নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

দুঃখবাজ

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নূড়িপাথররা পড়ে থাকে ,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু'পায়ে মারিয়ে
কেউবা আবার তা কুরিয়েও নেয় অতি যত্ন করে ।

চাতক পাখি যেমন নদীর তীরে মরে পড়ে থাকে
বৃষ্টি জলের আশায় আকাশপানেই চেয়ে থেকে ,
আমার চারপাশেও অজস্র স্বপ্ন মরে পড়ে আছে
একটা চাকরী না পাওয়ার দুঃখ আর হতাশাতে ।

তোমাদের মুঠোফোনে যেমন খুঁদে বার্তারা জমে
আমার মনপাড়াতে তেমন দুঃখ আর কষ্ট জমে ,
খুঁদেবার্তার মতো করেই তা অনাদরে পড়ে থাকে
অযত্ন অবহেলায় কেউ পড়েও দেখেনা আমাকে ।

আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি
দুঃখগুলো যে ঘরের ছাদও ছুঁয়েছে তবুও আছি ,
কোন একদিন দুঃখচাপা পড়ে মারা যাবো আমি
কেউতা জানবে না;যে জানবে সেতো শুধু তুমি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের আর্তনাদ কবিতার পঙক্তি গুলোতে, ভালো লিখেছেন।

চাকরিজীবী'রা জীবনে বড়কিছু হতে পারেনা, কেবল জীবন পার করতে পারে জীবনের নিয়মে।
চাকরি না পেয়েও অনেক মানুষ জীবন গড়েছে নিজের মতো করে, তারাই সফলতা পেয়েছে বেশিরভাগ।
কাজেই চাকরি না পেলেই দুঃখ নিয়ে পড়ে থাকতে হবে এমন কোন কথা নেই।

শুভকামনা জানবেন

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.