে ৷

ভালোবাসার অক্সিজেন শূন্য শহরে ,
ভালো মনের বড়'ই অভাব পড়েছে
মন সেও মন খোঁজে শরীরের ভাঁজে ৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


শহর চলে গেছে শয়তানদের দখলে

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

তপোবণ বলেছেন: ঐ শহরে এখন আর আমার থাকার কোন কারণ নেই। যে আমাকে ফিরিয়ে নিত বার বার সেই শহরে, তা আজ বসবাসের অযোগ্য হয়ে গেছে। এমনই একটি শহর আমিও ছেড়ে এসেছি আজ বহুদিন।

কবিতায় ভাললাগার অনেকগুলো পংতি আছে যা মনের মধ্যে অব্যক্তছিল, আপনি আজ বলে গেলেন কবিতায়।
ভালো থাকুন কবি।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: কৃতজ্ঞতা অশেষ তপোবন

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আটলান্টিক বলেছেন: ঢাকা শহর আসলেই বসবাসের অনুপযুক্ত

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

কানিজ রিনা বলেছেন: শহর বন্দর গ্রাম সবই ঠিক আছে, ঠিক
নেই শুধু মানুষ মানুষই সব নষ্ঠের দলে।
চাঁদগাজী সত্য বলেছেন। শহর রোগ জীবানুতে
ভরেছে এর জন্য মানুষই দায়ী অসাধারণ
ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.