নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জয় বাবা লোকনাথ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৩

জয় বাবা লোকনাথ।

তোমার চরণে জানাই শতকোটি প্রণাম আমার।

হে বাবা লোকনাথ!

তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম আমার।

করুণাময় সিন্ধু তুমি,

মন্দির তব পূণ্যভূমি,

সে মন্দিরে যেবা যায়,

বাঞ্ছিত ফল পায়,

সেথা তাই সে আসে বারে বার,

লহ দেব সহস্র কোটি প্রণাম আমার।

জয় বাবা লোকনাথ,

তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম আমার।

রণে, বনে, জলে, জঙ্গলে,

কভু কেউ বিপদে পড়লে

যেবা লয় নাম তোমার,

তুমি তারে করহ উদ্ধার।

হে বাবা লোকনাথ!

তোমার চরণে জানাই সহস্র কোটি প্রণাম আমার।

লহ দেব কোটি কোটি প্রণাম আমার।

অন্তরেতে আছ তুমি হৃদয়ে আমার।

ভক্তিপুষ্প অর্ঘ্য দিয়ে পূজা করিব তোমার।

তুমি সৃষ্টি, তুমি স্থিতি

তুমি প্রলয়ের গতি,

অগতির গতি তুমি, আশা নিরাশার।

ফুলে ফলে আছ তুমি, কভু সাকার কভু নিরাকার।

তুমি জগতের গুরু,

ভক্তবাঞ্ছা কল্পতরু

তোমার আশিস মাথায় নিয়ে

জীবনপথে পথ চলা হোক শুরু।

পাপী তাপী উদ্ধারে,

আসিয়াছ বারে বারে

তুমি প্রভু এই ধরাধাম।

প্রভাতে স্মরণ করি নিত্য তব নাম।

অপার মহিমা তব

কবিতায় কি বর্ণিব,

আমি তব অধম সন্তান।

তুমি ভবের কাণ্ডারী আমায় কর পার।

হে বাবা লোকনাথ,

তোমার চরণে মোর শতকোটি প্রণাম আমার।

জয় বাবা লোকনাথ,

লহ দেব কোটি কোটি প্রণাম আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.