নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাললাগে মনের কল্পনায় অজস্র স্বপ্নের জাল বুনতে।

লাবণ্য ২

বাস্তবতা যত সুন্দরই হোক; কখনোই স্বপ্নের মত নয়।আমি স্বপ্ন দেখতে ভালবাসি।জানি আমার স্বপ্ন পূরণ নাও হতে পারে; তবুও আমি স্বপ্ন দেখতেই ভালোবাসি......

লাবণ্য ২ › বিস্তারিত পোস্টঃ

শেষ গোধূলি লগ্ন

২১ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

কত বছরের পুরোনো স্টেশন কে জানে।শত বছরের! হয়তো বা তার চেয়েও বেশী।কত শত স্মৃতিরা জমা হয়েছে এখানে।শত শত!নাকি তার চেয়েও বেশী।প্রতিদিন কত শত মানুষ তার পায়ের ছাপ রেখে যায় এখানে,হয়তো বা আর কখনো তার পায়ের চিহ্ন পড়ে না এখানে হয়তো বা পড়ে।আবার সময়ের আবর্তে সে ছাপ মুছে গিয়ে সেখানে পড়ে নতুন নতুন পায়ের ছাপ।আচ্ছা!আর কখনো কি তার পায়ের ছাপ পড়বে এখানে?কত কত গল্পের শুরু হয়েছে এখানে আর কত গল্পের সমাপ্তি হয়,সে খবর কে রাখে!

সোনালী ডানায় ভর দিয়ে ঐ দূর নীলিমায় ছুটে চলেছে একজোড়া শঙ্খচিল।স্টেশন সংলগ্ন একটি বেদিতে বসে মৌমিতা বিষন্ন দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে।মেঘলা দিনের এই ভিজে গোধূলি লগ্নে ওরা একসাথে নীড়ে ফিরছে।আর মৌমিতা! মৌমিতার যে .....
স্যরি! মৌমিতা আমার আসতে একটু দেরি হয়ে গেল।কি হলো,তুমি কথা বলছো না যে,রাগ করছো? সবসময় তো তুমিই দেরি করো আর আমিই তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি।আজ ব্যতিক্রম হলো বলে তুমি......

উহ! আমি কি তোমায় একবারও বলেছি রাগ করছি।

তোমাকে আজ এতো বিষন্ন কেন লাগছে মৌমিতা! তোমার কি কোন কারনে মন খারাপ?

না! আমার মন ভালোই আছে।

কিন্তু তোমার চেহারা সেকথা বলছে না।আচ্ছা যেকারনেই তোমার মন খারাপ থাকুক না কেন তোমাকে খুশি করার মত একটা ভালো খবর আছে আমার কাছে।উহ! তুমি এতো নিস্পৃহ হয়ে আছো কেন আজ? তুমি জানো না তোমার এই নিস্পৃহতা আমার একদম ভালো লাগে না।

জানি।
জানো তাহলে....।আচ্ছা যাকগে!শোন শেষ যে চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম সেটার ইন্টারভিউ ছিল গতকাল।চাকরিটা হয়ে গেছে।তোমাকে ফোনে কথাটা জানায়নি তোমার সামনে দাঁড়িয়ে এই খুশির কথাটা জানাবো বলে।

ভালোই হলো চাকরিটা পেয়েছো।

এভাবে বলছ,তুমি খুশি হয়নি?

হ্যা হয়েছি,অনেক খুশি হয়েছি।

মৌমিতা এবার তুমি তোমার বাড়িতে তোমার আমার কথাটা জানাতে পারো?

অনন্ত আজ যে তোমার আমার জীবনের একসাথে কাটানো শেষ গোধূলি লগ্ন ।আর এই কথাটা আমি তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারলাম না।আমাকে ক্ষমা করো,ভুলে যেও।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৫

তারেক_মাহমুদ বলেছেন: মনে হল হঠাৎ করেই শেষ হয়ে গেল। সুন্দর লেখেনি ফিনিশিংটা আরো ভাল হতে পারতো। লাইক দিলাম।

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমদিকে পড়তে বেশ লাগছিল, শেষে এসে একটু ছন্নছাড়া মনে হল। তবে বেশ সুন্দর! চরিত্রগুলোর ডায়ালগ ভালো লেগেছে।
লিখতে থাকুন।

শুভেচ্ছা।

১১ ই জুন, ২০১৮ সকাল ৮:২৮

লাবণ্য ২ বলেছেন: আপু আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

লাবণ্য ২ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: লেখার সময় তাড়াহুড়া করবেন না।
আর লেখাটা পোষ্ট করার আগে একবার ভালো করে পড়ে নিবেন। কিছু এডিট করার থাকলে করে নিবেন।
প্রচুর পড়ুন এবং প্রচুর মন্তব্য করুন।
খুব শীঘ্রই আপনি প্রথম পাতায় সুযোগ পাবেন আশা করি।

৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

লাবণ্য ২ বলেছেন: শেষের দিকে ইচ্ছা করেই তাড়াহুড়া করে ফেলছি।

৮| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: পোস্টের শিরোনামটা আর শুরুটা খুব ভালো লেগেছে। শুরুতেই স্টেশনে মানুষের পদচিহ্নের যে কথাগুলো বলেছেন, সে রকম কথা ও ভাবনা প্রায় সময়েই আমার মাথায় ঘোরে।

দূর নীলিমায় ছুটে চলা যুগল শঙ্খচিলের দৃশ্যকল্পটি ভালো লেগেছে।

শেষটা তেমন ভালভাবে লেখা না হলেও, গল্পে তৃতীয় ভাল লাগা।+ +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.