নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রথযাত্রার মেলা

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

রথযাত্রায় জন সমাগম
আজকে রথের মেলা।
আকাশ ঘিরে মেঘ করেছে
আজকে সকাল বেলা।

একটুপরেই মেঘ কেটে যায়
অরুণসূর্য ওঠে হেসে।
পথের পাশে দোকান সাজায়
দোকানীরা সব এসে।

পাড়ার মাঠে সাজানো আছে
সেই পুরানো রথখানি,
জয় জগন্নাথ বলে সবাই
রথ নিয়ে যায় টানি।

বসেছে আজ রথের মেলা
গাঁয়ের পথের ধারে,
বিশাল মাঠে সার্কাস খেলা
দোকান সারে সারে।

ঝুমঝুমি আর খেলার পুতুল
চিরুনী আর আয়না,
তাল পাতার কিনবে বাঁশি
ধরেছে খোকা বায়না।

খুশির দিনে বকুনি খেয়ে
কাঁদছে খোকন সোনা,
তাল পাতার বাঁশি কিনতে
তার মা করেছে মানা।

রথের মেলায় সবাই খুশি
কাঁদছে খুকি বসে,
মা ভাই তার হারিয়ে গেছে
রথের মেলায় এসে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১

আলম দীপ্র বলেছেন: সুন্দর ! +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.