নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

আমার নির্বাচনী ইসতেহার (বেটা ভার্সন)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১৫

সামনে নির্বাচন। ভাবতেছি গাজীপুর ২ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হব।B-) আপাতত জনগণের কাছে জানানোর আগে অনলাইন বন্ধুদের কাছে আমার নির্বাচনী ইস্তেহারের বেটা ভার্সন প্রকাশ করলামঃ

১। গাজীপুর রাজবাড়ির মাঠকে জাতীয় উদ্যানের মত একটি ডেটিং উদ্যানে রুপান্তরীত করব।:|

২। ডেটিং এ সহযোগীতা স্বরুপ শহীদ মিনারের পেছনের খালি যায়গায় ছোট ছোট ঘর নির্মান করব এবং আমার দলের কর্মীদের সেসব ঘর ভাড়া দেয়া ও রক্ষনাবেক্ষনের কাজে নিয়োজিত রাখব।B-)

৩। কোন নারী যাতে কুৎসিত চেহারা আড়াল করতে না পারে তাই বোরকা পড়া নিষিদ্ধ করব।:|

৪। গোরস্তান, হাড়িনাল, জোড় পুকুর ও মদীনা মাদ্রাসা সহ সকল জঙ্গী ফ্যাক্টরি বন্ধ করে দিব।B-)

৫। কেন্দ্রীয় মসজিদ সহ সকল মসজিদে আমার দলীয় খয়েরখাঁ ঈমাম নিযুক্ত করব।:|

৬। সার্কিট হাউজের আশ পাশের জমি আমার নিজের নামে রেজিস্ট্রি করে নিব।X((

৭। চৌরাস্তা এলাকায় যেসব সরকারি জমি আছে, সেখানে বাড়ি নির্মান করে ভাড়া দেয়ার ব্যাবস্তা করব।:)

৮। গাজীপুর ক্লাবের আশে পাশে একটি মদের বার খুলে দিব।;)

৯। ক্যান্টনমেন্ট বোর্ড, রাণী বিলাসমনি, মহিলা কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন ছুটির ব্যাবস্তা করব।X(

১০। লক্ষিপুরা এলাকায় ও বোর্ড বাজার এলাকায় ২টি ইয়াবা ফ্যাক্টরি নির্মান করব।:|

১১। ছাত্রদের জন্য অর্ধেক দামে ইয়াবা সরবরাহ করব।;)

১২। গরীব ও মেধাবী ছাত্রদের বিনামূল্যে ইয়াবা বৃত্তি প্রদান করব।:)



আমার নির্বাচনী স্লোগান হবে, বিদেশি ইয়াবায় মাথায় হাত, দেশি ইয়াবায় পেটে ভাত। বিদেশি নয়, দেশি বাবা খান, দেশের টাকা দেশে রাখতে রাখুন অবদান।

যেহেতু ইস্তেহারটি এখনো বেটা পর্যায়ে আছে, কিছু বাদ গেলে জানানোর অনুরোধ রইল।



ইতি,

আপনাদের সেবার অনুমতি প্রার্থী,

লাবিব ইত্তিহাদুল





একইসাথে আমার ব্যাক্তিগত ব্লগস্পটে প্রকাশিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.