নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রক্ত ঝরা প্রভাত (গণসংগীত কবিতা)

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

রক্ত ঝরা প্রভাত (গণসংগীত কবিতা)
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)


এই ধরণীর, প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।

যারা ঊষর মরুতে, লাঙলের ফলায়, ফলায় সোনার ফসল,
জলে ভিজে আর, রোদে পুড়ে যাদের, ঘাম ঝরে অবিরল।
গাঁইতি শাবল চালায়ে যারা, পাহাড় ভেঙে গড়ে পথ,
যাদের রুধিরে, হয়েছে সিক্ত, মোদের অগ্রগতির রথ।

এই ধরণীর, প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।

যারা গাঁইতি শাবল, কোদাল চালায়, কয়লা খাদের ভিতর,
যাদের মাথার উপর, কলের চাকা, অবিরাম ঘুরিছে নিরন্তর।
চকা- চাঁই চাঁই, কয়লার ডুলি চালায়, খনিতে রাত নিঝুম,
দিন রাত খাটে, যারা কয়লা কাটে, রাত্তিরে নাহিক ঘুম।

এই ধরণীর, প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।

কৃষক আর শ্রমিকদের সংগ্রাম, অবিরত চলছে, চলবে।
এবার শাসক নয়, কৃষক ও শ্রমিকরাই, শেষ কথা বলবে।
রক্তঝরা প্রভাতে, সোনার অরুন, রোজ পূর্ব দিগন্তে ওঠে।
বাঁচার লড়াই, জনতার কণ্ঠে তাই, প্রতিবাদের সুর ফোটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.