নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বদরগঞ্জ (ছবি ব্লগ)

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০০

১। যমুনেশ্বরী নদী


২। চৌধুরী পাড়া


৩। বাশদহ বিল


৪। পাকেরমাথা রেল ব্রিজ


৫। হাসিনানগর, খোলাহাটি


৬। শ্যামপুর


৭। চৌরির বিল


রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে বদরগঞ্জ একটি উপজেলা। রংপুর শহর থেকে ২৩ কি:মি: পশ্চিমে বদরগঞ্জ উপজেলার অবস্থান। এর উত্তরে তারাগঞ্জ উপজেলা, পূর্বে সদর উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা এবং পশ্চিমে ইতিহাস আলোড়িত করতোয়া নদী ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অবস্থান। মাতামত্মরে জানযায় বদরগঞ্জ উপজেলা বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক হযরত বদর শাহ্ এর নাম অনুসারে হয়েছে। বদরগঞ্জ উপজেলা ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌর সভার সমন্বয়ে গঠিত। অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। বদরগঞ্জ উপজেলার মধ্যদিয়ে চারটি নদী যমুনাশ্বরী, চিকলী, করোতোয়া ও ঘৃলাই নদী প্রবাহমান। বদরগঞ্জ উপজেলা মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মানুসারী মানুষের সৌহাদ্যপূর্ণ বাসস্থান। এখনে বাঙালী জাতির সাথে নৃতাত্তিক জাতিগোষ্ঠ যেমন সাঁওতাল, উড়াও, মুসহার, তুরি, রাজবংশী ইত্যাদি বসবাস করেন। এ উপজেলায় শিক্ষার হার ৫৫%। ঐতিহাসিক ভাবে বদরগঞ্জ একটি প্রাচীনতম জনপদ। বদর পীরের মাজার, ভীমেরগড়, লালদিঘী ৯ গুম্বুজ মসজিদ, নান্দিনার দিঘি, গোপালপুর জমিদার বাড়ী ইত্যাদি প্রচীন স্থান সমূহ এই উপজেলার অন্তগত।

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ ক্লিক। +++

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

সাগর শরীফ বলেছেন: প্রতিটা ছবিই অসাধারণ! যেকোন এটা চুজ করা অসম্ভব।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছবি।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ রাজীব...

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর তো।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

লাবিব ফয়সাল বলেছেন: শুভকামনা রইল ভাই...

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ছবি এবং লেখা খুব ভালো লাগল ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪

লাবিব ফয়সাল বলেছেন: শুভ কামনা।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

আপেক্ষিক মানুষ বলেছেন: সত্যিই অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের উপহার দিয়েছে।

কি ক্যামেরা ব্যবহার করেছেন জানতে পারি?

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ জানবেন।
আমার ব্যবহ্রত ক্যামেরা Canon 60d

৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

আরফীন ইসলাম বলেছেন: সুন্দর

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

লাবিব ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: প্রত্যেকটি ছবি অদ্ভুত সুন্দর। আমার খুব ইচ্ছে করছে আমি ছবির ভেতরে ঢুকে চলে যাই সেই জায়গায়। :(

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

লাবিব ফয়সাল বলেছেন: আসলে এই সৌন্দর্যটা নির্ভর করে ব্যক্তির আবেগ, অনুভূতির উপর। চলে আসুন আমাদের রংপুরে। ছবিগুলোকেই নাহয় বাস্তবে দেখবেন।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: আপনার পোস্ট প্রথম পাতার অনেক জায়গা দখল করে নিয়েছে !! শেষের কথাগুলো শুরুতে লিখলে এমন হতো না।

* সামু কর্তৃপক্ষ কি এ ব্যাপারে কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে ??

১০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:





শ্যামলিমা আমার.......
বড়ই ভালবাসি তোকে.......

১১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১১

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! ইতিহাসও জানলাম ছবিও দেখা হলো........শুভ কামনা জানবেন ভাই

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

লাবিব ফয়সাল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

পথিক৬৫ বলেছেন: চোক গুজেল কারদেশ

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

লাবিব ফয়সাল বলেছেন: তেসেক্কুরলার কারদেশিম।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

পথিক৬৫ বলেছেন: চোক গুজেল কারদেশ

১৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো সুন্দর। যমুনেশ্বরী নদী ও বাশদহ বিলের ছবিদুটো ভাল লেগেছে।
১৯৮২ সালে যখন রংপুরে ছিলাম, তখন কয়েকবার বদরগঞ্জে যাওয়া হয়েছিল। মনে পড়ে, রংপুর থেকে বদরগঞ্জ যাবার পথে খুব সম্ভব মাঝখানে কোথাও একটা জায়গা সতরঞ্জি বানানোর জন্য প্রসিদ্ধ ছিল। জায়গাটার নামটা ভুলে গেছি, এখন মনে পড়ছে না, পরে হয়তো মনে হবে।
পোস্টে প্লাস + +

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

লাবিব ফয়সাল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। বদরগঞ্জে আমন্ত্রণ রইল...

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

গরল বলেছেন: সুন্দর ছবি, দেখলেও যেন শান্তি লাগে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

লাবিব ফয়সাল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ...

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি !!

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ সব ছবি.......

পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.