নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

উত্তরের পাঁচালি / আবুল কাশেম সরকার

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪২




লিখবো কিনা পদ্যপাদ্য ছড়ায় ছড়াছড়ি,
বদরবাবার বদরগঞ্জ সেথায় বসত করি।
বাংলাদেশের উত্তরে সেই যমুনেশ্বরী পাড়ে,
কাঁচা পাকা ঘর যেখানে নদীর ধারে ধারে।

জলের বরে জলুবর ঢাকা অন্ধকার,
তিনটি নদীর জলের ধারা মিলেই একাকার।
রং হয়েছে ‘অং’ আমার রংপুরেতে এসে,
তিস্তা ঘাঘট কত নদীর জলের ধারা মেশে।

নীলফামারীর নীল মেখেছে আকাশ সারা গায়,
তাই দেখতে তারার মেয়ে লাজুক চোখে চায়।
ফুলের বাড়ী পেরিয়ে এবার দিনেই দিনাজপুরে,
রামসাগরের পাড়ে না হয় এসো এবার ঘুরে।

কান্তজির মঠ মন্দির দেখার মত বেশ,
গড় পাঁচটি পঞ্চগড়ে দেখার কোথা শেষ।
ঠাকুরগাঁয়ে না থাক ঠাকুর একটু ক্ষতি কই,
খোলা চোখে দেখতে পাবে দুরের পাহাড় ওই।

বিরামপুরে বিরাম নিয়ে নওগাঁ পাহাড়পুর,
পথের উপর দাঁড়িয়ে আছে ওইতো জয়পুর।
করতোয়াতে কর না দিয়ে কেউ যেওনা চলে,
বিরল হলো তুলনাহীন সব লোকেরাই বলে।

ভুলেই গেছি ওমা আমি কেমন ভুলা মন !
তেঁতুলিয়ায় ছাড়লে বুঝি হাজার তেঁতুল বন।
ইদ্রাকপুরের নাম শুনেছ? আজকে ঘোড়া ঘাট,
মুছে গেছে দূর অতীতের সকল কারুপাট।

নবাবগঞ্জ নয় লবগঞ্জ রামের ছেলের স্মৃতি,
কুশদহ সে কুশের নামে হয়নি হারা রীতি।
লব-কুশ সীতার সাথে পঞ্চবটি বনে,
খেলতো খেলা দুটি ভা’য়ে হেথা আপন মনে।

রত্নাকর ভীষণ ডাকাত দস্যু ছিল বটে,
বিধির মাহামুনি লিখন ললাটে।
এসো এবার পলাশবাড়ী করতোয়া দেই পাড়ি,
হাঁটুপানির জলের ধারা নয়তো গভীর খাড়ি।

চৌধুরাণীর নাম শুনে আজ জাগছে মনের পটে,
ব্রিটিশ খেদাও আন্দোলনের সূত্র হেথায় ঘটে।
ভাবানী পাঠক গোঁসাইজী আর দেবী চৌধুরাণী,
স্বাধীনতার অমর নায়ক আমার টা কি জানি।

পথেই পড়ে পীরগাছা সে চারণ কবির দেশ,
ছলিমুল্লাহ হারিয়ে গেছেন নেইকো কিছু রেশ।
চলতে গিয়ে বমনডাঙ্গা পথেই পড়ে বুঝি,
মুক্তামানিক লাল্মনিতে এসো এবার খুঁজি।

সোনার স্বদেশ! দেশজুড়ে হায় চিল শকুনের হানা,
দাঁড়িয়ে কোথা আমারা সবাই, নেইতো মোদের জানা।
আমরা কেন আজকে নিথর দাওগো ঝাড়া গা’,
স্বৈর শাসন (!) সোনার দেশে তাকেই বল-না।

মানুষ বটে আমারা সবাই বাঁচার অধিকারে,
ভিত নাড়িয়ে দাওগো তাদের যারাই শোষণ করে।
সারা দেশে একাত্তুরের গন্ধ আছে গাঁড়া’,
ডাকাত যারা ডাকাত তারা তাড়া তাদের তাড়া।

১২, ১২, ১৯৮৬
আবুল কাশেম সরকা
ছবি- লাবিব ফয়সাল

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর প্রানবন্ত।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

স্রাঞ্জি সে বলেছেন: বেশ চমৎকার। ভাল লাগা কবিতায়।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা। সময়ের কবিতা।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

রাকু হাসান বলেছেন: যথার্থ কবিতা ,এখনও এমন কবিতা দরকার আমাদের ..........++

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.