নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আমার কিছুই যায় আসে না বাংলাদেশের বিশ্বকাপ জেতা আর তাসকিনের বোলিং এ্যকশানের অভিযোগে

১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২০

আমি খেলা দেখি না ছোট থেকেই। তাই মাসরাফি আর আমাদের এলাকার নাসির ছাড়া অন্য টাইগারদের পরিচয় একরকম অজানাই এখনো।
একটু লজ্জা করেই বলতে হয় আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোন খেলার সময়ই আমার প্রফাইল পিকচার চেঞ্জ করি নাই।আসলে আমাকে এগুলা টানে না।টাইগারদের হার জিত,অথবা তাসকিন আর সানির বলিং একশন এগুলোতে আমার ওকটুও যায় আসে না।

কিন্তু আমার পাওয়ার পয়েন্টে যেই টাইগারদের কথা সবসময়ি আসে,যেই ম্যানগ্রোভের কথা সুযোগ পেলেই বিদেশিদের বলি,সেইখানে যখন কেউ এসে হাত দেয় প্রখর বুদ্ধি নিয়ে,তখন আমার অনেক কিছুই এসে যায়।
তখন সত্যি সত্যিই প্রোফাইল পিকচারে কালো রং ঢেলে দিতে মন চায়।

প্রতি বছর হাজার হাজার মেগাওয়াট বিদ্যুততো জাতীয় গ্রীডে যোগ হয়য়ি।তবুও লোডশেডিং এর গল্প প্রতিদিনই শুনি আম্মুর কাছে।
তাই নতুন কোন গ্রিডের সংখা আমার না জানলেও চলে যাবে।
আমরা যখন সুট কোট পরে ইন্টারন্যাশনাল কনফারেন্স এটেন্ড করি, সেই কনফারেন্সেই পৃথিবীতে দারিদ্রের অবস্থা জানাতে বাংলাদেশের ছবি দেখানো হয়।আমরা দেখি ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে।

অথচ সেই দেশ থেকেই হাজার হাজার কোটি টাকা হারিয়ে যায় কয়েক সেকেন্ডেই হ্যাকিং নাটক দেখতে দেখতে।
কিছু অর্থনীতিবীদ অবশ্য ফেডারেল রিজার্ভ বাংককে ইংরেজিতে শাসিয়ে দিয়েছেন বেশ করে।রাবিশও নাকি বলেছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েসানে।
আবার অনেক নবীন চাইছেন বাংলাদেশকে আই সি সি ওয়াল্ড কাপ জজিতিয়ে এর দাঁতভাঙা জবাব দিতে।

কিন্তু আমি কিভাবে এর প্রতিবাদ চাইবো।কারন খেলার অংকতো আমায় টানে না।আমি জানতে চাই একমাস আগে হয়েছিল কি।কেন কেউ কিছুই জানতে পারেনি।বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন ভারতের তাজমহল দেখতে দিল্লিতে এখনো।

আমার অবশ্য একটুও জানার বিষয় না এখন কে সরকারে আছে,আমার একটুও জানার দরকার নাই কোন মন্ত্রীর ব্যবসায় উন্নতি হয়ে বাৎসরিক আয় ২২৩ গুন বেড়ে ৭ লক্ষ থেকে ১০ কোটি হয়েছে।
আমি কখনোই জানতে চাইবোনা বর্তমানে কত সালের ভীষণ চলছে।
আমি শুধু একটা বিষয়ই জানতে চাই,আমার বাংলাদেশ নামের ঝুড়ির তলা কবে ঠিক করা হবে।কবে আমরা জিজ্ঞাসাকারী বিদেশীদের বলতে পারবো ইন্ডিয়া বাংলাদেশের শুধুই বন্ধু।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৭

নুর আমিন লেবু বলেছেন: আমারও একই প্রশ্ন :(

২| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৩৭

কলাবাগান১ বলেছেন: বিদেশীরা আপনার মত চোখে টুলি পরে নাই যে বাংলাদেশ ইন্ডিয়া কিনা জিজ্ঞেস করবে। আপনাদের মত লোকদের আসল ক্ষোভটা কোথায় সেটা না বললেও বুঝতে পারি। ১৯৭১ শুনলেই বুক কেপে উঠে। পাকি ছিলাম তাই ভাল ছিল

৩| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫০

লাবিব ফয়সাল বলেছেন: আমি সম্মান সহই বলছি,আমাদের প্রবাসী জীবনের অনেক সময় পেড়িয়ে গেছে। আপনার কেন খারাপ লাগলো আমার কথায় এর চেয়ে ইম্পরট্যান্ট আমাদের মত প্রবাসীদের আসল কষ্টটা বুঝতে শেখা।
আমরা ফেচ করছি, আমাদেরকে কি বলা হয়,কি নামে ডাকা হয়।দেশের অবস্থার সাথে এগুলো অনেকটাই অমিল।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৯

কলাবাগান১ বলেছেন: অনুসরন করে কি হবে???

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

লাবিব ফয়সাল বলেছেন: ভুল ধরতে যারা পারে,তাদের কাছ থেকেই শেখার আছে মূল শিক্ষা..

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

বিজন রয় বলেছেন: আপনি ক্রিকেট পছন্দ করেন না।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

লাবিব ফয়সাল বলেছেন: আসলে অনেক দুর থেকে ভালো লাগার বিষয় আমাদের টাইগারদের জয়।অনেক অনন্দ লাগে।কিন্তু আমার দেশের প্রতি কোন রকমের নেগেটিভ বিষয়,বা ল্যাকিংসটাকে কোনভাবেই খেলার দিয়ে উপেক্ষা করার মত পাগল হতে পারি নি এখনো...

৬| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

উদ্ধাস্ত৬১ বলেছেন: একমত।

৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮

পথে-ঘাটে বলেছেন: ভালৈ লাগলু ভাইয়ু। তৈ আছেন কেমুন?

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

লাবিব ফয়সাল বলেছেন: আছিতো...রোবট হতে আর কিছু বাকি..

৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

শেয়াল বলেছেন: লেখক বলেছেন: আসলে অনেক দুর থেকে ভালো লাগার বিষয় আমাদের টাইগারদের জয়।অনেক অনন্দ লাগে।কিন্তু আমার দেশের প্রতি কোন রকমের নেগেটিভ বিষয়,বা ল্যাকিংসটাকে কোনভাবেই খেলার দিয়ে উপেক্ষা করার মত পাগল হতে পারি নি এখনো...

স্যালুট!!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫

লাবিব ফয়সাল বলেছেন: শেয়াল ভাইকেও ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.