নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

আঠারোটা উলঙ্গ বুলেট

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

আঠারোটা বেওয়ারিশ বুলেটের উলঙ্গ নৃত্য
মুহূর্তেই যে শরীরকে করেছিলো ক্ষতবিক্ষত ,
সেতো তুমি নও পিতা সে বাঙালীর হৃৎপিণ্ড
খামচে ধরেছিলো তোমার স্বাধীন মানচিত্র ৷

যে বুকটাতে বাংলাদেশ ঘুমোতে চেয়েছিলো
যে বুকে সাত কোটি মানুষের বসবাস ছিলো ,
আঠারোটা বুলেট সে বুকে স্থান করে নিলো
সাথে বাঙালী আর বাংলাদেশ এতিম হলো ৷

ওরা বুঝেছিলো তুমি বাংলাদেশের হৃৎপিণ্ড
তাইতো তোমার বিরুদ্ধে চললো ঘৃণ্য চক্রান্ত ,
সেই হৃৎপিণ্ডতে অাঠারো বুলেট ঠুকে দিলো
আর স্বাধীনতাকে কালো কালিমায় ঢাকলো ৷

ওরা জানতোনা কীর্তিমানরা কখনো মরেনা
ওরা ভুলে গেছিলো দেশপ্রেম,আদর্শ মরেনা ,
আর বঙ্গবন্ধু সেই দেশ যে ভাঙে, মচকায়না
তাইতো ধানমন্ডির ৩২-এ দিলো জঘৃন্য হানা ৷

তোমার তর্জনীর শক্তি ওরা টের পেয়েছিলো
বুঝেছিলো দেশের জন্য সে তর্জনীটা অমূল্য
তাই উলঙ্গ বুলেটে সে তর্জনীই থেঁতলে দিলো
আর বাঙালির স্বপ্ন বীজ অঙ্কুরে ধ্বংস হলো ৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলার মেজরেরা বিক্রয় হয়েছিলো ২ পয়সায়, জেনারেলরা হয়েছিল আইয়ুব ও ইয়াহিয়া খান

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
কেন বলুন তো?

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
কেন বলুন তো?

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

ইফতেখারুল মবিন বলেছেন: ভালো লাগলো.....+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.