নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাললাগে মনের কল্পনায় অজস্র স্বপ্নের জাল বুনতে।

লাবণ্য ২

বাস্তবতা যত সুন্দরই হোক; কখনোই স্বপ্নের মত নয়।আমি স্বপ্ন দেখতে ভালবাসি।জানি আমার স্বপ্ন পূরণ নাও হতে পারে; তবুও আমি স্বপ্ন দেখতেই ভালোবাসি......

লাবণ্য ২ › বিস্তারিত পোস্টঃ

তুই আর আমি

১২ ই মে, ২০১৮ বিকাল ৫:২৫

মনে পড়ে সেই
পড়ন্ত বিকেলের কথা,
তুই আর আমি পাশাপাশি
বসে,চিত্রা নদীর পাড়ে।
হারিয়ে যেতাম কত হাসি,
গান আর গল্পমালায়।
আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
কখনও রোদের ঝলকানি,কখনও ছায়া
যেন মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা।
নদীর চরের শ্বেত শুভ্র কাশফুলের
পানে চেয়ে মনে হতো
ওদের নরম পালকে চড়ে
দুজনে হারিয়ে যায় কোন মেঘবালিকার দেশে।
তারপর যখন গোধূলি লগ্নে
পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা
ধীরে ধীরে মিলিয়ে যেত
তখনও পাশাপাশি বসে
তুই আর আমি দুজনে।!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: আহা চিত্রা নদী আপনার বাড়ি মনে হচ্ছে নড়াইল। আমারও, শুভ ব্লগিং।

২| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

লাবণ্য ২ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।আর এই লেখাটা আমার কিশোরী বয়সের প্রিয় বান্ধবীর সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ মাত্র।

৩| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:২৬

ফারহানা সুন্দর মন বলেছেন: লেখাটি পড়ে আমারও স্মৃতি মনে পড়ে গেল, ধন্যবাদ আপু

১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৪

লাবণ্য ২ বলেছেন: ধন্যবাদ আপু।

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

ঋতো আহমেদ বলেছেন: চিত্রা নদীটি কোথায়? নড়াইল?

১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৫

লাবণ্য ২ বলেছেন: হ্যাঁ ভাইয়া।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: এলোমেলো বা হাবিজাবি পোষ্ট দিবেন না।
খুব মন দিয়ে লিখবেন। লেখার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি দিবেন।
আশা করি আপনি একজন গ্রেট ব্লগার হতে পারবেন।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: শুভকামনা রইল।
শুভব্লগিং।

৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

লাবণ্য ২ বলেছেন: কখনও কখনও একটু হাবিজাবি ও লিখতে ইচ্ছা করে।সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

লাবণ্য ২ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: কোবতে :(

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

লাবণ্য ২ বলেছেন: পদ্য নামের এমন হাস্যকর লেখা আর কখনও লিখতে চাই না ভাইয়া।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার ভাবনার ঝাপি!

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

লাবণ্য ২ বলেছেন: পদ্য নামের এই বাজে লেখাগুলো ডিলিট না করে দেখছি পারা যাচ্ছে না!

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, নিরাপদ হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! হ্যাপী ব্লগিং!
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। স্মৃতিচারণমূলক কবিতা ভাল লেগেছে।
অনেক আগে কয়েকবার যশোর বিমান বন্দরে নেমে সড়কপথে খুলনা গিয়েছিলাম। মনে পড়ে, তখন কোথাও চিত্রা নদীর পাড় দিয়ে পথ পাড়ি দিতে হতো। নদীর ছোট্ট নামটি খুবই সুন্দর, তাই এখনো মনে গেঁথে আছে। আপনার কবিতা পড়ে নামটি আবার মনে পড়লো।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫১

লাবণ্য ২ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।আর পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.