নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নদীর কিনারায় সরু বালির চর

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

কিনারায় সরু বালির চর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে,
নদীর পাড়ে প্রকাণ্ড বটগাছ, গাছের ডালে পাখিরা সব নাচে।
নদীর তটে গামছা পরা ছেলে, সরষের তেল মাখে সারা গায়,
নদীর হাঁটুজলে গোরুর গাড়ি আর গোরু মোষ পার হয়ে যায়।

নদীর কিনারায় সরু বালির চরে বসে মাছ খায় ধবল বলাকা,
শংখচিল উড়ে যায় দূর আকাশের গায় মেলে তার দুটি পাখা।
নদীর কাছে শ্মশান ঘাটে রোজ জ্বলে ওঠে মৃত মানুষের দেহ,
চাঁদনীরাতে আকাশে ওঠে চাঁদ, নদীঘাটে থাকে না আর কেহ।

নদীর কিনারায় সরু বালির চর, জোছনারাতেও গা ছম্ ছম্ করে,
মৌনরাতি কেটে যায় অবসাদে, ভোরের আলোয় চিত্ত ওঠে ভরে।
নদীর দুই পারে গাছে গাছে শুনি আমি রোজ প্রভাত পাখির গান,
নদী আপন বেগে বয়ে চলে দিবস-রাতি শোন ঐ নদীর কলতান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.