নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

সামু’র দীর্ঘজীবি হওয়া এবং কিছু কৌশল

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

জানা আপাকে আন্তরিক ধন্যবাদ যে তিনি আমাদেরকে একটি ওপেন ডায়েরী দিয়েছেন যাতে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি, মনের মাধুরী মিশিয়ে লিখতে পারি না বলা কথাগুলো। এটা বলার অপেক্ষা রাখে না যে অনেকেই সামুতে লিখতে লিখতে ভাল মানের কবি / লেখক হয়ে উঠেছেন, অনেকেই মানুষের কল্যানে এগিয়ে আসছে-- এতো জানা আপুর আন্তরিক উদ্যোগের জন্যই সম্ভব হয়েছে।



সেই কবে সামু’র সাথে যোগ দিয়েছি আর এখন ২০১৪ সালের সেপ্টেম্বর মাস। দিন যায়, মাস যায় সেইসাথে বছরও পার হয়ে যায়- ধীরে ধীরে বাড়ছে ব্লগারের সংখ্যা, কেউ খুব ভাল, কেউ ভাল, কেউ মোটামুটি আবার কেউবা সবেমাত্র শুরু করেছেন- সবচেয়ে বড় কথা হলো লিখছে। সবাই লিখতে লিখতে কখন যে সামুকে মনের অজান্তে ভালবেসে ফেলেছে তা কেউ বলতে পারে না। সেই ভালবাসার শেকড় অনেক গভীরে চলে গিয়েছে আর ভালবাসার ডালপালাগুলো এখন ছায়া দেয় । আর তাইতো এই সামু পরিবারের কারো কোন বিপদ হলে কেউ ঠিক থাকতে পারে না। মনের টানে ছুটে যায়। অন্যের বিপদেও পাশে দাঁড়ায়। সামু আমাদের নতুন প্রজন্মকে মাদককে না বলে পড়ার আসরে বসিয়েছে, লিখতে শিখিয়েছে মন খুলে- মনের চাওয়া সামু বেঁচে থাক প্রজন্ম হতে প্রজন্ম ---আমার দিক হতে সামু’র দীর্ঘজীবি হওয়ার জন্য কিছু কৌশল-



১. প্রথম পেজ ঃ প্রথম পেজের উপরে সাহিত্য বা গল্প/কবিতা/ছড়া, আন্তর্জাতিক, বিনোদন, মুক্তিযুদ্ধ, দেশীয় বিষয় এবং বিবিধ থাকতে পারে, বিবিধতে ক্লিক করলে খেলা, সংগীত, পরিবেশ, ছবিব্লগ, ভ্রমন,একান্ত অনুভূতি, ছবি বা বুক রিভিউ, নাকট ইত্যাদি বিষয়গুলো পাওয়া যাবে। যেখানে শুধুমাত্র একটা ক্লিক করলেই পাঠক/ব্লগারগণ নিজের পছন্দমত বিষয়গুলো বাছাই করে পাঠ করতে পারবে



২. ডিকশেনারীঃ সামু অনেক নতুন কিছু সংযোজন ঘটিয়েছে আর তার জন্য সাধুবাদ জানাই। প্রত্যাশা সামু একটা বাংলা হতে ইংরেজী, ইংরেজী হতে বাংলা, বাংলা হতে বাংলা (কবিতা, গল্প লেখার জন্য দরকার) সফ্ট কপি ডিকশেনারীর ব্যবস্থা করবে- এতে পাঠক এবং লেখকগণ উপকৃত হবে। এটা প্রথম পেজের কোন একটা কোনে থাকতে পারে--



৩. নিরপেক্ষ ও কৌশলী হওয়া ঃ আমরা সবাই কোন না কোন রাজনৈতিক দলের সমর্থক। কিন্তু প্রকাশ্যে কোন দলের সমর্থক হওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সরকার আসবে-সরকার যাবে কিন্তু সামু মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে সব সময় কাজ করে যাবে। তাই কারো অনুভূতিতে আঘাত না করাটাই উত্তম- এর বিপত্তি হলে সামু বন্ধ হওয়ার হুমকিতে পরতে পারে- তাই কৌশল অবলম্বন করাই ভাল



৪. ব্লগারদের সহনশীল হওয়া ঃ ব্লগারদের আরো সহনশীল হওয়া উচিত। এখানে আমরা লিখছি- অন্যের লেখায় আমাদের মতামতগুলো দিচ্ছি। কিন্তু যদি ক্রমাগত আক্রমণাত্মক মতামত দেওয়া হয় তবে ব্লগের পরিবেশ নষ্ট হযে যাবে-ব্লগের গৌরব ধীরে ধীরে হারিয়ে যাবে



৫. রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন না করা ঃ কেউ তার রাজনৈতিক মতাদর্শন হতে কোন লেখা দিতেই পারে কিন্তু উচিত হবে অন্য দলকে হেয় প্রতিপন্ন করে আক্রমন না করা । আবার যারা আমরা মন্তব্য দিব তাদেরও উচিত হবে বাজেভাবে উল্টাপাল্টা মন্তব্য দেয়া হতে বিরত থাকা



৬. আস্তিক নাস্তিক ঃ এটা যার যার মতাদর্শিক ব্যাপার। যার যার বিশ্বাসের স্থান হতে তিনি তা চর্চা করতে পারেন। কিন্তু তাইবলে ধর্মীয়ভাবে কোন ধর্মের প্রতি আঘাত করা ঠিক হবে না। কারন সে উক্ত বিশ্বাসটি পারিবারিক, সামাজিকভাবে পালন করে আসছে। তাই কেউ কারো প্রতি কাদাছুড়াছুড়ি না করে ইতিবাচকভাবে মন্তব্য করলে অন্যান্যরা ব্লগে লিখতে আরো উৎসাহিত হবে



৭. নির্বাচিত পোস্টঃ নিবাচিত পোস্টগুলোর ব্যাপারে আরো যত্নশীল হওয়া উচিত। অনেক সময় দেখা যায় কোন ব্লগার খুব ভাল লিখেছেন কিন্তু তার পোস্টটি নির্বাচিত পাতায় আসে নাই কিন্তু অন্য ব্লগার তেমন একটা ভাল লেখেন নাই অথচ তার লেখাটা চলে নির্বাচিত পাতায় এসেছে- এতে যে ভাল লিখলো তার লেখার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে বা তিনি বিকল্প কিছু খোঁজ করতে পারে -। আমরা চাই না কোন ব্লগার সামু হতে চলে যাক- আমরা চাই সকলেই সুখে দুখে একই পারিবারিক বন্ধনে মিলেমিশে থাকবো



৮. নতুনদের পোস্টঃ নতুনরা যাই লিখুক না কেন কিছু মন্তব্য করা উচিত। আর তা না হলে তারা আর লিখবেই না। মাদক ব্যবসায়ীরা তাদের কালো থাবা আনাচে কোনাচে বিস্তার ঘটিয়েছে। তারা যেন কোন কিছুতেই হতাশাগ্রস্থ হয়ে অন্য কোন অন্ধকার জগতে প্রবেশ না করে। লিখলে মনের কষ্ট অনেক দূর হয়। মন্তব্য পেলে মনটা আরো খুশি লাগে। তাই প্লিজ মন্তব্য করুন ছোট্ট হলেও



৯. ছাগু আর ভাদা ঃ কথায় কথায় ছাগু আর ভাদা (ভারতীয় দালাল) কিংবা আমেরিকার দালাল এই সব বলা বন্ধ করা উচিত। আমরাতো ইতিবাচকভাবেও যুক্তি দিয়ে কিংবা প্রমাণসহ কৌসুলী মন্তব্য করতে পারি । আমাদের কথার যাদুতেই অনেকের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে যেতে পারে।



১০. দিনে একজনের একাধিক পোস্টঃ দিনে একজনের একটার বেশি পোস্ট না দেয়াটাই ভাল



১১. জেন্ডার বিষয়ঃ ব্লগে নারী পুরুষ সকলেই লিখছে। নারীরা যাতে ভাল একটি পরিবেশ পায় সেদিকে খেয়াল করা। তাদেরকে কোন অবস্থাতেই বাজে মন্তব্য যাবে না, এতে তারা বিব্রত হয়ে ব্লগ ছেড়ে চলে যেতে পারে



১২. অবজ্ঞা না করা ঃ কোন লেখাকেই অবজ্ঞা না করা। অনেকেই মন্তব্যের ঘরে লিখে দেন-- লেখাটা ভাল লাগে নাই । এই লেখাটাকে একটু ঘুরিয়েও লেখা যায়, যেমন- ভালো হয়েছে তবে আরো লিখুন । প্রথমে ইতিবাচকভাবে বলে নিন তারপর নেতিবাচকটিও ইতিবাচকভাবে বলার চেষ্টা করুন



১৩. সম্মান ঃ প্রত্যেক ব্লগারেরই সম্মান আছে- হয়তো কেউ আগে এসেছেন বা একটু পরে এসেছেন। তাই মন্তব্য করার সময় তার উপর সম্মান রেখেই মন্তব্য করা উচিত



১৪. মন্তব্যঃ এমন অনেকে আছেন যে খুবই ভাল লিখেছেন কিন্তু তার লেখায় মন্তব্য তেমন একটা নেই বা অনেকক্ষেত্রে শুন্যও দেখেছি। আবার কেউ তেমন একটা লিখে নাই কিন্তু তার লেখায় অনেক মন্তব্য দেখা যায়। এটা অবশ্য যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে ভাল লিখলো তার মনটা খারাপ হয়ে যেতে পারে এবং ব্লগ বিমুখ হয়ে যেতে পারে - তাই একটু আন্তরিকতার ছোঁয়া নিয়েই লেখাটা পড়ে মন্তব্য করা উচিত



১৫. ছবিঃ গল্প বা কবিতায় এমন কোন ছবি সংযোজন করা উচিত নয় যা অন্যদেরকে বিব্রত করে। অনেকেই নগ্ন বা অর্ধনগ্ন ছবি দিয়ে বলেন যে এটা শৈল্পিক- কিন্তু মনে রাখতে হবে যে এই সামুতে শুধুমাত্র আপনি ভ্রমন বা লিখছেন না- এখানে শিশুরাও ভ্রমণ করছে, তারা পড়ছে – শিশুরা অতি উৎসাহী- তাই ভেবেচিন্তে বিষয়টার সাথে মিলে যায় এমন ধরণের যৌক্তিক ছবি সংযোজন করা উচিত



১৬. মন্তব্যে এডিট সুবিধা ঃ আমরা যারা পাঠক তারা যে কোন বিষয় পড়ে মন্তব্য করি। অনেক সময় মনে হয় যে মন্তব্যটা তেমন ভাল হয়নি। তাই একটু এডিট করা দরকার। এডিট সুবিধাটার কথা কর্তৃপক্ষ বিবেচনায় আনতে পারেন



ইদানিং ফেসবুকে সামান্য দু’লাইন লিখে শত শত লাইক এবং কমেন্ট পাচ্ছে, অনেকে এখন রীতিমত ফেবুতে লিখছে। সামুর পাশাপাশি ফেবুতে লিখুক কিন্তু সামু বিমুখ হয়ে নয় ---তাই আর দেরি নয়- আসুন আমরা সকলে মিলে ব্লগের পরিবেশ ভাল করি

আরো কোন পরামর্শ থাকলে প্লিজ আপনারা দিন --- সামুর পাশে আছি এবং থাকতে চাই । সামু বাঁচুক আর আমাদের শৈল্পিক মনও বাঁচুক ---

মন্তব্য ১১৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

দুখাই রাজ বলেছেন: ++++++++++++++ শুভ সকাল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া --- ভাল থাকেন সব সময় ---

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

মাহবু১৫৪ বলেছেন: ভাল লিখেছেন আপু।

++

তবে ৫,৬, ৯ নম্বর না থাকলে গ্যালারিতে বসে মজা নাই। :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া ভাল লাগলো আপনার সুন্দর মতামত পেয়ে -- আমরা একটু সহনশীল হলে ব্লগের পরিবেশ সব সময়ই ভাল থাকবে ---
শুভকামনা রইল

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২

জুন বলেছেন: অনেকেই মন্তব্যের ঘরে লিখে দেন-- লেখাটা ভাল লাগে নাই । এই লেখাটাকে একটু ঘুরিয়েও লেখা যায়, যেমন- ভালো হয়েছে তবে আরো লিখুন । এখানে ইতিবাচকভাবে বলে নেতিবাচকটিও ইতিবাচকভাবে বলা
আপনার এ কথাটি আমি সর্বান্তকরনে সমর্থন করি । সুন্দর পোষ্টমর্টেম।
১৩ নং এর সাথেও সম্পুর্ন একমত ।
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার মতে সামু একটি একটি জায়গা যেখানে আমরা আমাদের কথাগুলো / মনের ভাবনাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারি--- তাই সামুর পরিবেশকে সুন্দর রাখতে আমাদেরকেই আন্তরিক হতে হবে ---

আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: ধীরে ধীরে বাড়ছে ব্লগারের সংখ্যা: কসকি মোমিন আমি তো খালি কমতে দেখতাসি।
আমরা সবাই কোন না কোন রাজনৈতিক দলের সমর্থকঃ আমি কোন রাজনৈতিক দলের সমর্থক নই।
ছাগু আর ভাদা ঃ ছাগু মানে জানেন আপনি? রাজাকার বোঝেন? কেউ ব্লগে এসে গোয়া, নিজাগীমীর নামে ত গাইবে আর সেটাকে ইতিবাচকভাবে কৌসুলী মন্তব্য করতে হবে। পারুম না, ক্ষ্যামা দেন।
অবজ্ঞা না করা ঃ উল্টা পালটা তথ্য আর পরামর্শের জন্য আপনার পোস্টটিকে অবজ্ঞা করা হল।
পরামর্শঃ পোস্টিকে লায়লা আপারে মডু নিয়োগ দেয়া হোক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি যখন ব্লগে আসি তখন ব্লগারের সংখ্যা এত বেশি ছিল না -- পরিবেশও চমৎকার ছিল -- কিন্তু দিন দিন ব্লগারের সংখ্যা বাড়ছে -- আবার অনেক ব্লগার চলেও যাচ্ছে ---

যদি কেউ রাজাকারী মন্তব্য করে বা পোস্ট দেয় সেখানে সামুর মডারেটর আছেন ----তারা তাকে ব্লক করতে পারে । আমরা আমাদের মন্তব্য এমনভাবে দিব যাতে সাপও মরে আবার লাঠিও না ভাংগে ---- যে বোঝার সে কিন্তু ঠিকই বুঝে যাবে -----
গালাগালি এবং অবজ্ঞা প্রকাশ করলে ব্লগের পরিবেশ নষ্ট হয়ে যায় ---
হুমম আমার পোস্টটি যদি ভাল না লেগে থাকে তবে আপনারও অধিকার আছে সেটিকে ইতিবাচকভাবে বলে আমাকে বুঝিয়ে দেয়া ----
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

মামুন রশিদ বলেছেন: মোটামুটি প্রতিটা পয়েন্টেই একমত । সামু নিয়ে আপনার ভাবনা, আপনার ভালোবাসা, আপনার ডেডিকেশন মুগ্ধ করলো । ব্লগ মডারেশন এবং সাধারণ ব্লগার, সবার জন্যই ভাবনার খোরাক আছে এই পোস্টে । আশাকরি ব্যাপারগুলো সবাই ইতিবাচক হিসাবে নিবেন ।

সকালবেলা কিছুটা আশার আলো ছড়িয়ে দেয়ায় ধন্যবাদ ।

ভালো থাকবেন আপু । শুভকামনা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মামুন ভাই -- আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ---
সামু আমরা সবাই মনের কথাগুলো লিখতে চেষ্টা করে -- কিন্তু কোন কারণে সামু যদি বন্ধ হয়ে যায় তবে আমাদের কথাবলার মত এত সুন্দর একটি প্লাটফরম থাকবে না ---- আর তাই এই কথাগুলো লেখা --- জানিনা কতটুকু লিখতে পেরেছি -- সকলের আন্তরিক প্রচেষ্টায় আশা করি সামুর পরিবেশ আরো ভাল হবে ------ আশায় বুক বাধি ------

আপনিও ভাল থাকবেন ভাইয়া ---- আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

আহসানের ব্লগ বলেছেন: শুভকামনা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আশা করি ভাল আছেন ভাইয়া --
আপনার জন্যও শুভকামনা রইল

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, কি দারুন ভাবনা ও তার চমৎকার প্রকাশ। আপনি কতোটা আন্তরিক সামু ও তার ভক্তদের প্রতি তার প্রমাণ এই লিখাটি। শুভেচ্ছা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাত বাড়ালেই মাদক -- যেন মাদক ডাকছে যুবসমাজকে ----- ভীষণ ভয় লাগে ---- আর তাই লিখুক -- যা মনে আসে তাই লিখুক যুবকরা/যুবতীরা ------। তারা যাই লিখুক তাই ভাল --- তাদেরকে উৎসাহী করতে হবে ---- তাই তারা খারাপ বন্ধুদের পাল্লায় পরতে পারবে না ----- তাদেরকে হাতছানি দিয়ে ডাকবে সামু -----। তারা দলে দলে ভীড় জমাক সামুর ছাতার নীচে --------লিখুক সামুতে মনের যত সুখ, দুঃখ, সাফল্য. ব্যার্থতা, আশা কিংবা নিরাশার কথা ------

সামু যেন কোন কারণেই বন্ধ না হয়ে যায় --- সেই প্রচেষ্টাই এখনে হতেই নিতে হবে ---

আপনাকেও শুভেচ্ছা ------

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদ০০৭ বলেছেন: আছি আছি পাশে আসি
সামু তোমায় ভালবাসি ।

পোষ্টের সাথে একাত্মতা ।

ভাল থাকবেন ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামুর পাশে আমরা থাকবো ---- সামুর পরিবেশ ভাল করবো --- যাতে সামু বেঁচে থাকে প্রজন্ম হতে প্রজন্ম -------

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

পার্থ তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য ।

সামু বাঁচুক আর আমাদের শৈল্পিক মনও বাঁচুক --- ------- দারুন বলেছেন।
শুভকামন -----

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামুর পরিবেশ যাতে ভাল থাকে -- সামু যাতে হারিয়ে না যায় এই ভাবনা হতেই লেখাটা লিখেছি -----
সামু বাঁচুক প্রজন্ম হতে প্রজন্ম ----

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: পুরো পোষ্টটির সাথেই সহমত আপু। আমরা আমাদের চিন্তা ও কর্মে যেন নিজেদের মেলে ধরি।
শুভ ব্লগিং

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নাসরিন আপু -- তাই যেন হয় -- আমরা আমাদের চিন্তা দিয়ে, আমাদের সৃষ্টিশীলতা দিয়ে সামুকে সুন্দর রাখবো ---
শুভকামনা রইল আপু

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু দীর্ঘজীবী হোক, ভালো ভালো লেখায় ভরে উঠুক, এটা আমিও চাই। তবে প্রথম আলো ব্লগের পরিণতি দেখে আশঙ্কা হচ্ছে যে সামু বা অন্যান্য বাংলা ব্লগও বোধ হয় স্বস্তিতে নেই। জানি না, ব্লগ নামের এই শক্তিশালী অনলাইন মাধ্যমটি আগামীতে থাকবে কী না!

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামু যাতে বন্ধ না হয় এ কারণে নিজেদেরকে আরো আন্তরিক হওয়া উচিত। প্রথম আলো ব্লগ আমার মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে-- আর তাই আজকের এই লেখা -----
আসা করি সামু চলতেই থাকবে --- আরো গতিশীল হবে দিনকে দিন ------

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সামুতে আর ও লেখা আশা করি সবার

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন ভাই --- সবার আরো বেশি বেশি লেখা উচিত --- সামুকে বাঁচাতে আমাদের এখন হতেই উদ্যোগ নেয়া উচিত ---- জানা আপু শুরু করে দিয়েছেন কিন্তু আমাদের দায়িত্বও কম নয় ------

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: প্রতিটি পয়েন্ট যথার্থ বলেছেন। অামিও ভাবছিলাম, এ ধরনের একটি পোস্ট তৈরি করা দরকার। পোস্ট দেয়াতে খুব খুশি হলাম। সুন্দর এবং ছোট কথায় প্রতিটি পয়েন্টই চলে এসেছে।

প্লাস।

ভালো লাগেনি, বলা যেতে পারে। কারণ প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ধারণা অাছে। সেটি তার কাছে ভালো নাও, লাগতে পারে। হয়ত, তার বোঝার ভুল। কিন্তু স্বাধীন মতামতে অামি বিশ্বাসী। অাবার অাপনি যেভাবে বলেছেন সেটাও ঠিক।

পোস্ট সর্তক সহিত নির্বাচিত করতে হবে। মাঝে মাঝে (খুব কম) একই ব্লগারের পরপর দু'টি পোস্ট নির্বাচিত পাতায় দেখা যায়। এটি কাম্য নয়।

ডিকশেনারী থাকলে খুব ভাল হয়।


শেকর = শেকড়
আক্রমনাত্মক = অাক্রমণাত্মক
প্রমানসহ =প্রমাণসহ
ভ্রমন = ভ্রমণ

টাইপগুলো ঠিক করে দিয়েন। সুন্দর এবং সুস্থ থাকা হোক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার প্রতিটি কথা ব্লগের পরিবেশ উন্নয়নের জন্য সহায়ক --- আসুন আমরা সবাই মিলেই চেষ্টা করি -- আর তাহলে ব্লগের পরিবেশও ভাল হবে এবং এই বড় পরিসরের ব্লগটি টিকে থাকবে ---
বানানে ভীষণ কাঁচা দাদা ---- আপনার দেয়া উক্ত পরামর্শ মোতাবেক আমি শব্দগুলো ঠিক করে দিব -------
শুভকামনা রইল

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

বাংলার পাই বলেছেন: পুরো লেখাটির সাথে সহমত।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা ----

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

আপনার পয়েন্টগুলো ভালো লাগলো ।

অামি একটা লিখেছিলাম ♣রাজা যায় রাজা আসে, পাখিদের তাতে কী??!!♣

অনেক শুভেচ্ছা রইল।
সামু দীর্ঘজীবি হোক।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অাপু পড়ে আসলাম -- খুবই গঠণমূলক একটি লেখা -- ভীষণ ভাল লেগেছে। আশা করি আমরা সবাই বিষয়গুলো আন্তরিকভাবে নিয়ে তা বাস্তবায়ন ঘটাতে চেষ্টা করবো ---
আপু অনেক ব্লগ বন্ধ হওয়ার উপক্রম। ভয় হয় যদি সামুতেও এই অবস্থা হয় --!! তাই এখন হতে আমরা যদি সুন্দর একটি উদ্যোগ নেই তবে ভয় দূর হয়ে যাবে বলেই আশা করি ---
বেশ কয়েক বছর হলো সামুর সাথে আছি, চাকুরী ব্যস্ততার কারণে তেমন একটা সময় দিতে পারি না -- কিন্তু সামুর জন্য মনের ভিতর একটা জায়গা সব সময় আছে ---

শুভকামনা রইল

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

লীন প্রহেলিকা বলেছেন: আমি সবগুলোর সাথে একমত, সামুর প্রতি আপনার আন্তরিকতা রয়েছে বলেই এই বিষয়গুলো উঠে এসেছে। সকল ব্লগারকেই আন্তরিক হওয়া উচিত। ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ -- আমাদের সবার উচিত বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা---

আমার কাছে মনে হয় বিষয়গুলো সামু কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন --
সামু ভাল থাক, আমরাও ভাল থাকি --

শুভকামনা রইল

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

রিফাত ২০১০ বলেছেন: সামুর দীর্ঘজীবী হওয়ার কৌশল সম্পর্কে লিখেছেন এরকম অনেক ব্লগার সামুতে আছেন। আজ আপনার পরামর্শ পড়লাম।

ভালো লাগলো।

কিন্তু কিছু কথা বলতে হয়। বিশ্বাস করুন সামুর দীর্ঘজীবী হওয়ার বিষয় গুলো সামু কর্তৃপক্ষের চেয়ে ভালো করে কেউ বুঝে না, জানে না।

অনেক ব্লগার বার বার ব্যাপার গুলো নিয়ে আলোচনা করা স্বত্বেও সামু কর্তৃপক্ষ বরাবরের মতো এখনো নীরব।

ব্লগার এবং গুনগত ও মানসম্পন্ন লেখা কমতে কমতে ব্লগটি বিনোদন হীন হয়ে পড়ছে বহুদিন ধরে।


নির্বাচিত পোস্টের পক্ষপাত দুষ্ট হওয়া , মডুর ক্ষমতার অপব্যবহার ও অ-নিরপেক্ষতা , ব্লগের জনপ্রিয় ব্লগারদের মডুর সরাসরি মদদে অপমান করে তাড়িয়ে দেওয়া এসব বন্ধ না হলে সামুর দীর্ঘজীবী হওয়া নিয়ে বরাবরের মতই আমি সন্দিহান।


অনুরোধঃ ১৭ নং মন্তব্যটি মুছে দিবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার অনুরোধের কারণেই ১৭ নম্বর মন্তব্যটি মুছে ফেলেছি ---

আশা করিছি সামু কর্তৃপক্ষ আমাদের মন্তব্যগুলো পড়বেন এবং বিষয়গুলো নিয়ে ভাববেন।
পুরাতন এবং নবীনদের সমন্বয়েই সুন্দর একটি পরিবেশ বজায় থাকবে যেখানে সকলেই তার মনের কথাগুলো নির্ভয়ে বলতে পারবে ---- আর সেইসাথে নিরপেক্ষতা বজায় থাকবে --

সামু পরিবার ভাল থাক এই প্রত্যাশা করি ----

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার সুচিন্তিত অভিমত পড়লাম...
সুচিন্তিত গঠনমূলক মতামতের জন্য সাধুবাদ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার মাথা থেকে যতটুকু এসেছে ততটুকু দেয়ার চেষ্টা করেছি। হয়তো আরো আছে কিন্তু আমার লেখায় তা আসে নাই ----

সকলের আন্তরিক প্রচেষ্টায় সামু তার নিজস্ব গৌরব নিয়ে এগিয়ে যাবে -- আর ব্লগারগণ লিখবে, পড়বে, জানবে ও শিখবে ----

আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন একটা পোস্ট করেছেন আপ্পি।


সামু এইসব নিয়ে একটু চিন্তা করলেই হয়!!


জানা আপ্পির উপস্থিতি কামনা করছি এই পোস্টে।


আলোচনা চলুক

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম আলো ব্লগ বন্ধ হওয়ার উপক্রম। খুব ভয় পাচ্ছি --- কেন যেন একটা ভয় মনের কোনে দানা বেধে আমাকে তাড়া করে বেড়াচ্ছিল ---যদি সামুর উপর কোন আঘাত আসে !! আর তাই ভাবলাম কিছু একটা লিখি ---

আসা করি সামু কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে একটু হলেও চিন্তা করবে ---

আন্তরিক ধন্যবাদ ভাইয়া -- ভাল থাকবেন সব সময় ---

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

কলমের কালি শেষ বলেছেন: একদম মনের কথাগুলো লিখেছেন । আমি সবসময় মনে করি 'লেখক' অনেক বিশাল একটা অর্থ বহন করে । লেখলেই বা ভালো লেখলেই বা অনেক ভাল লেখলেই লেখককের সংজ্ঞাকে পুরোপুরি পরিপূর্ন করেনা । কারন পূরিপূর্ন লেখক হতে হলে লেখার পাশাপাশি মনস্তাত্বিক ভাবেও অনেক উদার হৃদয়ের অধিকারী হতে হয় । তাই যারা লেখালেখি করেন তারা প্রথমে 'লেখক' এ শব্দটিকে যথাযথভাবে সন্মান করা জরুরী ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে সাজিয়ে একটি সুন্দর কাজের লেখা উপহার দেয়ার জন্য । :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই আমি চেষ্টা করেছি মাত্র -- অপরের মতামতকে সহ্য করে সুন্দর গঠণশীল মন্তব্য করা আমাদের সকলেরই উচিত -- আমি মনে করি প্রতি লেখকের উচিত মনোজগত সম্পকে কিছু না কিছু পড়া এবং জানা। হুমায়ুন আহমেদ এত বিখ্যাত হতে পারতেন না যদি না তিনি মানুষের মনোজগত সম্পর্কএ না জানতেন -- তার প্রতিটি লেখায় অন্তর দিয়ে লিখেছেন যেখানে আমাদের সংস্কৃতি সুন্দরভাবে উঠে এসেছে ---

শুভকামনা রইল ভাইয়া

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে তো দেখি ডাইনোসর আমলের ব্লগার

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হা হা হা --- হুমম ডাইনোসর আমলের ব্লগার --

আমার চাকুরীগত ব্যাস্ততার কারণে মাঝে তেমন লিখি নাই -- আবার মাঝে মাঝেই অনিয়মিত হয়ে যাই --- কিন্তু সময় পেলেই সামুতে ঢু দেই --- না লিখতে পারলেও একটু এসে পড়ে যাই ---

সামুর সাথে এক ধরণের নাড়ীর টান আছে বলতে পারেন ---

ভাল থাকবেন -- নিরন্তর শুভকামনা রইল

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডিকশেনারীঃ সামু অনেক নতুন কিছু সংযোজন ঘটিয়েছে আর তার জন্য সাধুবাদ জানাই। প্রত্যাশা সামু একটা বাংলা হতে ইংরেজী, ইংরেজী হতে বাংলা, বাংলা হতে বাংলা (কবিতা, গল্প লেখার জন্য দরকার) সফ্ট কপি ডিকশেনারীর ব্যবস্থা করবে- এতে পাঠক এবং লেখকগণ উপকৃত হবে। এটা প্রথম পেজের কোন একটা কোনে থাকতে পারে-- সহমত।

আপা আড্ডা চলছে... Click This Link আজকের আড্ডার টপিক "আপনি কোনটাতে সময় দিতে বেশী পছন্দ করেন এবং কেন?"

১) ফেসবুক
২) ব্লগ

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ---

ফেসবুক হলো ঘটিতে তোলা জল, ঢেলে খাওয়া যায় আর তা একসময় শেষ হয়ে যায় ------

কিন্তু ব্লক হলো পুকুর - এখানে সাঁতার কাটা যায় -- এখানের জল শেষ হয় না, নিজের মনকে পরিতৃপ্ত করা যায় ---

শুভকামনা রইল

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭

আবু শাকিল বলেছেন: অনেক সুন্দর এবং সুচিন্তিত মতামত প্রধান করেছেন।দিন দিন ব্লগ সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে।আমাদের দেশে যে কয়টি ব্লগ সাইট আছে তাদের মধ্যে সামু অন্যতম । সামু তেই রুচিশীল মানুষের যাতায়াত বেশী । আপনি যে পয়েন্ট গুলো তুলে কতৃপক্ষ নজরে নিবেন বলে আশা করছি।

৭ নাম্বার পয়েন্টে বিশেষ সহমত

"নিবাচিত পোস্টগুলোর ব্যাপারে আরো যত্নশীল হওয়া উচিত। অনেক সময় দেখা যায় কোন ব্লগার খুব ভাল লিখেছেন কিন্তু তার পোস্টটি নির্বাচিত পাতায় আসে নাই কিন্তু অন্য ব্লগার তেমন একটা ভাল লেখেন নাই অথচ তার লেখাটা চলে নির্বাচিত পাতায় এসেছে- এতে যে ভাল লিখলো তার লেখার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে বা তিনি বিকল্প কিছু খোঁজ করতে পারে -। আমরা চাই না কোন ব্লগার সামু হতে চলে যাক- আমরা চাই সকলেই সুখে দুখে একই পারিবারিক বন্ধনে মিলেমিশে থাকবো "

পোষ্টে ++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সুন্দর মতামত ও মন্তব্য প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ
ব্লগের সুন্দর পরিবেশ বজায় থাকলে কেউ ব্লগ ফেলে চলে যাবে না --

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

আবু শাকিল বলেছেন: আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন কতৃপক্ষ নজরে নিবেন বলে আশা করছি।

আরেকটা বিশেষ দিক ঃ- মন্তব্যে এডিট সুবিধা আনা যায় কিনা, ভেবে দেখবার অনুরোধ রইল।

জানা আপুর উপস্থিত কাম্য ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এডিট সুবিধাটা থাকা একান্ত প্রয়োজন --- আপনি মনে করিয়ে দিলেন ---১৬ নম্বর পয়েন্টে এডিট সুবিধাটা দিয়ে দিলাম -- আশা করি কর্তৃপক্ষ বিবেচনায় আনবেন

ভাল থাকবেন

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

ইছামতির তী্রে বলেছেন: সুন্দর এবং সুচিন্তিত মতামত। সকলের সম্মিলিত প্রচেস্টায়ই মহৎকিছু গড়া সম্ভব। আশা করি সামু'র মডারেশন প্যানেলসহ সকল ব্লগারগণ এ ব্যাপারে সচেতন হবেন।

আপনাকে অনেক ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ------
সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ব্লগটিকে এগিয়ে নেয়া সম্ভব হবে ----

শুভকামনা রইল

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২০

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল...সহমত :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ দিদি --- আশা করি ভাল আছেন ----
শুভকামনা রইল

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। সহমত। সাথে সাধুবাদ রইল।



ভালো থাকুন। শুভেচ্ছা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সহমত প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভাল থাকুন সব সময়

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

অপ্রতীয়মান বলেছেন: প্রতিটা পয়েন্টের সাথে সহমত আপু। প্রিয় ব্লগ ধীরে ধীরে বড় হচ্ছে সাথে এই জিনিষ গুলি এখুনি যদি একটু ঠিক করা যায় তাহলে সেটার সহায়তায় ব্লগের পরিবেশ আরও সুন্দর হবে।

শুভ কামনা জানবেন আপু :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন -- ব্লগের পরিসর বড় হচ্ছে --- সামু পরিবারের সদস্য সংখ্যা দিন দিন বেড়ে চলেছে --- আবার কিছু ব্লগার মুখ ফিরিয়ে নিচ্ছে ---- ব্লগের পরিবেশ ভাল হলে কেউ আর চলে যাওয়ার চিন্তাই করবে না ------

তাই এখন হতেই সামু কৃর্তৃপক্ষসহ আমরা যদি যত্নশীল হই তবে সব দিক সামাল দেয়া সম্ভব হবে ------

শুভকামনা রইল

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

রোদেলা বলেছেন: আমাদের চাওয়াগুলো আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।
জানা আপার কাছে আমার এক্টাই চাওয়া-কোন দিন যেন সামু ব্লগটা বন্ধ না হয়ে যায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তাই যেন হয় আপু --- সামু যেন বন্ধ হয়ে না যায় --- সামু থাক সব সময় ------ ভাল থাকবেন ----- শুভকামনা

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য পোস্ট ।অনেক কিছু জানার আর শেখার আছে এখান থেকে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামুকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে একযোগে কাজ করতে হবে --- প্রথম আলো ব্লগের মত যাতে এই ব্লগের অবস্থা না হয় এ কারণেই মনের মধ্যে এক ধরণের ভয় কাজ করছিল --------তাই এই লিখাটা লিখলাম ---

ভাল থাকবেন সেলিম ভাই --- শুভকামনা রইল

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম বুঝলাম।

এইবার করতে হইব।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক তাই --- সামু কর্তৃপক্ষ আমাদের ভাবনাগুলো আশা করি বিবেচায় নিবেন --- আর আমরা যারা ব্লগার তারাও সহনশীল হবো ---

ধন্যবাদ ভাইয়া ও শুভকামনা রইল

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট আপু। ১৬ নং ছাড়া বাকি সবগুলো পয়েন্টের সাথে সহমত প্রকাশ করছি। কমেন্ট এডিট করার সুযোগ থাকলে এর মিস ইউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করি।

ব্লগ কর্তৃপক্ষ আরও কিছু বিষয়ের দিকে নজর দিতে পারে। যাদের মধ্যে একটি পাইরেসি। অনেকেই সামুর প্লাটফর্ম ব্যবহার করে পাইরেসি করে চলছেন। গত রোজার ঈদের অডিও এ্যালবাম এর অবৈধ ডাউনলোড লিংক ব্লগে প্রচার করেছেন। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ পোস্টটি সরিয়ে নেয় নি। এই দিকটা খেয়াল করা উচিৎ।

স্টিকি পোস্ট নির্বাচনের ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নেয়া উচিৎ। প্রয়োজনীয় পোস্টটি প্রয়োজনীয় সময়ে স্টিকি হলে পোস্টের উদ্দেশ্য অধিকতর সফল হয়।

ধন্যবাদ আপু পোস্টটির জন্য। শুভ কামনা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

মন্তব্য এডিট :
আমি কয়েকবার এ ধরণের সমস্যায় পড়েছি। কারণ হয়তো যা লিখতে চেয়েছি কিন্তু মন্তব্যটা সেভাবে হয় নাই, আবার কিছু বানানও ভুল হয়ে গিয়েছে --- তখন খুবই এডিট অপশনটার প্রয়োজনীয়তা অনুভব করেছি --- ব্লগের পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি তবে আপনার উক্ত আশংকা দূর হয়ে যাবে ---

অবৈধ ডাউনলোড : এটা আসলে নৈতিকতার প্রশ্ন। আশা করছি সামু কর্তৃপক্ষ বিষয়টি ভাবনায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করবেন

স্টিকি পোস্ট : আমার কাছেও তাই মনে হয়েছে। গুরুত্বপূর্ণ পোস্টটা তারাতারি স্টিকি করা উচিত ----

অনেক সুন্দর ও গঠণমূলক মন্তব্য করার জন্য আন্তরিক শুভকামনা রইল

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

জানা বলেছেন:

সময় করে আসবো এখানে কথা বলতে।

পোস্টের জন্যে ধন্যবাদ লাইলী আরজুমান খানম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানা আপু । আপনার উপস্থিতি আমাদেরকে আরো অনুপ্রাণিত করলো ---

আমরা সামুকে ভালবাসি -- আমাদের টান আছে সামুর জন্য ---

সামু’যাতে কোন বাধা ছাড়াই সব সময় কার্যক্রম চালিয়ে যেতে পারে এর জন্য আমাদের ভাবনা নিরন্তর --

অনেক অনেক শুভকামনা রইল আপু

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডুরা ছাগুদের কিছু করে না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি বিশ্বাস করি ইতিবাচক এবং যুক্তিপূর্ণ আচরণ দিয়ে অন্যের নেতিবাচক মূল্যবোধ পরিবর্তন করা যায় ---এখানে দরকার একটু ধৈর্য্য --- আমি কয়েকজনকে আমার রেশনাল আচরন ও তথ্যপূর্ণ যুক্তি দিয়ে সঠিক পথে এনেছি ---

অনেকে মুক্তিযুদ্ধ দেখে নাই, আবার অনেকে এ ধরণের আলোচনার সাথে ছিল না কোন সময়, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ে নাই, তার পরিবারের কারণে বা বন্ধু বান্ধবের দ্বারা মোটিভেটেড হয়ে সে এই মূল্যবোধগুলো লালন করছে -------- আমরা যারা আছি, আমরা কিন্তু সমাজের স্টেকহোল্ডার বা দায়িত্ববাহক --- তাহলে আমাদের দায়িত্ব হলো উত্তেজিত না হয়ে সঠিক ম্যাসেজটা তাকে দেয়া --- সে গ্রহণ করুক বা না করুক সেটা তার ব্যাপার -- কিন্তু ম্যাসেজ তাকে দিতে হবে ---

সামু একটা সুন্দর / আলোচনার জন্য সব চেয়ে ভাল একটা প্লাটফরম --- যদি কেউ বাড়াবাড়ি করে বা দেশদ্রোহী কোন আলোচনার উপর জোড় দেয়-তবে তার জন্য সামু কর্তৃপক্ষ আছেন- তারা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে --- এটা আমরা আশা করি -----

শুভকামনা রইল -----

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা +++++++++

পোস্টটা পড়েছিলাম আগেই । যতদূর মনে পরে মন্তব্যও করেছিলাম ! নাকি আমার ভাবার ভুল !

খুবই ভালো পোস্ট । একমত ।

ভালো থাকবেন সবসময় :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ ----

হয়তো পোস্টটি পড়েছিলেন -- কিন্তু তখন হয়তো মন্তব্য করতে ভুলে গিয়েছিলেন ভাইয়া ----

শুভকামনা রইল সব সময়ের জন্য ---------

৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামুর প্রতি আপনার ভালোবাসা/ আন্তরিকতাময় পোস্টে
সহমত এবং অভিনন্দন জানাই ! ++

সত্য- সুন্দর-মননশীল আর অর্থপূর্ণ যাত্রায় সামু দীর্ঘজীবী হোক !

আগুনের পরশমণি জ্বলে উঠুক আমাদের সবার প্রাণে-প্রাণে...!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামু বাধাহীনভাবে বেঁচে থাকুক ----- সামুর প্রতি আমাদের সকলেরই ভালবাসা আছে ------

শুভকামনা রইল ------

৩৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

টুম্পা মনি বলেছেন: সব পয়েন্টের সাথে একমত আপু। কমেন্টে সরাসরি ,''ভালো লাগে নাই'' এমন লেখাটা রীতিমত অভদ্রতা মনে হয়। সত্যি বলতে কি যারা এমন লিখে তারা নিজেরাও খুব একটা ভালো লিখে না। সত্যিকারের জ্ঞানীরা বিনয়ীরা হয়। তারা নিজেদের অপূর্ণতা সম্পর্কে অবগত। আর ব্লগে একটা ট্রাডিশন আছে লেখা ঠিক মত না পড়ে অন্যের কমেন্ট দেখে কমেন্ট করা। এটাও বিরক্তির উদ্রেক করে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর ও গঠণমূলক একটি মন্তব্যের জন্য ---------

আশা করি আমরা সবাই আরো বেশি আন্তরিক হবো ---

ভাল থাকবেন আপু--------- অনেক অনেক শুভকামনা -------

৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: সামু শুধু দীর্ঘজীবি নয়, অমর হোক। অনেক ভালো লিখেছেন লাইলি। প্রিয়তে রাখছি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ৥ আমি ময়ূরাক্ষী ।

সামু আমাদের অন্তরে বাসা বেধেছে --- সামু ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি আকৃষ্ট করুক--- দেশের মানুষের কাছে আরো প্রিয় হতে প্রিয় হোক ---

লেখক হুমায়ূন আহমেদ দল মত নির্বিশেষে সকলের প্রিয়ভাজন হতে পেরেছিলেন -- তা আমরা দেখেছি তার বই বিক্রিতে এবং তার মৃত্যুর পরও মানুষের ঢল নেমেছিল জানাজায় -------

সামু সব দল মত নির্বিশেষে সবার নিকট প্রিয় হোক -- মানুষ নেতিবাচক মূল্যবোধকে সরিয়ে ইতিবাচক পথে আসুক --- এই হোক আমাদের প্রত্যাশা --- সবাই প্রাণ ভরে লিখুক --- মানুষ পড়ুক, জানুক বুঝুক --- আর তার চর্চা ঘটাক বাস্তব জীবনে ------

শুভকামনা রইল

৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: ১০. দিনে একজনের একাধিক পোস্টঃ দিনে একজনের একটার বেশি পোস্ট না দেয়াটাই ভাল।

* কথাটা ভাল লাগলো (সব পয়েন্টি ভাল লেগেছে)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সাহাদাত ভাই -- আন্তরিক ধন্যবাদ ---

সামু কর্তৃপক্ষ এবং আমাদের আন্তরিক প্রচেষ্টায় সামুর অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগের পর যুগ ---

কিছু বিষয় সামু কৃর্তৃপক্ষ সুনজরে আনলে আরো বেশি ভাল হবে বলে মনে করি ----

ভাল থাকবেন নিরন্তর

৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

জাফরুল মবীন বলেছেন: একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।আপনি অনেক বিষয়ই চমৎকারভাবে তুলে ধরেছেন।তবে আমার মনে হয় ব্লগকে আরও প্রাণবন্ত করতে ব্লগ কর্তৃপক্ষের সাথে ব্লগারদের একটা সরাসরি ইন্টার‌্যাকশনের প্ল্যাটফর্ম থাকা দরকার।সেটা মাসের শেষের ৩দিন “ব্লগ সঞ্চালকের মাসিক সভা” নামে পোস্ট স্টিকি করে করা যেতে পারে।ভাল লেখা ছাড়া ব্লগের গুরুত্ব ধরে রাখাটা বেশ কঠিন।আর ভাল লেখার জন্য ভাল লেখক তৈরী ও তাদের ধরে রাখা বেশ জরুরী বলে মনে হয়।পর্যবেক্ষণ থেকে মনে হয় ভাল লেখকরা একটু বেশীই অভিমানী হয়ে থাকে।তাদেরকে ব্রিদিং স্পেস দেওয়া যেতে পারে এর মাধ্যমে।এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।

বন্যার্তদের জন্য কিছু কাজে ব্যস্ত আছি।কয়েকদিন পর ব্লগে এসে কিছু বিষয় দেখে মনে হচ্ছে ব্লগ কর্তৃপক্ষ ব্লগে নতুন প্রাণসঞ্চারণ ঘটাচ্ছেন যা খুবই আশাপ্রদ।

অনেক শুভকামনা রইলো অাপনারে জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ----

আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো সামু কর্তৃপক্ষ গুরুত্বের সাথে তুলে ধরবেন --- কারণ আপনার মতামতটি অতিব গুরুত্বপূর্ণ যা সামুর অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে ---

আপনাকে অনেক অনেক শ্রদ্ধা যে আপনি মানব কল্যানে আপনার মূল্যবান সময় ব্যয় করছেন ------ মানবতার জয় হোক --- সামুর অগ্রযাত্রা আরো গতিশীল হোক --------

শুভকামনা

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

খাটাস বলেছেন: চমৎকার পোস্ট আপু। আমি নিজে অনেকটা ভেবেছিলাম, সামু নিয়ে একটা পোস্ট দেয়ার। আপনি আমার চিন্তার চেয়ে ও চমৎকার ভাবে বলেছেন।

আরেক টা বিষয় বলতে চাই, অনেকেই কমেন্টে লিখেন প্লাস। কমেন্টে ৭ বা ৮ টা প্লাস থাকলে ও দেখা যায়, দেয়া হয়েছে একটা বা দুইটা। এই ব্যাপারে সচেতন হলে অনেকে উৎসাহী হবেন আশা করি।

আর কিছু মানুষ কে ভদ্রতা জ্ঞান শেখান বেশ কঠিন, যারা ধর্ম, দল বা জাতিয়তাবোধের সারমর্ম উপ্লব্ধির চেয়ে লালন করেন বেশি। তবে সবাই ইতিবাচক হলে তারা ও একটা সময় উপলব্ধি করতে শিখবেন আশা করি। আর তাও সম্ভব না হলে, মানসিক বিকার গ্রস্থ দের ব্যবস্থা মডারেশন করবে।

চমৎকার পোস্ট টির জন্য আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দরভাবে জোরালো ও গঠণমূলক মন্তব্য করেছেন ----আশা করি সকল ব্লগার উক্ত বিষয়গুলো উপলব্ধিতে নিয়ে আসবেন --- আমি মনে করি একগুঁয়ে এবং জেদি মনোভাব পরিহার করে ইতিবাচক মূল্যবোধ পোষণ করাই উত্তম পন্থা ---আর এখানেই সবার কল্যান -- এখানেই সবাইকে বিনি সুতোয় গাঁথার একটি বড় সুযোগ রয়েছে ----

সকল ব্লগারের কল্যান কামনা করছি -----
সেইসাথে আপনার জন্যও অন্তর থেকে শুভকামনা রইল ----

৪২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: বেশ পোস্ট।

শুভ কামনা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইল

৪৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নুরএমডিচৌধূরী বলেছেন: ভালোলাগার শেষঃ কোথায় +++++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ --- শুভকামনা রইল

৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: এখন পর্যন্ত সবার শেষে আমি। তাতে কি হলো ভাল লাগাটুকুতো জানিয়ে যেতে পারি। অভিজ্ঞতার আলোকে লেখা। পড়তে পড়তে এটাই মনে এলো। সবক'টাই যুক্তিসঙ্গতঃ। তবে বর্তমানের চাহিদা "মন্তব্য এডিট" করার সুবিধাটুকু।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ --- আমার কথাগুলো বলেছি -- সবার মন্তব্য বিবেচনাপূর্বক সামুকর্তৃপক্ষ বাছাই করবেন --------

শুভকামনা রইল

৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার বলেছেন।
অধিকাংশের সাথে একমত।

আপনার জন্য শুভেচ্ছা রইল।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন --- অভিজ্ঞতার আলোকে লেখা ---
আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া

৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২০

নাজনীন১ বলেছেন: ভাল বলেছেন আপু।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল আপু

৪৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

ইমিনা বলেছেন: সহমত। প্রায় সবগুলো পয়েন্টই এখানে চলে এসেছে। এমন চমৎকার একটি পেস্টের জন্য অনেক ধন্যবাদ আপু :)

ভালো থাকবেন। শুভকামনা ।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টের সাথে সহমত প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ ---
ভাল থাকবেন সব সময় ---

৪৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বাকের ভাই রিটার্ন বলেছেন: আপনার লেখার বিষয় বস্তুর সাথে একান্তভাবে সহমত পোষন করছি আপুমনি।বিশেষ করে নতুন ব্লগারদের ব্যাপারে আপনার চিন্তা-ধারার ব্যাপারটা নিসন্দেহে প্রশংসনীয়।
আমি নিজেও একজন নতুন ব্লগার ।

এই চমৎকার বিশ্লেষণ ধর্মী পোষ্টটার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নতুনদের ব্যাপারেতো ভাবতেই হবে ---। নতুনরা ভাল লিখছে -- নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল

আপনার জন্য আন্তরিক ধন্যবাদসহ শুভকামনা --

৪৯| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭

একলা ফড়িং বলেছেন: সামুর সাথে আছি এবং থাকতে চাই। তাই তো বিভিন্ন ঝামেলার কারণে অনেকদিন নেটে আসতে না পারলেও সামুর টানে ঠিক আবার ফিরে এসেছি।


সবাইকে নিয়ে সামি অনেক ভালো থাকুক, সামনে আরও ভালোভাবে পথ চলুক।


ঈদের শুভেচ্ছা রইলো আপু :) :)

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল -----
ভাল থাকবেন সব সময়

৫০| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো কিছু কথা লিখেছেনে আপু, ১১ নং প্লাস।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু --- শুভকামনা রইল

৫১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

নাহিদ হাকিম বলেছেন: আপনি তরুণদের জন্য বলেছেন, তাদের পোস্ট গুলো পড়ে অগ্রজগণ যেন কমেন্টস করে। সুন্দর বলেছেন, ধন্যবাদ

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এটাইতো হওয়া উচিত নাহিদ ভাই --- আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল

৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

জাহিদ জুয়েল বলেছেন: আমি এক নবীন সদস্য।

খুবেই ভাল লাগল পড়ে। ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য।
ভাল থাকবেন একটু না, অনেক অনেক বেশি।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্বাগতম --। নবীনদের নিকট হতে আমরা অনেক কিছু আশা করি --।

পোস্টএর সাথে সহমত পোষণের জন্য আন্তরিক ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৫৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

সোহেল আহমেদ পরান বলেছেন: দিক নির্দেশনামূলক সুদর পোস্টটি খুব ভালো লাগলো আপা।
আপনাকে শুভেচ্ছা আন্তরিক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

৫৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

রাতুলবিডি৪ বলেছেন: ইদানিং ফেসবুকে সামান্য দু’লাইন লিখে শত শত লাইক এবং কমেন্ট পাচ্ছে, অনেকে এখন রীতিমত ফেবুতে লিখছে।

এই সমস্যার কোন সমাধান নাই - টেলিগ্রাম আর চিঠি মারা গেছে ফোন আর মোবাইলের চাপে - ফেবুর চাপে ব্লগও হয়ত মারা যাবে একদিন । তবে অনেক দিনের সংগিটার উপর মায়া পরে গেছে - সামনে কি হবে সামনেই দেখা যাবে ---

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার কথায় যুক্তি আছে প্রচন্ড ---
সুন্দর গঠণমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

৫৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

সোহানী বলেছেন: সহমত লায়লা আপু..... সত্যিই দেখতে দেখতে ৭ পেরিয়ে ৮ চলছে আমার বয়স সামুতে। কখন যে এতদিন পার করলাম মনেই করতে পারছি না।

+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপুনি
ভাল থাকবেন সব সময়

৫৬| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: দেরীতে হলেও আপনার পোস্টটা নজরে এলো। পুর পোস্টটাই মনযোগ দিয়ে পড়লাম, বেশ ভাল লাগলো, তবে ১৬ নম্বর পয়েন্টা বেশী গুরুত্বপূর্ণ মনে হয়েছে।



ওহ আপনার পোস্টটা ফেবুতে শেয়ার করেছি।

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো আপনার মন্তব্যটা পেয়ে ---
ঠিক করেছেন ফেবুতে শেয়ার করেছেন
ভাল থাকুন ভাই, ভাল থাকুন সব সময়

৫৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লাগলো। ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য এবং ভাল লাগার জন্য

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার লেখাটি পড়ে ভালো লাগল ।
...........................................................
অনেকগুলো পয়েন্ট আলোচনা করার মতো ।
মজার ব্যাপার হলো এতো লাইক পাবার পরও
এটা নির্বাচিত পাতায় যায় নাই ।
...........................................................
সামুর দুর্বলতা এখানে স্পষ্ট !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.