নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ নেই

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮

হে রাষ্ট্র তুমি কি পারবে আমার দায়ীত্ব নিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের দায়ীত্ব না হয় আমি নিজেই কাঁধে নিবো
তবুও তুমি দায় মুক্তই থাকো ৷

হে গণতন্ত্র তুমি কি পারবে সব অধিকার দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের অধিকার না হয় নিজেই আদায় করবো
তবু তুমি অন্তত স্বতন্ত্র থাকো ৷

প্রিয় স্বাধীনতা তুমি কি পারবে স্বাধীনতা দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
না হয় আমি মুখ বুজেই অন্যায় অবিচার সইবো
তবু তুমি স্বাধীনভাবে থেকো ৷

মাননীয় রাষ্ট্র যন্ত্র কি আমার অভিভাবক হবে ?
যদি না হয় কোন আপত্তি নেই ,
আমি না হয় অভিভাবকহীন একাকী থাকবো
তবু সে মুখে কুলুপ এঁটে থাক ৷

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

পলাশবাবা বলেছেন: হে কবি
তুমি এখনো করো আশা!!!
দেখে ভাবি এবুঝি তোমার নিষ্ঠুর তামাশা ।

সাতচল্লিশ বছর কেটে গেছে
কত সরকার এসেছে, গেছে।
তারা সবাই ই গনতন্ত্রের বুলি আউড়িয়েছে
৭১ কে বিক্রি করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, রেখেছে , রাখছে
কিন্তু জনগনকে কে দিয়েছে গুম, বিচারহীন হত্যা, হরন করেছে জনগণের ভোটাঢিকার।
হাতুরি দিয়ে করেছে পঙ্গু, অন্দোলন দমনের নামে পেটোয়া কুকুর লেলিয়ে করেছে নিপীড়ন।

হে কবি
তুমি এখনো করো আশা!!!
দেখে ভাবি এবুঝি তোমার নিষ্ঠুর তামাশা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.