নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

বাজেয়াপ্ত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

তোমার বাজেয়াপ্ত'র তালিকায় ,
শুধু আমার লেখা চিঠি গুলোই আজ দেখা যায় ৷
আমাকে নাকি ভালোই বাসনি ,
তবে কেনো যত্ন করে চিঠিগুলো রেখেছো শুনি?
শুকনো গোলাপ,পুরোনো চিঠি ,
কতোটা যত্নে তুলে রেখেছো আমি তা জেনে গেছি ,
আমার স্থান কাউকেই দাওনি ,
তাইতো সুকৌশলে আজও তুমি রয়ে গেলে চিরকুমারী ৷
পিতামাতার অবাধ্য হতে পারনি ,
পারনি আমার মতো বাউন্ডেলের সাথে জীবন জড়াতে ৷
তবুও আজও আমার ছবি ফ্রেমবন্দি
আজতো জেনে গেছি সেদিন জীবনের সাথে তুমি করেছিলে সন্ধি ৷
আধুনিকতার এই নব্যযুগে ,
যখন মানুষ চিঠি লেখাই ভুলে গেছে আর আমি চিঠিগুলো কিনছি ৷
শেষ একটা অনুরোধ তোমাকে
বার্ধক্যের করাল ছোবলে আমরা দুজনেইতো বন্দি আজকে ৷
কটা দিনই আর বাঁচবো?
জীবনের যে কটাদিন অবশিষ্ট আছে তুমি কি থাকবে আমার সাথে?
আজ নিজেকেই বাজেয়াপ্ত করলাম ,
তুমি কি আমাকে নিবে বার্ধক্যে ভরা জীবনের শেষ অবলম্বন করে ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

কামরুননাহার কলি বলেছেন: সুন্দর ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: তবে শেষ বয়সেই পূর্নতা পাক এই ভালবাসা।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

পার্থ তালুকদার বলেছেন: জীবনের শেষ প্রান্তে এসেও ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার আকাঙ্খা !!
ভাল হয়েছে কবিতা ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

জাহিদ হাসান রানা বলেছেন: দেইখেন আবারও যেন ছেকা না খান।এই বয়সে খাইলে পড়ে আর এই ছেকা নিয়ে হয়তবা ২য় বার নাও লেখার সুযোগ হতে পারে।আর ভাবী থেকে থাকলে তাকে একরাশ সমবেদনা রইল :( :((

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: সুন্দর লিখেছেন

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ভালোবাসতে হয় তো- মানবী বাদ দিয়ে অন্য সকল কিছুকে ভালোবাসো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.