নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

মানুষ তুমি মানুষ হও

০৭ ই মে, ২০২০ ভোর ৪:১৪

সারা পৃথিবী আজ বাঁচার জন্য লড়ছে
ঈশ্বরের সামনে নতজানুই বসে থাকছে ;
সকলে থাকতে চায় মহাবিশ্বের উপরে
মুখোশের উপরে আরেক মুখোশ পড়ে ।

ক্ষমতার দম্ভ নেই আজ পৃথিবীর বুকে
অহিংসা পরম ধর্ম বাণী সকলের বুকে ;
কাঁধে কাঁধ রেখে বাঁচার স্বপ্নটা দেখছে
ব্রহ্মাণ্ডের এমন দৃশ্য কে কবে দেখেছে ?

পৃথিবী জুড়ে আজ শুধুই মানুষ মরছে
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ভেদাভেদ ভুলেছে ;
আলোর অপেক্ষায় পৃথিবীটাও বহমান
জ্বালো আলো ঈশ্বর ;আল্লাহ ;ভগবান ।

যুদ্ধ দাঙ্গা ভুলে মানবতা এক কাতারে
মহানুভবতা থমকে যায়নি কাঁটাতারে ;
মানুষ আজকে মানবতা ফেরি করছে
সব ভুলে ভালোবাসাটাও বিলি করছে ।

ভেঙে চুরে গেছে আজ সব অহংকার
ভাগাভাগি করে করছে সবাই আহার ;
কিসের এতো দম্ভ জীবনটাইতো ছোট
মানুষ তুমি আবারও মানুষ হয়ে ওঠো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ ভোর ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । ইনশাল্লাহ হবে।

২| ০৭ ই মে, ২০২০ ভোর ৪:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হিন্দু বৌদ্ধ খৃষ্টানই মরছে,আর কেউ মরছে না?

৩| ০৭ ই মে, ২০২০ সকাল ১১:৫০

সাইন বোর্ড বলেছেন: করোনার কাছে কোন জাত বিচার নেই ।

৪| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.