নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিত হচ্ছে দেশ

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

ধর্ষিতার নীরব চিৎকারে আজ প্রকম্পিত বাতাস ,
আর কতো তনু বিউটিদের হতে হবে এমন লাশ ?
অসহায় পিতামাতার সম্বল আজ শুধুই দীর্ঘশ্বাস ৷

ধর্ষকের কাঁধেই কাঁধ মিলিয়ে দিব্যি আছে সমাজ ,
সাধের গণতন্ত্রে আজ চলছে শুধু ধর্ষকেরই রাজ
আর অসহায় ধর্ষিতার মাথায় শুধু কলঙ্কের বাজ ৷

স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা সে আজ কোথায়?
নীতিকথা সেও আজ মোটা মানিব্যাগে মুখ লুকায়
আইন সেতো বন্দী আছে ঐ ক্ষমতাধরের জিম্মায় ৷

গণতন্ত্র ? তাকেতো দেখি আজ সংবিধানে আটকা ,
আর স্বাধীনতা ? সেও আজ একটা বাক্সবন্দী প্রথা ,
মনুষ্যত্ব আজ মুখ থুবরে পড়ে থাকা এক নীতিকথা ৷

প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে আমার সোনার বাংলাদেশ ,
এ যেনো সেই একাত্তরের পাকিস্থানী হায়েনার বেশ
জাতি তুমি কতো লুকাবে প্রিয় পতাকায় তব ক্লেশ ?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কয়েকদিন ধরে ধর্ষনের খবর পড়তে পড়তে আমি বিরক্ত।

এখন মনে হচ্ছে আমাকেই কেউ ধর:P

২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

এম কে বলেছেন: অসাধারন নির্মম সত্য।
আসলেই প্রতিনিয়ত তনু/বিউটিদের আড়ালে ধর্ষিত হচ্ছে দেশমাতা।
আর ধর্ষকেরাও দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আর আমরা লাফালাফি করছি উন্নয়নের নামে.....???
এক সময় যে বাংলাকে ঘিরে বলা হতো, "ভারতবর্ষ আজকে যা ভাবছে বাংলা তা গতকাল বলেছিল"।
সেই বাংলা আর এই বাংলায় ফারাক কতটা???
ধিক্কার নিজেদের প্রতি।
লেখাটা অসাধারন। এধরণের আরও অসংখ্য লেখার প্রতিক্ষায় রইলাম। শুভকামনা রইল।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

তারেক ফাহিম বলেছেন: অত্যন্ত দুঃখজনক :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.