নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০০



প্রিয়তমা, জানিনা তোমাকে কোন শব্দ দিয়ে সন্মধন করলে শত বছরের একাকীত্বকে দূর করে জড়িয়ে ধরবে আমাকে, আমার শ্যাম বর্ণের কাঁপালটিতে দুই পায়ের বৃদ্ধাম্নাগুলিতে ভর দিয়ে চুমু খাবে। আর শত বছর ধরে নির্ঘুম কাটানো চোখের নিচে পরা কালো দাগ গুলীর দিকে উদাস মনে তাকিয়ে থাকবে।
কেভিন কার্টারের সেই বিখ্যাত ছবিটির কথা মনে আছে তোমার? ছবিটিতে একটি বাচ্চার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা ক্ষুধার্ত শকুনকে কি নিপুণভাবেই না আলোকচিত্রে বন্দী করছিলেন তিনি। আমিও তোমার জন্য ঠিক সেভাবেই অপেক্ষা করেছিলাম হে প্রিয়তমা। তবে আমার আপেক্ষাটি ছিল ছবির সেই বাচ্চাটির মত। যে মাথা নিচু করে মৃত্যুকে আলিঙ্গন করতে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। কারণ জীবনের আর যেটুকু সময় আমার হাতে ছিল তার সবটুকুই তোমাকে দিয়ে যেতে চেয়েছিলাম আমি। ঋণের বোঝাটা আজকাল বড্ড ভারি লাগছে আমার কাছে।
প্রিয়তমা, আজ পর্যন্ত জীবন নামের উপন্যাস থেকে সামনে আসা সকল দুঃখ কষ্টের অনুচ্ছেদগুলো পড়ে শেষ করেছি আমি। এখন উপন্যাসের শেষ অংশে একান্ত মনে উপস্থিত হয়েছি। এখনে জীবনের প্রতি আগ্রহের মাত্রাটা একটু বেশিই অনুভব করছি কেন জানি। তাইতো শিতের সকালে সঙ্কোচ নিয়ে ধীর গতিতে উদীয়মান সূর্যের মত আমিও উদিত হচ্ছি বারবার। কারন হয়ত কাল কুয়াশার ষড়যন্ত্রে নাও দেখা হতে পারে আমাদের। আজ উদিত হওয়ার সুযোগ পেয়েছি ঠিকই কিন্তু আমাকে সভ্যতা, তার বানানো ঘড়ির চব্বিশটি ঘন্টা সাথে দিয়ে দিয়েছে। অল্প অপ্ল করে যা ক্ষয়ে যাচ্ছে।
প্রিয়তমা, তুমি হয়তবা জানতেও পারবেনা যে, আমি তোমাকে শোনানোর জন্য কয়েকশ গল্প আর কবিতা সংগ্রহ করে রেখেছিলাম। যার প্রত্যেকটিই ছিল জীবন থেকে নেয়া। যা সংগ্রহে ঘুরতে হয়েছে দেশ বিদেশের কত অজানা শহর। যা সাধনে আমাকে হারাতে হয়েছে আমার মায়ের ভালবাসা। অথচ বিপরীতে সেখান থেকে একত্রীত হয়েছে ভয়ের কিছু স্মৃতি। যারা আজও আমায় কুঁড়ে কুঁড়ে খায়।
আমি তোমাকে আদর করার সাধটা রেখেই হয়তবা এই মায়াভূবন ছাড়বো। তবে দ্বিধাহীনভাবে বলতে পারি, গ্রীষ্মের হঠাত বৃষ্টিতে ভিজতে থাকা কোন দুরন্ত বালক যেভাবে বৃষ্টির একটি ফোঁটার পর আরেকটি ফোঁটা পরার ব্যাপারে দ্বিধাহীনতা প্রকাশ করতে পারে, আমিও ঠিক তেমনি ভাবে তোমার আসার ব্যাপারে সেই ভিজতে থাকা ছোট বলকের না ভাঙ্গা হৃদয় আর বিশ্বাস নিয়ে সর্বশেষ পর্যন্ত দ্বিধাহীনভাবে অপেক্ষা করেছি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , শুরুটা খুব সুন্দর হয়েছে
শেষটুকুতে অআরো একটু মনযোগী
হলে ভাল হত বলে মনে হয় ।
শুভেচ্ছা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ আপনাকে। এরপর থেকে আরো খেয়াল করে লিখব।

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল । বর্তমানে তো মানুষ চিঠি লেখা ভুলেই গেছে।
এই চিঠিটা পড়ে দেখতে পারেন ভাল লাগলেও লাগতে পারে
http://www.somewhereinblog.net/blog/mostafasohel/30190799

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ। আপনার লেখাটাও দেখলাম। বেশ ভালো হয়েছে। আপনার জন্যও শুভকামনা রইল।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: Click This Link

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: লাবিব ফয়সাল ,



অপেক্ষা আর মৃত্যুকে আহ্বান করার দ্বৈততা নিয়ে লেখা ।
খুব একটা খারাপ হয়নি । শুরুটা ভালো । টাইপো আছে । শুধরে নেবেন অনুগ্রহ করে ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

লাবিব ফয়সাল বলেছেন: আপনার মূল্যবান মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পরবর্তীতে ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করব।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

এবিএম বাকী বলেছেন: অপেক্ষা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.