নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাললাগে মনের কল্পনায় অজস্র স্বপ্নের জাল বুনতে।

লাবণ্য ২

বাস্তবতা যত সুন্দরই হোক; কখনোই স্বপ্নের মত নয়।আমি স্বপ্ন দেখতে ভালবাসি।জানি আমার স্বপ্ন পূরণ নাও হতে পারে; তবুও আমি স্বপ্ন দেখতেই ভালোবাসি......

লাবণ্য ২ › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প: পরিচয়.....(রিপোস্ট)

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১



নিকষ কালো রাতের আকাশে আজ ছড়ানো তারার বর্ণিল শোভা।কেবিনের জানালা দিয়ে বিষন্ন মনে তাকিয়ে আছে নীহারিকা।ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি যমুনার উপর দিয়ে ধীরগতিতে এগোচ্ছে।পথে যান্ত্রিক ত্রুটি না হলে শেষ রাতে যশোহর জংশন পৌঁছাবে।সতেরো বছর!আজ থেকে সতেরো বছর আগে রাহাতকে ছেড়ে এসেছিলো নীহারিকা।সবকিছু এমন রংহীন বিবর্ন হয়ে গিয়েছিল কেমন যেন দম বন্ধ বন্ধ ভাব,যেন মুহুর্তের মধ্যে পালিয়ে স্বস্তির নিশ্বাস নেওয়ার চেষ্টা।আমেরিকা থেকে ঢাকায় আসার পর সেদিন রাতেও সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী হয়েছিল সে।কেবিনের মধ্যে একদম একা,এমনি এক নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার রাত।সেদিনের আকাশে এত অজস্র তারার ঝলকানি ছিলো না।

প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছে নীহারিকা আর তানিয়া।তানিয়ার চোখে মুখে প্রচন্ড বিরক্তি।মনে মনে নীহারিকা ও খানিকটা বিরক্ত।যতই ট্রেন জার্নি ভালো লাগুক,ট্রেনের জন্য স্টেশনে এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে কার ভালো লাগে।

ধুর ছাই!তখন তোকে কতবার বললাম,"বাসে যায়,না ট্রেনে যাবো, এখন বোঝ ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থেকে"।

দাঁড়িয়ে কোথায়!আমরা তো দিব্যি বসেই আছি।দ্যাখ! দ্যাখ!কি সুন্দর! একঝাঁক পাখি নীল আকাশের বুকে ডানা মেলে ছুটে চলেছে।

উফ!কি যে বিরক্তিকর এভাবে বসে থাকা।

তানিয়া ঐ যে ছেলেটি দাঁড়িয়ে আছে,চেনা চেনা লাগছে না?মনে হচ্ছে আমাদের ক্যাম্পাসে দেখেছি ছেলেটিকে।

দেখলে দেখেছিস।প্রচন্ড ফালতু বকছিস তুই আজ।

তুই যা খেপেছিস না! আমি কি জানতাম আজ এত লেট করবে ট্রেন আসতে।

ট্রেনে তানিয়া আর নীহারিকার অপজিটে বসেছিল রাহাত।ওদের ক্যাম্পাসের ছাত্র।দুই ইয়ার সিনিয়র।সেদিন ট্রেনের মধ্যেই পরিচয় হয় ওদের।তারপর পরিনয় থেকে বিয়ে।

বিয়ের ছয়মাস পর রাহাত উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যায়।তিন বছর পর নীহারিকাকে ও আমেরিকা নিয়ে যায়।সুন্দর ছোট্ট সাজানো সংসার।অর্থের প্রাচুর্যতা না থাকলেও ভালোবাসার প্রাচুর্যতার কোন কমতি ছিল না রাহাতের কাছে।কিন্তু হঠাৎ করেই সবকিছু কেমন পাল্টে গেল কেবল .....

শশুর শাশুড়ি ফোনে অনাবরৎ নীহারিকার সন্তানের ব্যাপারে তাগাদা দিচ্ছিল।রাহাতও চাইছিলো।কিন্তু মেডিকেল টেস্টের পর ডাক্তার জানায় নীহারিকা কখনো মা হতে পারবে না।

আম্মি! নীহারিকার শরীরের সাথে হেলান দিয়ে শুয়ে থাকা মৌ ঘুম জড়ানো কণ্ঠে বলল,"আমরা এখনো পৌঁছায়নি?"

এই তো প্রায় পৌঁছে গেছি,আর ঘন্টা খানেক লাগবে।

নীহারিকার মনে পড়ল সতেরো বছর আগের সেই ভোর রাতের কথা।

যশোহর স্টেশনে নামার পর দেখে স্টেশনের প্ল্যাটফর্মের শেষ প্রান্তে অনেক মানুষের জটলা।পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলছে আর হাতের ইশারায় সামনের দিকে কিছু একটা দেখাচ্ছে।কি ঘটেছে জানার কৌতুহলে নীহারিকা সেদিকে এগিয়ে গেল।

আপনারা এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে যে যার গন্তব্যে যান।কথাটা যে বলছে লম্বা দোহারা গড়নের একজন মধ্যবয়সী পুরুষ।

নীহারিকা বলল,"কি ঘটেছে এখানে?"

ম্যাডাম!..…..... নীহারিকার দৃষ্টি সামনের দিকে যেতেই দেখতে পেল, প্ল্যাটফর্ম থেকে নেমে কিছুটা দূরে রেললাইনের ল্যাম্পপোস্টের নিচে, একটি মেয়ে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে আর মাটিতে গড়াগড়ি খাচ্ছে।

একটা পাগলী মেয়ে ম্যাডাম! না জানি কার পাপের ফল ভোগ করছে!আর মানুষজন দূরে দাঁড়িয়ে থেকে সহানুভূতি দেখাচ্ছে।এখানে দুই জন মহিলা ছিলো কতবার বললাম একটু এগিয়ে যেতে আর অমনি কেটে পড়ল।আমি এই স্টেশনে পাঁচ বছর ধরে কর্মরত আছি।তিন বছর ধরে মেয়েটিকে দেখছি।কোথা থেকে এসেছে কে জানে?

মৌ!আলতো করে ডাকলো নীহারিকা,আমরা এসে গেছি,ওঠ মা!

নীহারিকার ছোট ভাই আসলাম ট্রেন আসার আগেই স্টেশনে এসে দাঁড়িয়েছিলো।আসলাম ল্যাগেজ নিয়ে নামার পর নীহারিকা মৌকে নিয়ে নামার সাথে সাথেই একটি পাগলী এসে মৌয়ের হাত ধরলো।নীহারিকা হঠাৎই যেনো বিদ্যুৎ চমকানোর মত চমকে উঠলো।যে জন্মের পরিচয় গোপন রাখতে নীহারিকা পুনরায় আমেরিকা ফিরে গিয়েছিলো।তবে রাহাতের কাছে নয়,রাহাত পুনরায় বিয়ে করে সংসারী হয়েছে।আর নীহারিকা মৌকে নিয়েই....

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নীহারিকা হঠাৎই যেনো বিদ্যুৎ চমকানোর মত চমকে উঠলো।
জীবনের গল্প বাস্তবতা থেকে সৃষ্ট,
তবুও আমরা হঠাৎ হঠাৎ চমকে উঠি
.......................................................................................

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

লাবণ্য ২ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।শুভকামনা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লিখেছেন।++

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

লাবণ্য ২ বলেছেন: অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইলো।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ চমৎকার গল্প লিখেছেন আপু।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

লাবণ্য ২ বলেছেন: ধন্যবাদ আপু।ভালোবাসা রইলো।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি,

চেনা প্লট তবে লেখনির গুনে ভালো লাগলো।

আপনি যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে গতকাল নীলআকা ভায়ের পোস্টটির সঙ্গে একটু মিল পেলাম।

শুভেচ্ছা নিয়েন।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

লাবণ্য ২ বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।গল্পটা ব্লগে সেফ হওয়ার আগে পোস্ট করেছিলাম।পুনরায় রিপোস্ট দিলাম।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: প্রাকৃতিক নিয়মেই যা কিছু পুরাতন হয়,তাকে জড়তা ও জীর্ণতা গ্রাস করে।বিনাশের বীজ তার মর্মে প্রবিস্ট কাজেই নতুনের অমোঘ প্রতিষ্ঠা ও প্রসার এক সময় অনিবার্য হয়ে ওঠে। -আহমদ শরীফ

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

লাবণ্য ২ বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একই প্লটে গোটা দুই গল্প পেয়ে গেলাম।

চলুক গল্প লেখনি -- -
+++

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

লাবণ্য ২ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।শুভকামনা।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: শেষে বুঝলাম নাহ!!!!

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

লাবণ্য ২ বলেছেন: কেমন আছেন ভাইয়া?

শেষে বুঝলাম না....মৌ নীহারিকার সন্তান নয়, ঐ পাগলীটার সন্তান তাই সতেরো বছর পর পাগলীটাকে দেখে নীহারিকা চমকে ওঠে।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

শুভবাদী রোদ বলেছেন: শেষটা বুঝতে একটু কষ্ট-ই হলো। তবু ভাল।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯

লাবণ্য ২ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

জুনাইদ-বিন-কায়েস বলেছেন: ভালো লাগলো। শেষটায় বেশ হলো!

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

লাবণ্য ২ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

জুনাইদ-বিন-কায়েস বলেছেন: পরবর্তি লেখনীর অপেক্ষায়!

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

লাবণ্য ২ বলেছেন: ধন্যবাদ আমার সামান্য লেখা পাঠের আগ্রহ প্রকাশের জন্য।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

সাহিনুর বলেছেন: আপনার লেখার অনুভুতি গুলি দারুন।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

লাবণ্য ২ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।শুভকামনা সবসময়।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



শুভেচ্ছা রইলো, আপু। আশা করি, আগামী দিনগুলোতে আমরা একজন ভাল গল্পকার পাব। লিখুন মন খুলে, ধীরে ধীরে উন্নতি হবে। আর দাঁড়ি-কমার পর স্পেস দিয়ে লেখা শুরু করলে ভাল হয়। গল্পের প্লট, কাহিনীর গভীরতা, ধারাবাহিকতা আর শুরু ও শেষের নাটকীয়তা হলো গল্পের প্রাণ। এ বিষয়গুলো নিয়ে আরেকটু সচেতন হলে ভাল হয়।

শুভ কামনা রইলো।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

লাবণ্য ২ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আমার লেখনীতে যে অপূর্ণতা থাকে সেটা আমি নিজেও বুঝতে পারি।

আমি আশাবাদী; কোন একদিন হয়তো আপনাদের মতো করে লিখতে পারবো।আপনী ইদানিং কোন গল্প লিখছেন না যে?

১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১

সোহেল আহমেদ নাসিম বলেছেন: আপনার নতুন নতুন লেখা চাই

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

লাবণ্য ২ বলেছেন: সময় করে নতুন কিছু লেখার চেষ্টা করবো।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

অনিত হাসান নিশু বলেছেন: অনেক ভালো লাগোলো।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

লাবণ্য ২ বলেছেন: অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইলো।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

খাঁজা বাবা বলেছেন: সাবলীল চমৎকার গল্প। ভাল লেগেছে। :)

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

লাবণ্য ২ বলেছেন: আন্তরিক ধন্যবাদ।শুভেচ্ছা রইলো।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

নীল আকাশ বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নীহারিকা হঠাৎই যেনো বিদ্যুৎ চমকানোর মত চমকে উঠলো। জীবনের গল্প বাস্তবতা থেকে সৃষ্ট,তবুও আমরা হঠাৎ হঠাৎ চমকে উঠি। - আমার প্রিয় মানুষটার সাথে আমিও এক মত।
গল্পটা ভালো হয়েছে, সুন্দর, সাবলীল, তবে একটা জায়গা একটু সংশোধন হবে। বাসে না যেয়ে, ট্রেনে যাব। পাগলীটা ব্যথায় না দেখালেই ভালো হতো কারন সেই এসে নীহারিকার হাত ধরেছিল তাইনা, যদি আমি ভূল না করে থাকি। বন্ধ্যা মেয়েদের নিয়ে আমার একটা লেখা আছে, পড়ে আসতে পারেন, Click This Link
আপনার আরো ভালো ভালো লেখার জন্য শুভ কামনায়.......।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

লাবণ্য ২ বলেছেন: হাত ধরা আর যন্ত্রণায় ছটফট করার দিনটা কিন্তু এক ছিলোনা।পাঠের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কালো_পালকের_কলম বলেছেন: সুন্দর হয়েছে

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

লাবণ্য ২ বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কামভাখত কামরূখ বলেছেন: কথা সাহিত্যের জাদুতে আমি মুগ্ধ আহা! এসেছিলাম কে তা দেখতে তার জাদু মন্ত্রে দাস বুনে ফিরে গেলুম

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

লাবণ্য ২ বলেছেন: এতটা প্রশংসার যোগ্য নই আমি।তারপরও আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।শুভেচ্ছা নিরন্তর।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর!

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

লাবণ্য ২ বলেছেন: অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইলো।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:




হয়ত এটাই জীবন

আর রাহত বিয়ে করেছে এটা ভাল লাগল না। তারা এডাপ্ট করতে পারত ।

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



গত তিন মাস থেকে আপনাকে ব্লগে দেখছি না; আশা করি ভাল আছেন।

২২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২২

রাকু হাসান বলেছেন:

যেখানেই থাকুন । ভালো থাকুন । ফিরে আসুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.