নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটির পৃথিবী

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

পৃথিবীর এই পান্থশালায় কেহ আসে কেহ যায়।

কেহ থাকে অট্টালিকায় কেহ বা গাছতলায়।

রাজপ্রাসাদে কেউ বা থাকে নরম বিছানায় শুয়ে,

কেউ বা থাকে গাছতলাতে আশ্রয়হীন হয়ে।



এই জীবন মরু যেন এক তরু, ফলে ফুলে আছে ভরে।

শুকিয়ে যায় ফুল, ঝরে যায় পাতা, গাছে যখন বাজ পড়ে।

মানুষের এই জীবনটা তো ধূপ কাঠির মতো ভাই।

দুঃখের জ্বালায় অবিরত জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়।





ভবের হাটে কেউবা সুখী, কেউ বা নীরবে শুধু কাঁদে।

কেউবা গড়ে মাটির কুটির, কেউ বা সুখের নীড় বাঁধে।

আকাশের চাঁদ মাটির পৃথিবীতে জোছনা হয়ে ঝরে,

ভালবাসা প্রীতি হৃদয়ের গীতি বেজে ওঠে ঝংকারে।



পৃথিবীর এই নাট্যশালায় চলে ভাঙা গড়ার খেলা।

কেহ হাসে কেহ কাঁদে ঘরে ফিরিবার বেলা।

কান্না হাসির স্মৃতির ফলকে দেখি যে কত ছবি,

নিত্য দুঃখ সুখের ইতিহাস লেখে মাটির পৃথিবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.