নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ঊর্মিলা

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১১


রাম সীতা গেল বনবাসে,
কৌশল্যা ভূমিতে পড়ে আঁখিজলে ভাসে।
লক্ষ্মণ ভাই গেল তাদের সাথে,
ঊর্মিলা শুধু কাঁদে - আর কাঁদে।
ঊর্মিলা-রামায়ণে বর্ণিত
লক্ষ্মণের বধূ তুমি নহ,
তুমি শুধু ঊর্মিলা-আমার ঊর্মিলা।

ঊর্মিলা- আজ চৌদ্দটা বছর,
তোমার সাথে হয়নি কথা বলা।
তোমায় রেখে এসেছি একেলা।
জানি, তোমার বড় কষ্ট হয়,
জানি, তোমার জীবন বড় দুর্বিসহ।
ঊর্মিলা-রামায়ণে বর্ণিত
লক্ষ্মণের বধূ তুমি নহ,
তুমি শুধু ঊর্মিলা-আমার ঊর্মিলা।

ঊর্মিলা- তোমার হৃদয় সাগরে,
আমি দেখেছি হাজার হাজার ঊর্মিমালা।
তুমি শুধু ঊর্মিলা-আমার ঊর্মিলা।

তোমার কালো চোখে দেখেছি
আমি অমানিশার নিকষ কালো আঁধার।
পূর্ণিমার রাতে, আকাশে চাঁদ ওঠে।
ঘুম আসে না দু’চোখে তোমার।
ঊর্মিলা- তোমার বুকভরা ভালবাসা
আমার জীবনে এক দুঃসহ জ্বালা,
ঊর্মিলা-রামায়ণে বর্ণিত
লক্ষ্মণের বধূ তুমি নহ,
তুমি শুধু ঊর্মিলা-আমার ঊর্মিলা।
ঊর্মিলা- তোমার জলভরা দুটি চোখ
আমাকে আজও কাঁদায়-শুধু কাঁদায়।
তুমি নীরবে সয়েছো কত অবিচার, অন্যায়।
তোমার হৃদয়কমল আজও চির উজ্জ্বল
কঠোর ত্যাগের অমর মহিমায়।
ঊর্মিলা-রামায়ণে বর্ণিত
লক্ষ্মণের বধূ তুমি নহ,
তুমি শুধু ঊর্মিলা-আমার ঊর্মিলা।

সুখ দুঃখভরা পৃথিবীতে ঊর্মিলারা
আজও হেসে খেলে বেড়ায়।
ত্যাগের মহিমায় ওরা আজও
বেঁচে আছে কবিতার পাতায়।
জীবন মহাকাব্যের শাখা-প্রশাখায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.