নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক পেটানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়

২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৭



আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান আহমেদ ইয়ালচিন কায়া। হালকা পাতলা গড়নে মধ্যবয়স পেড়িয়ে যাওয়া এক তার্কিশ। সেদিন ক্লাসে “প্রেসের শক্তির উৎস” টপিকটি পড়াচ্ছিলেন তিনি।
বললেন প্রেস একটি শক্তি। তবে এই শক্তি বলতে নিজের ইচ্ছেমত খবর প্রকাশ করাকে বুঝায় না। জনগণ যা চায় তা লেখাই এই শক্তির প্রকাশ। তবে এই খবর অবশ্যই জনগণের উপকারী হতে হবে। আর এই প্রেসের শক্তির একমাত্র উৎস জনগণ।
তবে প্রেস যদি নিজের স্বাতন্ত্র্য ধরে না রাখতে পারে এই শক্তি নিজে থেকেই চলে যাবে।

তিনি প্রেসের স্বাতন্ত্র্য বলতে, সেখানে কাজ করা প্রত্যেক কর্মির ব্যক্তিগত স্বাতন্ত্র্যবোধকেই বোঝালেন। একজন সংবাদকর্মি যদি ব্যক্তিজীবনে সৎ না হয় তাহলে এর প্রভাব পুরো সংবাদপত্রের উপর পরে। আর ধীরে ধীরে প্রেস তার নিজের শক্তি হারিয়ে তৃতীয় পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে। নিয়ন্ত্রক সরকার অথবা অন্য যেকোন প্রতিষ্ঠানি হতে পারে।

আজ খবরে দেখলাম সাংবাদিকদের পুলিশ পিটিয়েছে। এটা কখনোই কাম্য নয়। কিন্তু আমার মনে হয়না এগুলোর একটাও বিচ্ছিন্ন ঘটনা।
কারণ ফেসবুকে আমি পরিচিত অনেক সাংবাদিক বড় ভাইয়ের সরকারি ট্রিপে মালদ্বীপ আর নেপালে যাওয়ার ছবিতে লাইক দিয়েছি। তাদের আঙুল ফুলে কলাগাছ হওয়ার খবরো জানা আছে। তবে সবাই কিন্তু এক নয়। অনেকেই এখন আদর্শের সাথে টিকে থাকার লড়াই করে চলেছেন।
আজ যারা মার খেয়েছে হয়তো তারা বাই চান্স এই পরিস্থিতির স্বিকার হয়েছেন কিন্তু আমাদের প্রেস যে অনেক আগেই নিজের স্বাতন্ত্র্য বিক্রি করে নিজের নিয়ন্ত্রণ তৃতীয় শক্তির কাছে দিয়েছে তাই মূলত এই ঘটনাগুলোর বহিঃপ্রকাশ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২২

পলাশমিঞা বলেছেন: বাড়াবাড়ি করলে মাথায় বাড়ি পড়ে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কোন প্রফেশানেল সাংবাদিক আছে কিনা জানতে হবে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

আহা রুবন বলেছেন: হাতে গোণা দু-একজন এরা আসলে ব্যতিক্রম বাদে অধিকাংশ সাংবাদিক নিজ ধান্দায় চলে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওনারা, কই হনুরে মনু........... এই ভাব নিয়ে চলাফেরা করা। পুলিশ কর্তৃক সাধারণ মানুষের মাইড় খাওয়াটা তারা উপভোগ সহিত প্রচার করে এবং ক্ষমতাবানদের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে চাটুকারীতার আশ্রয় নেয়। আল্লাহর মাইড় বড় মাইড়, মাঝে মাঝে পাশার দান উল্টিয়ে দেন, ফলে সে সময়টা সাধারণ মানুষ উপভোগ করে।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

রুরু বলেছেন: কোন সাংবাদিকই দেশের স্বার্থে কাজ করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.